ক্রীড়া ডেস্ক
ঢাকা: চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করতে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সব নাটক বোধ হয় জমে ছিল কাল শেষ রাউন্ডের জন্য। শেষ মুহূর্তের নাটকে কপাল পুড়েছে লেস্টার সিটির। অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেও তাই চাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে চেলসি। টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করে লিভারপুলও খেলবে ইউরোপ সেরাদের মঞ্চে।
পুরো মৌসুম দুর্দান্ত খেলেও ইউরোপ সেরাদের লড়াইয়ে ছিটকে গেছে লেস্টার সিটি। শেষটা যে রাঙাতে পারেনি ফক্সেসরা। টটেনহামের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে ৭৫ মিনিটে পর্যন্ত এগিয়ে থেকেও ৪-২ গোলে হেরে যায় তারা। স্পার্সদের হয়ে জোড়া গোল পেয়েছেন গ্যারেথ বেল। আর লেস্টারের হারে কপাল খুলেছে চেলসির।
অথচ এই লেস্টার সিটিই কদিন আগেই চেলসিকে হারিয়ে জিতেছিল এফএ কাপ। টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটতে পারলে সেটি ব্রেন্ডন রজার্সের দলের জন্য অন্যরকম এক গল্প হতে পারত। রূপকথার বদলে মৌসুম শেষে ফক্সেসদের কপালে জুটল শুধুই আক্ষেপ! নইলে কি আর ম্যাচে দুবার এগিয়ে গিয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয়!
এ দিকে লিভারপুলেরও শঙ্কা ছিল চ্যাম্পিয়নস লিগ খেলা নিয়ে। তাদের সামনে সহজ সমীকরণ ছিল, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতলেই প্রায় নিশ্চিত চ্যাম্পিয়ন লিগ। সাদিও মানের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে টেবিলের তিনে থাকতে পেরেই স্বস্তির নিশ্বাস ক্লপের দলের।
প্রিমিয়ার লিগ থেকে আগেই চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করে রেখেছিল ম্যানচেস্টার। সিটিজেনরা তবুও ছাড় দেয়নি এভারটনকে। গুনে গুনে পাঁচবার এভারটনের জালে বল জড়িয়েছে আগুয়েরো–ফোর্ডেনরা। রাতের আরেক ম্যাচে লিগ রানার্স আপ ম্যানইউ ২-১ গোলে হারিয়েছে উলভসকে।
এদিকে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। জিতেও ২৬ বছর পর প্রথমবারের মতো ইউরোপের কোনো টুর্নামেন্ট খেলা হচ্ছে না গানারদের। লেস্টারের বিপক্ষে টটেনহামের জয়ে টেবিলের সাতে থাকায় কপাল পুড়েছে আর্সেনালের। মৌসুম শেষে পয়েন্ট টেবিলে আর্সেনালের অবস্থান আটে। টেবিলের পাঁচ, ছয়ে থাকা লেস্টার, ওয়েস্ট হাম খেলবে ইউরোপা লিগে। আর সাতে থাকা স্পার্সরা খেলবে ইউরোপিয়ান কনফারেন্স লিগ।
ঢাকা: চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করতে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সব নাটক বোধ হয় জমে ছিল কাল শেষ রাউন্ডের জন্য। শেষ মুহূর্তের নাটকে কপাল পুড়েছে লেস্টার সিটির। অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেও তাই চাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে চেলসি। টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করে লিভারপুলও খেলবে ইউরোপ সেরাদের মঞ্চে।
পুরো মৌসুম দুর্দান্ত খেলেও ইউরোপ সেরাদের লড়াইয়ে ছিটকে গেছে লেস্টার সিটি। শেষটা যে রাঙাতে পারেনি ফক্সেসরা। টটেনহামের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে ৭৫ মিনিটে পর্যন্ত এগিয়ে থেকেও ৪-২ গোলে হেরে যায় তারা। স্পার্সদের হয়ে জোড়া গোল পেয়েছেন গ্যারেথ বেল। আর লেস্টারের হারে কপাল খুলেছে চেলসির।
অথচ এই লেস্টার সিটিই কদিন আগেই চেলসিকে হারিয়ে জিতেছিল এফএ কাপ। টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটতে পারলে সেটি ব্রেন্ডন রজার্সের দলের জন্য অন্যরকম এক গল্প হতে পারত। রূপকথার বদলে মৌসুম শেষে ফক্সেসদের কপালে জুটল শুধুই আক্ষেপ! নইলে কি আর ম্যাচে দুবার এগিয়ে গিয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয়!
এ দিকে লিভারপুলেরও শঙ্কা ছিল চ্যাম্পিয়নস লিগ খেলা নিয়ে। তাদের সামনে সহজ সমীকরণ ছিল, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতলেই প্রায় নিশ্চিত চ্যাম্পিয়ন লিগ। সাদিও মানের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে টেবিলের তিনে থাকতে পেরেই স্বস্তির নিশ্বাস ক্লপের দলের।
প্রিমিয়ার লিগ থেকে আগেই চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করে রেখেছিল ম্যানচেস্টার। সিটিজেনরা তবুও ছাড় দেয়নি এভারটনকে। গুনে গুনে পাঁচবার এভারটনের জালে বল জড়িয়েছে আগুয়েরো–ফোর্ডেনরা। রাতের আরেক ম্যাচে লিগ রানার্স আপ ম্যানইউ ২-১ গোলে হারিয়েছে উলভসকে।
এদিকে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। জিতেও ২৬ বছর পর প্রথমবারের মতো ইউরোপের কোনো টুর্নামেন্ট খেলা হচ্ছে না গানারদের। লেস্টারের বিপক্ষে টটেনহামের জয়ে টেবিলের সাতে থাকায় কপাল পুড়েছে আর্সেনালের। মৌসুম শেষে পয়েন্ট টেবিলে আর্সেনালের অবস্থান আটে। টেবিলের পাঁচ, ছয়ে থাকা লেস্টার, ওয়েস্ট হাম খেলবে ইউরোপা লিগে। আর সাতে থাকা স্পার্সরা খেলবে ইউরোপিয়ান কনফারেন্স লিগ।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৫ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৬ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১১ ঘণ্টা আগে