Ajker Patrika

এভাবে খেললে জয়ের কোনো আশা দেখছেন না চেলসি কোচ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১২: ৫০
Thumbnail image

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেলসির। চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠেই রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমাকে আটকানোর কোনো উপায়ই যেন জানা ছিল না চেলসির। এর আগে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের কাছেও ৪-১ ব্যবধানে হেরেছিল চেলসি। আর এভাবে খেললে পরের ম্যাচগুলোতেও হারতে হবে বলে মনে করছেন চেলসি কোচ টমাস টুখেল।

স্টামফোর্ড ব্রিজে রিয়ালের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল চেলসি। রিয়ালের দাপুটে পারফরম্যান্সের সঙ্গে নিজেদের ভুলও কম ছিল না। তৃতীয় গোলটির পুরোপুরি দায় নিতে হবে গোলরক্ষক মেন্দিকে। দলের এমন পারফরম্যান্সে হতাশ টুখেল বলেন, ‘এরপর মাদ্রিদে নয়, আমাদের যেতে হবে সাউদাম্পটনে। সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা এভাবে খেলা চালিয়ে যাই, তবে সাউদাম্পটনের বিপক্ষেও হার। এরপর আমরা বার্নাব্যুতে গিয়েও ধাক্কা খাব।’

গত মৌসুমে দলকে শিরোপা জিতিয়েছিলেন। আর এবার মুদ্রার উল্টো পিঠ দেখছেন টুখেল। দলের খেলা নিয়ে এই জার্মান কোচ আরও বলেন, ‘এটা অনেক বড় হার। স্টামফোর্ডে আমার দেখা সবচেয়ে বাজে প্রথমার্ধ ছিল এটা। ব্যক্তিগত নৈপুণ্যে এবং দলীয়ভাবে আমরা একেবারেই ভালো খেলিনি। খেলাটা আমাদের মানের চেয়ে অনেক দূরে ছিল।’ 

এরপরও মানুষটার নাম টুখেল বলেই হয়তো এখনই ভরসা হারাতে চাইবে না সমর্থকেরা। গত মৌসুমে রীতিমতো ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছিলেন তিনি। এবারও নিশ্চয় তেমন কিছুর অপেক্ষায় থাকবে চেলসি ভক্তরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত