Ajker Patrika

অতিরিক্ত সময়ের গোলে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৮: ২৫
বক্সের বাইরে থেকে শট নিলেও গোল করতে পারেননি বসুন্ধরার হুয়ান লেসকানো। ছবি: বাফুফে
বক্সের বাইরে থেকে শট নিলেও গোল করতে পারেননি বসুন্ধরার হুয়ান লেসকানো। ছবি: বাফুফে

টাইব্রেকারের দিকেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু সব হিসাব-নিকাশ উল্টে দিলেন ইনসান হোসেন। অতিরিক্ত সময়ে তাঁর গোলেই ফেডারেশন কাপের ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে তারা।

সময়টা ভালো যাচ্ছিল না বসুন্ধরার। প্রথম কোয়ালিফায়ারে আবাহনী লিমিটেডের কাছে টাইব্রেকারে হারের পর প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছেও। সেই ক্ষত শুকিয়ে অবশেষে পেল জয়ের স্বাদ।

তবে কিংস অ্যারেনায় পাল্লা দিয়ে লড়েছে রহমতগঞ্জ। ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পায় তারা। কিন্তু মোস্তফা কাহরাবার শট বসুন্ধরা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণে হাত ছুঁয়ে পোস্টে লেগে ফিরে আসে। ১৩ মিনিটে রহমতগঞ্জ গোলরক্ষককে একা পেয়েও ফয়সাল আহমেদ ফাহিমের কাটব্যাক থেকে গোল করতে পারেননি হুয়ান লেসকানো।

৪১ মিনিটে মোরসালিন শেখের মাটি কামড়ানো ফ্রি কিক পোস্টের কিছুটা বাইরে দিয়ে চলে যায়। বিরতির পর আক্রমণের ধাল আরও বাড়াতে থাকে বসুন্ধরা। ৪৯ মিনিটে বক্সের ভেতর থেকে লেসকানোর ভলি পোস্টে লেগে ফিরে আসে। এক মিনিট পর হেডে আবারও চেষ্টা করেন লেসকানো। কিন্তু এবার তাঁকে রুখে দেন রহমতগঞ্জের গোলরক্ষক আহসান হাবিব বিপু।

বল দখলের লড়াইয়ে রহমতগঞ্জ খুব একটা পিছিয়ে ছিল না রহমতগঞ্জ। আক্রমণেও যাচ্ছিল নিয়মিত। এর ফল তারা পায় ৭৫ মিনিটে। নাবিব নেওয়াজ জীবনের কাটব্যাক ক্লিয়ারের চেষ্টা করেছিলেন তপু বর্মন। কিন্তু পা-ই লাগাতে পারেননি তিনি। তাই বল চলে যায় সোলোমন কিংয়ের। দারুণ এক শটে রহমতগঞ্জকে এগিয়ে দেন তিনি।

আরেকটি হার চোখ রাঙানি দিলেও বসুন্ধরা সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি। ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে সাদ উদ্দিনের কোনাকুনি শট এক ড্রপের পর আশ্রয় নেয় জালে। বিপু পোস্ট থেকে কিছুটা এগিয়ে থাকায় তা আর ঠেকাতে পারেননি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ গোলে।

অতিরিক্ত সময়েও চলতে থাকে বসুন্ধরার দাপট। কিন্তু কাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য ১১৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। বিরতির সময় সোহেল রানাকে তুলে নিয়ে ইনসানকে মাঠে নামান বসুন্ধরার কোচ ভালেরিউ তিতা। সাধারণত রাইটব্যাকে খেলে থাকা ইনসান পেশাদার ক্যারিয়ারে কখনো গোলের দেখা পাননি। কিন্তু রাকিব হোসেনের ক্রসে সুনিপুণ হেডে জাল কাঁপান ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার। জার্সি খুলে তাঁর বুনো উল্লাস বলে দেয়, এমন এক মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন তিনি। শেষ দিকে রহমতগঞ্জ মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা আর পায়নি।

আগামী ২২ এপ্রিল ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে আবাহনীর মুখোমুখি হবে বসুন্ধরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত

কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা

ভ্যাটিকানের মতো একটি ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র নিয়ে জোর জল্পনা

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত