ক্রীড়া ডেস্ক
২০২৪ শেষে, এল ২০২৫। বিশ্বের বিভিন্ন প্রান্তে আড়ম্বরে উদ্যাপন হয়েছে ‘থার্টি ফার্স্ট নাইট’। খেলোয়াড়েরাও কী করে বাদ দিতে পারে এমন মুহূর্ত! ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার তাঁর সন্তানসম্ভবা প্রেমিকাকে নিয়ে নতুন বছর উদ্যাপন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ পড়তেই আজ দেখা গেছে খেলোয়াড়দের নতুন বছর উদ্যাপনের ছবি। বেশির ভাগই পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট করেছেন। নেইমার সংযুক্ত আরব আমিরাতে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন করেছেন। বিয়ানকার্দির পরিবারের সঙ্গে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন। আরব সাগরের পাশে উঁচু দালানকোঠার ওপর রঙিন আলো পরিবেশটাকে করেছে আরও নজরকাড়া।
আমিরাতের কোথায় নেইমার ও তাঁর প্রেমিকা বিয়ানকার্দি নতুন বছর উদ্যাপন করেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের যুগলবন্দী (নেইমার-বিয়ানকার্দি) সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে জায়গার নাম দেওয়া দুবাই। আবার কোনো কোনো ওয়েবসাইটে লেখা আবুধাবিতে থার্টি ফার্স্ট নাইট নেইমার উদ্যাপন করেছেন বিয়ানকার্দির সঙ্গে।
নতুন বছর উদ্যাপন করতে গিয়ে মার্কো ভেরাত্তির সঙ্গেও দেখা হয়েছে নেইমারের। ভেরাত্তি, নেইমার প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) একসময় সতীর্থ ছিলেন। কাতারের আল আরাবি এসসি ক্লাবে ভেরাত্তি এখন খেলছেন। নেইমার আছেন আল হিলালে। যদিও চোটের কারণে সৌদি ক্লাবটির হয়ে সেভাবে খেলতেই পারেননি ব্রাজিলের ফরোয়ার্ড।
২০২৫ শুরুর এক সপ্তাহ আগে একসঙ্গে নেইমার ও বিয়ানকার্দি উদ্যাপন করেছেন বড়দিন। তখনই এই যুগল যৌথভাবে এক বিবৃতিতে তাঁদের অনাগত দ্বিতীয় সন্তান নিয়ে পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নেইমার-বিয়ানকার্দি দম্পতির ঘরে আছে এক ছেলে।
২০২৪ শেষে, এল ২০২৫। বিশ্বের বিভিন্ন প্রান্তে আড়ম্বরে উদ্যাপন হয়েছে ‘থার্টি ফার্স্ট নাইট’। খেলোয়াড়েরাও কী করে বাদ দিতে পারে এমন মুহূর্ত! ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার তাঁর সন্তানসম্ভবা প্রেমিকাকে নিয়ে নতুন বছর উদ্যাপন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ পড়তেই আজ দেখা গেছে খেলোয়াড়দের নতুন বছর উদ্যাপনের ছবি। বেশির ভাগই পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট করেছেন। নেইমার সংযুক্ত আরব আমিরাতে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন করেছেন। বিয়ানকার্দির পরিবারের সঙ্গে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন। আরব সাগরের পাশে উঁচু দালানকোঠার ওপর রঙিন আলো পরিবেশটাকে করেছে আরও নজরকাড়া।
আমিরাতের কোথায় নেইমার ও তাঁর প্রেমিকা বিয়ানকার্দি নতুন বছর উদ্যাপন করেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের যুগলবন্দী (নেইমার-বিয়ানকার্দি) সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে জায়গার নাম দেওয়া দুবাই। আবার কোনো কোনো ওয়েবসাইটে লেখা আবুধাবিতে থার্টি ফার্স্ট নাইট নেইমার উদ্যাপন করেছেন বিয়ানকার্দির সঙ্গে।
নতুন বছর উদ্যাপন করতে গিয়ে মার্কো ভেরাত্তির সঙ্গেও দেখা হয়েছে নেইমারের। ভেরাত্তি, নেইমার প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) একসময় সতীর্থ ছিলেন। কাতারের আল আরাবি এসসি ক্লাবে ভেরাত্তি এখন খেলছেন। নেইমার আছেন আল হিলালে। যদিও চোটের কারণে সৌদি ক্লাবটির হয়ে সেভাবে খেলতেই পারেননি ব্রাজিলের ফরোয়ার্ড।
২০২৫ শুরুর এক সপ্তাহ আগে একসঙ্গে নেইমার ও বিয়ানকার্দি উদ্যাপন করেছেন বড়দিন। তখনই এই যুগল যৌথভাবে এক বিবৃতিতে তাঁদের অনাগত দ্বিতীয় সন্তান নিয়ে পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নেইমার-বিয়ানকার্দি দম্পতির ঘরে আছে এক ছেলে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।
১ ঘণ্টা আগেবার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লাউতারো মার্তিনেজ। গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দলের দুটি গোলে অবদান ছিল তাঁর। দলের প্রথম গোল নিজে করেছেন, আরেকটি তাঁকে বক্সে ফাউল করায় পেন
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যে গতকাল রাত থেকে চলছে সামরিক যুদ্ধ। ভয়াবহ আকার ধারণ না করলেও এর রেশ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশে। ক্রিকেটাররাও নিজ দেশের পাশে থাকার সমর্থন জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সব মিলিয়ে যুদ্ধের একটা প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল
৪ ঘণ্টা আগেচলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে তলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।
৪ ঘণ্টা আগে