Ajker Patrika

নিজেকে ‘নির্দোষ’ মনে করেন নিষিদ্ধ সোহাগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২৩, ১৯: ৫৫
নিজেকে ‘নির্দোষ’ মনে করেন নিষিদ্ধ সোহাগ 

প্রায় এক মাস তিনি ছিলেন চোখের আড়ালে। ফিফার এক নিষেধাজ্ঞায় দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ঘিরে প্রশ্ন আর কৌতূহলের কমতি ছিল না মোটেও। আড়াল ভেঙে অবশেষে প্রকাশ্যে এলেন সোহাগ। সাংবাদিক সম্মেলনে জোর দিয়ে বললেন, তিনি ‘নির্দোষ’!

গত ১৪ এপ্রিল ফিফার নিষেধাজ্ঞায় পড়েন আবু নাঈম সোহাগ। এরপর থেকে গণমাধ্যম বহুবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি তিনি। শুধু বলেছেন একটি কথাই, ‘সত্য প্রকাশিত হবেই’। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডাকা সংবাদ সম্মেলন একই কথায় বলেছেন সোহাগ। সঙ্গে ছিলেন তার আইনজীবী আজমালুল হোসাইন কেসি।

সত্য প্রকাশিত হবে, এমন কথা বারবার বললেও সেই সত্যটি যে কী সেটা একবারও খোলাসা করেননি সোহাগ। আজ সংবাদমাধ্যম তার কাছ থেকে জানতে চেয়েছে একটি কথাই, নিজেকে নির্দোষ কিংবা বলির পাঁঠা মনে করেন কিনা সোহাগ। শুরুতে এ প্রশ্নের এড়িয়ে যেতে চেষ্টা করেছেন অনিয়মের দায়ে অভিযুক্ত বাফুফের সাধারণ সম্পাদক। শেষ পর্যন্ত আর পারেননি। বেশ জোরের সঙ্গেই বলেছেন, ‘আমি নিজেকে নির্দোষ মনে করি। সেটা আনুষ্ঠানিক প্রমাণের জন্যই কাজ করছি। আমি আবারও আপনাদের কাছে ফিরব। আশা করি, ভালো খবর নিয়েই ফিরব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’

সোহাগের এই সংবাদ সম্মেলনকে ঘিরে এভাবেই উপচে পড়েছিলেন সাংবাদিকেরাসোহাগকে নিয়ে ফিফার রায়ে কোণঠাসা হয়ে পড়েছে বাফুফে। প্রশ্ন তো আগে থেকেই ছিল, আরও চাপের মুখে পড়ে ফেডারেশনটি। সোহাগকে আজীবন নিষিদ্ধ করা হয় ফেডারেশন থেকে। অনিয়মের অভিযোগ মুছে ফেলতে জোর দিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সোহাগের আইনজীবী আজমালুল হোসাইন কেসি। আর সোহাগ বলেছেন, ‘সময় সকল কিছুর উত্তর দেবে। আমি আশা করি নিজের সম্মান, বাংলাদেশের সম্মান ফিরিয়ে আনতে পারব।’ নিজেকে ফুটবল প্রেমী দাবি করে তিনি আরও বলেছেন, ‘ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ফুটবলকে ভালোবেসেই ফুটবল ফেডারেশনে কাজ করেছি ৷ অনেকে বলেছে, রাত পর্যন্ত ভবনে থেকেছি তখন কাজ করেছি এ নিয়েই। পাঁচ বছরের অনেক ডকুমেন্টস সংগ্রহ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত