জয় দিয়ে শুরু হলো নেদারল্যান্ডসের কাতার বিশ্বকাপ অভিযান। আল থুমামা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে শেষ মুহূর্তের দুই গোলে সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে ডাচরা।
কাতার বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ শুনতে হয়েছে আফ্রিকান চ্যাম্পিয়নদের। চোটের কারণে ছিটকে যান দলটি সবচেয়ে বড় তারকা সাদিও মানে। সেই ধাক্কা যে কত বড় তা টের পেল আলিও সিসের শিষ্যরা। পুরো ম্যাচে দুই দল লড়েছে সমানতালে। তবে গোলপোস্টে নেদারল্যান্ডসের চেয়ে বেশি শট নিয়েও হেরেছে সেনেগাল। তার জন্য কোচ সিসে আফসোস করতেই পারেন। যদি মানে থাকতেন তবে গোলের সুযোগ এভাবে হাতছাড়া নাও হতে পারতো। ৭৩ মিনিটে তিন ডিফেন্ডারের সামনে ইসমাইলা সারের দেওয়া পাসটি থেকে নেওয়া ইদ্রিসা গুয়ের আগুনে শটটি যদি ডাচ গোলরক্ষক আন্দ্রিয়েস নোপার্ট ঝাঁপিয়ে পড়ে রুখে না দিতেন তবে এগিয়ে যেতে পারত সেনেগাল।
এর ১১ মিনিট পরেই ম্যাচের ডেডলক ভাঙেন কোডি গাকপো। ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে হেডে গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে পরাস্ত করেন পিএসবি আইন্দোফেনের এই ফরোয়ার্ড। এরপর সমতায় ফিরতে শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেনেগাল। কিন্তু ভার্জিল ফন ডাইকদের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো অন্তিম মুহূর্তে দ্বিতীয় গোল হজম করে বসে তারা। যোগ করা ৯ম মিনিটে নেদারল্যান্ডস দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় বদলি হিসেবে মাঠে নামা ডেভি ক্লাসেনের গোলে।
দুই দলের প্রথমার্ধ কেটেছে গোলশূন্য ব্যবধানে। এমনিতে মানেকে ছাড়া শক্তির ব্যবধানে পিছিয়ে ছিল সেনেগাল। তার মধ্যে ৭৩ মিনিটে চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন মিডফিল্ডার শিকোয়ো কোয়াতে। এর একটু পরেই প্রথম গোল হজম করে সিসের দল।
গত বিশ্বকাপে বাছাইপর্বের সাঁকো পেরোতে না পারায় দর্শক হয়ে থাকতে হয়েছিল ডাচদের। এবার তারা কোচ লুই ফন গালের অধীনে বিশ্বকাপে ফিরেই তুলে নিল প্রথম জয়।
জয় দিয়ে শুরু হলো নেদারল্যান্ডসের কাতার বিশ্বকাপ অভিযান। আল থুমামা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে শেষ মুহূর্তের দুই গোলে সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে ডাচরা।
কাতার বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ শুনতে হয়েছে আফ্রিকান চ্যাম্পিয়নদের। চোটের কারণে ছিটকে যান দলটি সবচেয়ে বড় তারকা সাদিও মানে। সেই ধাক্কা যে কত বড় তা টের পেল আলিও সিসের শিষ্যরা। পুরো ম্যাচে দুই দল লড়েছে সমানতালে। তবে গোলপোস্টে নেদারল্যান্ডসের চেয়ে বেশি শট নিয়েও হেরেছে সেনেগাল। তার জন্য কোচ সিসে আফসোস করতেই পারেন। যদি মানে থাকতেন তবে গোলের সুযোগ এভাবে হাতছাড়া নাও হতে পারতো। ৭৩ মিনিটে তিন ডিফেন্ডারের সামনে ইসমাইলা সারের দেওয়া পাসটি থেকে নেওয়া ইদ্রিসা গুয়ের আগুনে শটটি যদি ডাচ গোলরক্ষক আন্দ্রিয়েস নোপার্ট ঝাঁপিয়ে পড়ে রুখে না দিতেন তবে এগিয়ে যেতে পারত সেনেগাল।
এর ১১ মিনিট পরেই ম্যাচের ডেডলক ভাঙেন কোডি গাকপো। ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে হেডে গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে পরাস্ত করেন পিএসবি আইন্দোফেনের এই ফরোয়ার্ড। এরপর সমতায় ফিরতে শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেনেগাল। কিন্তু ভার্জিল ফন ডাইকদের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো অন্তিম মুহূর্তে দ্বিতীয় গোল হজম করে বসে তারা। যোগ করা ৯ম মিনিটে নেদারল্যান্ডস দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় বদলি হিসেবে মাঠে নামা ডেভি ক্লাসেনের গোলে।
দুই দলের প্রথমার্ধ কেটেছে গোলশূন্য ব্যবধানে। এমনিতে মানেকে ছাড়া শক্তির ব্যবধানে পিছিয়ে ছিল সেনেগাল। তার মধ্যে ৭৩ মিনিটে চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন মিডফিল্ডার শিকোয়ো কোয়াতে। এর একটু পরেই প্রথম গোল হজম করে সিসের দল।
গত বিশ্বকাপে বাছাইপর্বের সাঁকো পেরোতে না পারায় দর্শক হয়ে থাকতে হয়েছিল ডাচদের। এবার তারা কোচ লুই ফন গালের অধীনে বিশ্বকাপে ফিরেই তুলে নিল প্রথম জয়।
ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণালী যুগ এখন আর নেই। ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতেই কদিন আগে ক্যারিবীয়রা সিরিজ খুইয়েছে নেপালের কাছে। ক্রিকেটের অপর দুই সংস্করণ ওয়ানডে ও টেস্টে শুধু হতাশা আর হতাশা। হারিয়ে খুঁজতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলকে অনুপ্রেরণা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
২৬ মিনিট আগেরেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।
১ ঘণ্টা আগেএবারের নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে পাকিস্তান। কিন্তু এখনো জয়ের দেখা পায়নি। আজ তারা নামবে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।
১ ঘণ্টা আগেবেশি দিন আগের ঘটনা নয়। ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আফগানিস্তানের পেসার বিলাল সামি লিখেছিলেন, ‘গট ম্যারিড’। কিন্তু সামি কি তখনো জানতেন, বিয়ের দুই সপ্তাহের মধ্যেই এমন কিছু করে ফেলবেন, যা নিয়ে আলাপ-আলোচনা হবে।
২ ঘণ্টা আগে