নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের চোখে অনেক বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন তিনি নাকি পূরণ করতে পারছেন না টাকার অভাবে! সালাউদ্দিন তাই হন্যে হয়ে খুঁজছেন টাকা। বড় বাজেট পেলেই পূরণ হবে তাঁর লক্ষ্য, কেটে যাবে ফুটবলের আকাশের মেঘ—এমনই দাবি বাফুফে সভাপতির।
জাতীয় দলের খেলোয়াড়দের অবস্থা জানতে আজ দুপুরে তিন ক্লাবের কোচ-কর্মকর্তাদের ফেডারেশন ভবনে ডেকেছিলেন সালাউদ্দিন। আলোচনার প্রথমভাগে বসুন্ধরা কিংস, আবাহনী ও শেখ রাসেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। এসব ক্লাবগুলোই মূলত জাতীয় দলের খেলোয়াড় সরবরাহ করে। ফুটবলের উন্নয়নে ক্লাব কর্মকর্তাদের আরও কাছে চান সালাউদ্দিন। জাতীয় দল নিয়ে ক্লাবগুলোর ভাবনাও জানতে চেয়েছেন তিনি। সালাউদ্দিন ক্লাবগুলোর কাছ থেকেও ‘শিখতে’ চান!
১২ বছর পেশাদার লিগ চলার পরও কেন জাতীয় দলের দুরবস্থা, ক্লাবের সঙ্গে ফেডারেশনের দূরত্ব কেন বাড়ছে—এ সব প্রশ্নের উত্তর খুঁজতেই সালাউদ্দিনের এই বৈঠক। আলোচনা শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘উন্নতি করতে হলে দুটো জিনিসের প্রয়োজন, স্বপ্ন আর টাকা। স্বপ্নকে সত্যি করতে হলে দরকার টাকার। আবার স্বপ্ন ছাড়া টাকা মূল্যহীন। আমরা আমাদের লক্ষ্য অনেক আগেই খুঁজে পেয়েছি। এখন দরকার টাকার। সেটা হলেই আমরা ভালো কিছুর আশা করতে পারি।’
করোনা পরিস্থিতি উন্নীত হলে টাকা চাইতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন। সেই টাকা পেলেই ফুটবলের ‘শতভাগ’ উন্নতি হবে বলে ধারণা সালাউদ্দিনের।
ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের চোখে অনেক বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন তিনি নাকি পূরণ করতে পারছেন না টাকার অভাবে! সালাউদ্দিন তাই হন্যে হয়ে খুঁজছেন টাকা। বড় বাজেট পেলেই পূরণ হবে তাঁর লক্ষ্য, কেটে যাবে ফুটবলের আকাশের মেঘ—এমনই দাবি বাফুফে সভাপতির।
জাতীয় দলের খেলোয়াড়দের অবস্থা জানতে আজ দুপুরে তিন ক্লাবের কোচ-কর্মকর্তাদের ফেডারেশন ভবনে ডেকেছিলেন সালাউদ্দিন। আলোচনার প্রথমভাগে বসুন্ধরা কিংস, আবাহনী ও শেখ রাসেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। এসব ক্লাবগুলোই মূলত জাতীয় দলের খেলোয়াড় সরবরাহ করে। ফুটবলের উন্নয়নে ক্লাব কর্মকর্তাদের আরও কাছে চান সালাউদ্দিন। জাতীয় দল নিয়ে ক্লাবগুলোর ভাবনাও জানতে চেয়েছেন তিনি। সালাউদ্দিন ক্লাবগুলোর কাছ থেকেও ‘শিখতে’ চান!
১২ বছর পেশাদার লিগ চলার পরও কেন জাতীয় দলের দুরবস্থা, ক্লাবের সঙ্গে ফেডারেশনের দূরত্ব কেন বাড়ছে—এ সব প্রশ্নের উত্তর খুঁজতেই সালাউদ্দিনের এই বৈঠক। আলোচনা শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘উন্নতি করতে হলে দুটো জিনিসের প্রয়োজন, স্বপ্ন আর টাকা। স্বপ্নকে সত্যি করতে হলে দরকার টাকার। আবার স্বপ্ন ছাড়া টাকা মূল্যহীন। আমরা আমাদের লক্ষ্য অনেক আগেই খুঁজে পেয়েছি। এখন দরকার টাকার। সেটা হলেই আমরা ভালো কিছুর আশা করতে পারি।’
করোনা পরিস্থিতি উন্নীত হলে টাকা চাইতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন। সেই টাকা পেলেই ফুটবলের ‘শতভাগ’ উন্নতি হবে বলে ধারণা সালাউদ্দিনের।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
১ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
২ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৩ ঘণ্টা আগে