Ajker Patrika

লিভারপুলের সঙ্গে এমবাপ্পের গুঞ্জনে ‘হাসাহাসি’ করেছেন ক্লপরা

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৫: ২৮
লিভারপুলের সঙ্গে এমবাপ্পের গুঞ্জনে ‘হাসাহাসি’ করেছেন ক্লপরা

পিএসজিকে ক্লাব ছাড়ার চিঠি দেওয়ার পর থেকেই কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ ঠিকানা নিয়ে নানান রকম গুঞ্জন চলছে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো তাঁর চুক্তির বিষয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ক্লাবের নাম জানাচ্ছে। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে শোনা যায় এক বছরের জন্য ফরাসি তারকাকে নিতে চায় লিভারপুল। 

অথচ এ বিষয়ে কিছুই জানেন না ইংলিশ ক্লাবের কোচ ইয়ুর্গেন ক্লপ। তাই যখন সংবাদটি শুনেছেন, সে সময় নাকি এমবাপ্পের লিভারপুলে আসা নিয়ে মজা ও হাসাহাসি করেছেন। শুধু তিনিই নন, তাঁর শিষ্যসহ আরও অনেকে এমন তথ্যে মজা পেয়েছেন। 
স্কাই জার্মানি নামে এক সংবাদমাধ্যমকে ক্লপ বলেছেন, ‘এটি শোনার পর আমরা হাসাহাসি করেছি। বলতে চাই, সত্যিকার অর্থে সে দুর্দান্ত একজন ফুটবলার। কিন্তু আর্থিক কাঠামোর শর্তটা আমাদের সঙ্গে যায় না।’ 

ক্লাবের অন্য কেউ হয়তো এমবাপ্পেকে আনার চেষ্টা করতে পারেন বলে মজার ছলে জানিয়েছেন ক্লপ। তিনি বলেছেন, ‘গল্পের সমাপ্তি এখানেই শেষ করতে চাই না। তবে যত দূর জানি, তেমন কোনো কিছুই হচ্ছে না। হয়তো ক্লাবের কেউ একজন কোনো কিছু করার চেষ্টা করছে। যেন আমাকে চমকে দিতে পারে। তবে আমার আট বছরের মেয়াদে এখানে এমন কিছু ঘটেনি। ঘটনাটি প্রথম হতে পারে।’ 

এই মুহূর্তে প্রাকমৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে আছে লিভারপুল। সেখানে বসেই এমবাপ্পের এই সংবাদ শুনতে পান ক্লপ। আগামীকাল বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে সিঙ্গাপুরে প্রাকপ্রস্তুতি ভালোই হচ্ছে অল রেডদের। গত ৩০ জুলাই স্বদেশি ক্লাব লেস্টার সিটিকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত