Ajker Patrika

র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ, আর্জেন্টিনাই শীর্ষে

ক্রীড়া ডেস্ক
র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ, আর্জেন্টিনাই শীর্ষে

বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের কাছে দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ ফুটবল দল। তার প্রভাবটা পড়েছে ফিফা র‍্যাঙ্কিংয়েও। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হয়েছে হাভিয়ের কাবরেরার দলের। 

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের র‍্যাঙ্কিং ছিল ১৮৩। দলটির বিপক্ষে দুই ম্যাচের প্রথমটিতে ৫-০ ও দ্বিতীয়টিতে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ হালনাগাদ করা ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে জামালদের বর্তমান র‍্যাঙ্কিং ১৮৪। বাংলাদেশের ঠিক পরেই আছে ভুটান। পাকিস্তান আছে ১৯৫তম র‍্যাঙ্কিংয়ে। 

দক্ষিণ এশিয়ার শীর্ষ দল যথারীতি ভারত। তবে র‍্যাঙ্কিংয়ে চার ধাপ অবনতি হয়েছে তাদের। ১১৭ থেকে ১২১তম স্থানে নেমে গেছেন সুনীল ছেত্রীরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ আছে ১৬১তম স্থানে। নেপালের র‍্যাঙ্কিং ১৭৮। 

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব সেরা আর্জেন্টিনা। গত এক বছর ধরে র‍্যাঙ্কিংয়ের চূড়াটা নিজেদের দখলে রেখেছে লিওনেল মেসির দল। দুইয়ে বিশ্বকাপে রানার্সআপ ফ্রান্স। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে বেলজিয়াম। 

এক ধাপ অবনমনে তিন থেকে চারে নেমে গেছে ইংল্যান্ড। পাঁচে আছে ব্রাজিল। নেদারল্যান্ডসকে সাতে নামিয়ে ছয়ে উঠে এসেছে পর্তুগাল। র‍্যাঙ্কিংয়ের আটে স্পেন, নয়ে ইতালি ও দশম স্থানে ক্রোয়েশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত