রুদ্ধশ্বাস জয়ে ইকুয়েডরকে হারিয়ে গতকাল সেমিফাইনালের টিকিট কেটেছিল আর্জেন্টিনা। সেমিতে প্রতিপক্ষ কে হবে, তা জানতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে আজ ভেনেজুয়েলা-কানাডা ম্যাচ পর্যন্ত। শেষ পর্যন্ত ভেনেজুয়েলাকে হারিয়ে কানাডা সেমিতে পেল আর্জেন্টিনাকে।
পেনাল্টি শুটআউটে ম্যাচের ফল যেন ২০২৪ কোপা আমেরিকার নকআউট পর্বের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। হিউস্টনে গতকাল টাইব্রেকারে জয় পেয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে আজ ভেনেজুয়েলা-কানাডা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের নিষ্পত্তিও হয়েছে পেনাল্টি শুটআউটে। ৪-৩ গোলে জিতে কানাডা পৌঁছে গেল কোপা আমেরিকার সেমিফাইনালে। ১০ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ভেনেজুয়েলা-কানাডা পেনাল্টি শুটআউট আজ একটা ধারাবাহিকতা মেনে এগোতে থাকে। টাইব্রেকারে প্রথমে স্যালোমোন রোন্দোনের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। কানাডার প্রথম গোলটি করেন জোনাথন ডেভিড। এরপর দুই দলই তাদের দ্বিতীয় গোল মিস করে। তৃতীয় শট নেওয়ার সময় ভেনেজুয়েলা-কানাডা উভয় পক্ষই গোলের দেখা পেয়েছে। চতুর্থবার তারা আবার মিস করেছে একই সঙ্গে। পঞ্চম শটে এসে ধারাবাহিকতা ভাঙল। ভেনেজুয়েলার উইকার অ্যাঞ্জেল গোল মিস করেন। এই সুযোগে ইসমাইল কোনি গোল করে কানাডাকে এনে দিয়েছেন সেমিফাইনালের টিকিট।
টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে ভেনেজুয়েলা দাপট দেখিয়ে খেলেছে কানাডার ওপর। ৫৬ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ভেনেজুয়েলা নেয় ৩ শট। কানাডা বল দখলে রাখে ৪৪ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৭ শট। ৬৪ মিনিটে ফরোয়ার্ড রোন্দনের গোলে সমতায় ফেলে ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় মূল ম্যাচ। কানাডা ও ভেনেজুয়েলা হলুদ কার্ড দেখেছে ২টি ও ১টি।
রুদ্ধশ্বাস জয়ে ইকুয়েডরকে হারিয়ে গতকাল সেমিফাইনালের টিকিট কেটেছিল আর্জেন্টিনা। সেমিতে প্রতিপক্ষ কে হবে, তা জানতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে আজ ভেনেজুয়েলা-কানাডা ম্যাচ পর্যন্ত। শেষ পর্যন্ত ভেনেজুয়েলাকে হারিয়ে কানাডা সেমিতে পেল আর্জেন্টিনাকে।
পেনাল্টি শুটআউটে ম্যাচের ফল যেন ২০২৪ কোপা আমেরিকার নকআউট পর্বের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। হিউস্টনে গতকাল টাইব্রেকারে জয় পেয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে আজ ভেনেজুয়েলা-কানাডা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের নিষ্পত্তিও হয়েছে পেনাল্টি শুটআউটে। ৪-৩ গোলে জিতে কানাডা পৌঁছে গেল কোপা আমেরিকার সেমিফাইনালে। ১০ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ভেনেজুয়েলা-কানাডা পেনাল্টি শুটআউট আজ একটা ধারাবাহিকতা মেনে এগোতে থাকে। টাইব্রেকারে প্রথমে স্যালোমোন রোন্দোনের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। কানাডার প্রথম গোলটি করেন জোনাথন ডেভিড। এরপর দুই দলই তাদের দ্বিতীয় গোল মিস করে। তৃতীয় শট নেওয়ার সময় ভেনেজুয়েলা-কানাডা উভয় পক্ষই গোলের দেখা পেয়েছে। চতুর্থবার তারা আবার মিস করেছে একই সঙ্গে। পঞ্চম শটে এসে ধারাবাহিকতা ভাঙল। ভেনেজুয়েলার উইকার অ্যাঞ্জেল গোল মিস করেন। এই সুযোগে ইসমাইল কোনি গোল করে কানাডাকে এনে দিয়েছেন সেমিফাইনালের টিকিট।
টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে ভেনেজুয়েলা দাপট দেখিয়ে খেলেছে কানাডার ওপর। ৫৬ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ভেনেজুয়েলা নেয় ৩ শট। কানাডা বল দখলে রাখে ৪৪ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৭ শট। ৬৪ মিনিটে ফরোয়ার্ড রোন্দনের গোলে সমতায় ফেলে ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় মূল ম্যাচ। কানাডা ও ভেনেজুয়েলা হলুদ কার্ড দেখেছে ২টি ও ১টি।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৫ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
৪৩ মিনিট আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে