রুদ্ধশ্বাস জয়ে ইকুয়েডরকে হারিয়ে গতকাল সেমিফাইনালের টিকিট কেটেছিল আর্জেন্টিনা। সেমিতে প্রতিপক্ষ কে হবে, তা জানতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে আজ ভেনেজুয়েলা-কানাডা ম্যাচ পর্যন্ত। শেষ পর্যন্ত ভেনেজুয়েলাকে হারিয়ে কানাডা সেমিতে পেল আর্জেন্টিনাকে।
পেনাল্টি শুটআউটে ম্যাচের ফল যেন ২০২৪ কোপা আমেরিকার নকআউট পর্বের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। হিউস্টনে গতকাল টাইব্রেকারে জয় পেয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে আজ ভেনেজুয়েলা-কানাডা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের নিষ্পত্তিও হয়েছে পেনাল্টি শুটআউটে। ৪-৩ গোলে জিতে কানাডা পৌঁছে গেল কোপা আমেরিকার সেমিফাইনালে। ১০ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ভেনেজুয়েলা-কানাডা পেনাল্টি শুটআউট আজ একটা ধারাবাহিকতা মেনে এগোতে থাকে। টাইব্রেকারে প্রথমে স্যালোমোন রোন্দোনের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। কানাডার প্রথম গোলটি করেন জোনাথন ডেভিড। এরপর দুই দলই তাদের দ্বিতীয় গোল মিস করে। তৃতীয় শট নেওয়ার সময় ভেনেজুয়েলা-কানাডা উভয় পক্ষই গোলের দেখা পেয়েছে। চতুর্থবার তারা আবার মিস করেছে একই সঙ্গে। পঞ্চম শটে এসে ধারাবাহিকতা ভাঙল। ভেনেজুয়েলার উইকার অ্যাঞ্জেল গোল মিস করেন। এই সুযোগে ইসমাইল কোনি গোল করে কানাডাকে এনে দিয়েছেন সেমিফাইনালের টিকিট।
টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে ভেনেজুয়েলা দাপট দেখিয়ে খেলেছে কানাডার ওপর। ৫৬ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ভেনেজুয়েলা নেয় ৩ শট। কানাডা বল দখলে রাখে ৪৪ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৭ শট। ৬৪ মিনিটে ফরোয়ার্ড রোন্দনের গোলে সমতায় ফেলে ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় মূল ম্যাচ। কানাডা ও ভেনেজুয়েলা হলুদ কার্ড দেখেছে ২টি ও ১টি।
রুদ্ধশ্বাস জয়ে ইকুয়েডরকে হারিয়ে গতকাল সেমিফাইনালের টিকিট কেটেছিল আর্জেন্টিনা। সেমিতে প্রতিপক্ষ কে হবে, তা জানতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে আজ ভেনেজুয়েলা-কানাডা ম্যাচ পর্যন্ত। শেষ পর্যন্ত ভেনেজুয়েলাকে হারিয়ে কানাডা সেমিতে পেল আর্জেন্টিনাকে।
পেনাল্টি শুটআউটে ম্যাচের ফল যেন ২০২৪ কোপা আমেরিকার নকআউট পর্বের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। হিউস্টনে গতকাল টাইব্রেকারে জয় পেয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে আজ ভেনেজুয়েলা-কানাডা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের নিষ্পত্তিও হয়েছে পেনাল্টি শুটআউটে। ৪-৩ গোলে জিতে কানাডা পৌঁছে গেল কোপা আমেরিকার সেমিফাইনালে। ১০ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ভেনেজুয়েলা-কানাডা পেনাল্টি শুটআউট আজ একটা ধারাবাহিকতা মেনে এগোতে থাকে। টাইব্রেকারে প্রথমে স্যালোমোন রোন্দোনের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। কানাডার প্রথম গোলটি করেন জোনাথন ডেভিড। এরপর দুই দলই তাদের দ্বিতীয় গোল মিস করে। তৃতীয় শট নেওয়ার সময় ভেনেজুয়েলা-কানাডা উভয় পক্ষই গোলের দেখা পেয়েছে। চতুর্থবার তারা আবার মিস করেছে একই সঙ্গে। পঞ্চম শটে এসে ধারাবাহিকতা ভাঙল। ভেনেজুয়েলার উইকার অ্যাঞ্জেল গোল মিস করেন। এই সুযোগে ইসমাইল কোনি গোল করে কানাডাকে এনে দিয়েছেন সেমিফাইনালের টিকিট।
টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে ভেনেজুয়েলা দাপট দেখিয়ে খেলেছে কানাডার ওপর। ৫৬ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ভেনেজুয়েলা নেয় ৩ শট। কানাডা বল দখলে রাখে ৪৪ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৭ শট। ৬৪ মিনিটে ফরোয়ার্ড রোন্দনের গোলে সমতায় ফেলে ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় মূল ম্যাচ। কানাডা ও ভেনেজুয়েলা হলুদ কার্ড দেখেছে ২টি ও ১টি।
ভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
৬ মিনিট আগেসভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
১ ঘণ্টা আগেঅ্যাটলাসের বিপক্ষে গত বৃহস্পতিবার লিগস কাপের ম্যাচে জোড়া অ্যাসিস্টে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ওপর তাতে ভক্ত-সমর্থকদের আশা অনেক বেড়ে যায়।
১ ঘণ্টা আগেসমানে সমানে যুদ্ধ বলতে যা বোঝায়, ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে তা-ই হয়েছে। নারী কোপা আমেরিকার ফাইনালের পরতে পরতে ছিল রোমাঞ্চ। টাইব্রেকারেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সব রোমাঞ্চ ছাপিয়ে অবশেষে ২০২৫ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন ব্রাজিলের নারী ফুটবল দল।
২ ঘণ্টা আগে