নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সুনীল ছেত্রির জোড়া গোলে হৃদয় ভেঙেছে বাংলাদেশের। ছেত্রির জোড়া গোলে নড়েচড়ে বসতে পারেন লিওলেন মেসিও! বাংলাদেশের বিপক্ষে জোড়া গোল করে যে আর্জেন্টাইন তারকাকে টপকে গেছেন ভারত অধিনায়ক।
ভারতের হয়ে ১১৭ ম্যাচে ৭৪ গোল করেছেন ছেত্রি। আর্জেন্টিনার হয়ে ১৪৩ ম্যাচে মেসির গোল ৭২টি। ১৪৯ ম্যাচে ১০৯ গোল করা ইরানের আলি দায়ি এখনো আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। ১১ জুন শুরু হওয়া ইউরোতে দায়ির রেকর্ডটি ছোঁয়ার সুযোগ ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। ১৭৪ ম্যাচে ১০৩ গোল করেছেন পর্তুগিজ তারকা।
মেসিকে টপকে যাওয়া নয়, ছেত্রির স্বস্তি বাংলাদেশের বিপক্ষে পুরো তিন পয়েন্ট পাওয়ায়। ম্যাচ শেষে বলেছেন, ‘বেশ কঠিন ম্যাচ ছিল। একটা সময় পর্যন্ত বাংলাদেশ ভাল লড়াই করেছে। তবে আমরা আরও বেশি গোলে জিততে পারতাম। দিনের শেষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছি। এতেই শান্তি পাচ্ছি।’
এদিন ছেত্রি শুধু মেসিকে ছাড়িয়ে যাননি। ভারতকে স্বত্বি দিয়েছেন আরও একটা জায়গায়। তাঁর জোড়া গোলেই ২০ বছর পর বিদেশের মাঠে জয় পেয়েছে ভারত। বাংলাদেশ কোচ জেমি ডের কন্ঠেও ছেত্রির মত একজন খেলোয়াড়ের আক্ষেপ ঝরেছে, ভারতীয় দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। বিশেষ করে ছেত্রি। আমরা আসলে ছেত্রির কাছে হেরি গেছি।’
ঢাকা: সুনীল ছেত্রির জোড়া গোলে হৃদয় ভেঙেছে বাংলাদেশের। ছেত্রির জোড়া গোলে নড়েচড়ে বসতে পারেন লিওলেন মেসিও! বাংলাদেশের বিপক্ষে জোড়া গোল করে যে আর্জেন্টাইন তারকাকে টপকে গেছেন ভারত অধিনায়ক।
ভারতের হয়ে ১১৭ ম্যাচে ৭৪ গোল করেছেন ছেত্রি। আর্জেন্টিনার হয়ে ১৪৩ ম্যাচে মেসির গোল ৭২টি। ১৪৯ ম্যাচে ১০৯ গোল করা ইরানের আলি দায়ি এখনো আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। ১১ জুন শুরু হওয়া ইউরোতে দায়ির রেকর্ডটি ছোঁয়ার সুযোগ ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। ১৭৪ ম্যাচে ১০৩ গোল করেছেন পর্তুগিজ তারকা।
মেসিকে টপকে যাওয়া নয়, ছেত্রির স্বস্তি বাংলাদেশের বিপক্ষে পুরো তিন পয়েন্ট পাওয়ায়। ম্যাচ শেষে বলেছেন, ‘বেশ কঠিন ম্যাচ ছিল। একটা সময় পর্যন্ত বাংলাদেশ ভাল লড়াই করেছে। তবে আমরা আরও বেশি গোলে জিততে পারতাম। দিনের শেষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছি। এতেই শান্তি পাচ্ছি।’
এদিন ছেত্রি শুধু মেসিকে ছাড়িয়ে যাননি। ভারতকে স্বত্বি দিয়েছেন আরও একটা জায়গায়। তাঁর জোড়া গোলেই ২০ বছর পর বিদেশের মাঠে জয় পেয়েছে ভারত। বাংলাদেশ কোচ জেমি ডের কন্ঠেও ছেত্রির মত একজন খেলোয়াড়ের আক্ষেপ ঝরেছে, ভারতীয় দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। বিশেষ করে ছেত্রি। আমরা আসলে ছেত্রির কাছে হেরি গেছি।’
বেনফিকার মাঠে প্রথম লেগ জিতে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল বার্সেলোনা। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ, কিছুটা স্বস্তি নিয়ে রাতে এস্তাদিও অলিম্পিকে মাঠে নেমেছিলেন হান্সি ফ্লিকের শিষ্যরা। নিজেদের ডেরায় আক্রমণাত্মক ফুটবল পসরা সাজিয়ে দ্বিতীয় লেগে বার্সা পেল ৩-১ গোলের দারুণ জয়। প্রথম লেগে বেনফিকার মাঠে জিতেছিল
২৬ মিনিট আগেশেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে বটে, কিন্তু দ্বিতীয় লেগ নিজেদের মাঠে বলেই ফেভারিটের খাতায় কিঞ্চিৎ এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ তিন দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল। তাই পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে আতলেতিকোকে। তবে শেষ আটে যেতে অন্তত ২-০ গোলে জিততে
১ ঘণ্টা আগেকেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবি আগেই জানিয়েছে, শুধু টেস্ট খেলা ক্রিকেটারদের আর্থিক সুরক্ষায় এবার তারা বেশি জোর দিয়েছে। মুমিনুল হক-তাইজুল ইসলামদের মতো শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা যেন আর্থিক চিন্তায় টেস্ট থেকে মনোযোগ হারিয়ে না ফেলেন, সে কারণ
২ ঘণ্টা আগেহোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে সেই পরিকল্পনা হয়তো আলোর মুখ দেখছে না এবার। আজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে সদস্যদেশগুলো।
১৪ ঘণ্টা আগে