Ajker Patrika

৭৫ বছর বয়সেও গোল করতে পারবে রোনালদো, বললেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯: ৫৭
Thumbnail image

জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। দলবদলের শেষ সময়ে অবশ্য মহানাটকীয়তার জন্ম দিয়ে রোনালদো নাম লিখিয়েছিলেন তাঁর পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ম্যানইউতে ফেরার প্রায় এক যুগ পর সিটির বিপক্ষে ডার্বিতে মাঠে নামবে সিআর সেভেন।

বিকেলে সাড়ে ছয়টায় ওল্ড ট্রাফোর্ডে সিটিকে আতিথেয়তা দেবে ম্যানইউ। ম্যাচের আগে সিটি কোচ পেপ গার্দিওলা রোনালদোর গোল করার সামর্থ্য নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, ৭৫ বছর বয়সেও গোল করতে পারবে পর্তুগিজ তারকা। এক যুগ পর ম্যানইউতে ফিরে অভিষেকেই জোড়া গোল করেছিলেন রোনালদো। এরপর রেড ডেভিলদের জার্সিতে ১১ ম্যাচে করেছেন ৯ গোল। এরমধ্যে ৫টিই আবার চ্যাম্পিয়নস লীগে।  

রোনালদো গোল করার অসাধারণ সামর্থ্যে মুগ্ধ গার্দিওলা। সিটি কোচ রোনালদোর গোল স্কোরিং সামর্থ্য নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, ‘সে সারাজীবনই গোল করবে। তার বয়স যখন ৭৫ বছর হবে, হয়তো তিনি অবসর নেবেন। তখনও যদি খেলতে নামেন, গোল করবেন। মেসি বা রোনালদো মতো ফুটবলাররা গত দশকে বিশ্ব ফুটবলে যা করেছে। গোলের পর গোল করে নিজের দলকে জিততে সহায়তা করেছে। এটা এমনিতেই তাদের হয়ে কথা বলে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত