Ajker Patrika

এক বছর বিরতির পর ফিরলেন কোচ তেভেজ

এক বছর বিরতির পর ফিরলেন কোচ তেভেজ

পেশাদার ফুটবল থেকে ২০২২ সালে বুটজোড়া তুলে রেখেছেন কার্লোস তেভেজ। ওই বছরেই আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে প্রথম কোচিংও শুরু করেন তিনি। কিন্তু প্রথম দলের হয়ে তাঁর কোচিং ক্যারিয়ার দীর্ঘ হয়নি। 
 
রোজিওর দায়িত্ব ছাড়ার পর প্রায় এক বছর অবসর সময় কাটিয়েছেন তেভেজ। আজ অবশ্যে আবারও কোচিং পেশায় ফিরেছেন তিনি। স্বদেশি ক্লাব আতলেতিকো ইন্দিপেন্দিয়েন্টের দায়িত্ব নিয়েছেন সাবেক বোকা জুনিয়র্সের ফরোয়ার্ড। দলের বাজে পারফরম্যান্সের কারণে গত রোববার কোচের পদ থেকে সরে দাঁড়ান রিকার্দো জিলিনস্কি। তাঁরই জায়গায় আলবিসেলেস্তাদের সাবেক উইঙ্গারকে নিয়োগ দিয়েছে আতলেতিকো। কত বছরের জন্য দায়িত্ব পেয়েছেন সেটা অবশ্য এখনো জানা যায়নি। 

এর আগে রোজারিওর হয়ে কোচিং ক্যারিয়ার দুর্দান্ত শুরু করেছিলেন তেভেজ। কিন্তু এরপরও তাঁর মেয়াদ পাঁচ মাসের বেশি দীর্ঘ হয়নি। রাজনৈতিক কারণে সেসময় পদত্যাগ করেছিলেন তিনি। ক্লাবের সভাপতি নির্বাচনে তাঁকে ব্যবহার করায় আর্জেন্টাইন উইঙ্গার অসন্তুষ্ট ছিলেন সে সময়। তাই কোচের পদ থেকে নিজেকে সরিয়ে নেন ৩৯ বছর বয়সী সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও সিটির উইঙ্গার। 

কোচিং ক্যারিয়ার সবে শুরু হলেও খেলোয়াড়ি ক্যারিয়ার দীর্ঘ ছিল তেভেজের। ২০ বছরের ক্যারিয়ার ৫১৭ ম্যাচে ২২৭ গোল করেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচে করেছেন ১৩ গোল। দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টারের হয়ে খেলে ৩টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। ক্যারিয়ারের একমাত্র মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা তিনি জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত