Ajker Patrika

সন্তানসম্ভবা প্রেমিকার সঙ্গে কোথায় নতুন বছর উদ্‌যাপন করলেন নেইমার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ২১: ৫৪
ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নতুন বছর উদযাপন করেছেন নেইমার। ছবি: সংগৃহীত
ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নতুন বছর উদযাপন করেছেন নেইমার। ছবি: সংগৃহীত

২০২৪ শেষে, এল ২০২৫। বিশ্বের বিভিন্ন প্রান্তে আড়ম্বরে উদ্‌যাপন হয়েছে ‘থার্টি ফার্স্ট নাইট’। খেলোয়াড়েরাও কী করে বাদ দিতে পারে এমন মুহূর্ত! ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার তাঁর সন্তানসম্ভবা প্রেমিকাকে নিয়ে নতুন বছর উদ্‌যাপন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ পড়তেই আজ দেখা গেছে খেলোয়াড়দের নতুন বছর উদ্‌যাপনের ছবি। বেশির ভাগই পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট করেছেন। নেইমার সংযুক্ত আরব আমিরাতে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপন করেছেন। বিয়ানকার্দির পরিবারের সঙ্গে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন। আরব সাগরের পাশে উঁচু দালানকোঠার ওপর রঙিন আলো পরিবেশটাকে করেছে আরও নজরকাড়া।

আমিরাতের কোথায় নেইমার ও তাঁর প্রেমিকা বিয়ানকার্দি নতুন বছর উদ্‌যাপন করেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের যুগলবন্দী (নেইমার-বিয়ানকার্দি) সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে জায়গার নাম দেওয়া দুবাই। আবার কোনো কোনো ওয়েবসাইটে লেখা আবুধাবিতে থার্টি ফার্স্ট নাইট নেইমার উদ্‌যাপন করেছেন বিয়ানকার্দির সঙ্গে।

নতুন বছর উদ্‌যাপন করতে গিয়ে মার্কো ভেরাত্তির সঙ্গেও দেখা হয়েছে নেইমারের। ভেরাত্তি, নেইমার প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) একসময় সতীর্থ ছিলেন। কাতারের আল আরাবি এসসি ক্লাবে ভেরাত্তি এখন খেলছেন। নেইমার আছেন আল হিলালে। যদিও চোটের কারণে সৌদি ক্লাবটির হয়ে সেভাবে খেলতেই পারেননি ব্রাজিলের ফরোয়ার্ড।

মার্কো ভেরাত্তির সঙ্গেও আমিরাতে দেখা হয়েছে নেইমারের। ছবি: ইনস্টাগ্রাম
মার্কো ভেরাত্তির সঙ্গেও আমিরাতে দেখা হয়েছে নেইমারের। ছবি: ইনস্টাগ্রাম

২০২৫ শুরুর এক সপ্তাহ আগে একসঙ্গে নেইমার ও বিয়ানকার্দি উদ্‌যাপন করেছেন বড়দিন। তখনই এই যুগল যৌথভাবে এক বিবৃতিতে তাঁদের অনাগত দ্বিতীয় সন্তান নিয়ে পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নেইমার-বিয়ানকার্দি দম্পতির ঘরে আছে এক ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত