গোল করা যেন এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)—দল যা-ই হোক, গোলের ধারাবাহিকতা অব্যহত রাখছেন। নিয়মিত গোল করা এমবাপ্পেকে ‘গোলপাগল’ বললেন ক্রিস্তফ গালতিয়ের।
বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের ম্যাচে মুখোমুখি হয় পেস দ্য ক্যাসেল ও পিএসজি। পেস দ্য ক্যাসেলকে ৭-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। ৭ গোলের মধ্যে এমবাপ্পে একাই করেন ৫ গোল। ম্যাচে গোলের উদ্বোধনই হয় এমবাপ্পেকে দিয়ে। নুনো মেন্দেসের অ্যাসিস্টে ২৯ মিনিটে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড। এরপর ৩৫, ৪০, ৫৬ ও ৭৯ মিনিটে নিজের বাকি ৪ গোল করেন এমবাপ্পে। তাঁর গোলবন্যায় মুগ্ধতা ঝরেছে গালতিয়েরের কণ্ঠে। পিএসজি কোচ বলেন, ‘এমবাপ্পে আসলেই গোল করতে পছন্দ করে। গত বছর সে অনেক গোল করেছে। এক বর্ষপঞ্জিকায় ৫৬-এর মতো গোল করেছিল।’
এমবাপ্পে ছাড়া বাকি ২ গোল করেছেন নেইমার ও কার্লোস সোলার। নেইমার দুটি গোলে অ্যাসিস্ট করেছেন। ৫৬ মিনিটে এমবাপ্পে ও ৬৪ মিনিটে সোলারকে গোল করতে সহায়তা করেছিলেন নেইমার। নেইমার-এমবাপ্পের যুগলবন্দী পারফরম্যান্সে গালতিয়ের বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ ছিল যে সে (এমবাপ্পে) ও নেইমার পুরো খেলাটা খেলেছে।’
গোল করা যেন এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)—দল যা-ই হোক, গোলের ধারাবাহিকতা অব্যহত রাখছেন। নিয়মিত গোল করা এমবাপ্পেকে ‘গোলপাগল’ বললেন ক্রিস্তফ গালতিয়ের।
বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের ম্যাচে মুখোমুখি হয় পেস দ্য ক্যাসেল ও পিএসজি। পেস দ্য ক্যাসেলকে ৭-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। ৭ গোলের মধ্যে এমবাপ্পে একাই করেন ৫ গোল। ম্যাচে গোলের উদ্বোধনই হয় এমবাপ্পেকে দিয়ে। নুনো মেন্দেসের অ্যাসিস্টে ২৯ মিনিটে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড। এরপর ৩৫, ৪০, ৫৬ ও ৭৯ মিনিটে নিজের বাকি ৪ গোল করেন এমবাপ্পে। তাঁর গোলবন্যায় মুগ্ধতা ঝরেছে গালতিয়েরের কণ্ঠে। পিএসজি কোচ বলেন, ‘এমবাপ্পে আসলেই গোল করতে পছন্দ করে। গত বছর সে অনেক গোল করেছে। এক বর্ষপঞ্জিকায় ৫৬-এর মতো গোল করেছিল।’
এমবাপ্পে ছাড়া বাকি ২ গোল করেছেন নেইমার ও কার্লোস সোলার। নেইমার দুটি গোলে অ্যাসিস্ট করেছেন। ৫৬ মিনিটে এমবাপ্পে ও ৬৪ মিনিটে সোলারকে গোল করতে সহায়তা করেছিলেন নেইমার। নেইমার-এমবাপ্পের যুগলবন্দী পারফরম্যান্সে গালতিয়ের বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ ছিল যে সে (এমবাপ্পে) ও নেইমার পুরো খেলাটা খেলেছে।’
দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
১ ঘণ্টা আগেপ্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
২ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা। ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। পাকিস্তানের তিন ব্যাটারই শুধু দুই অঙ্কের ঘরে পোঁছাতে পেরেছেন।
৩ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার-প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান পাকিস্তানের। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
৪ ঘণ্টা আগে