বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১২টায় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপে এটিই প্রথম ফাইনাল সিটির। প্রথম ফাইনাল ফ্লুমিনেন্সেরও।
এই ‘প্রথম’-এর বাইরে আর কোনো সাদৃশ্য নেই দুই দলের। এক দল ইউরোপের, আরেক দল লাতিনের। স্বভাবতই খেলার ধরনেও উত্তর মেরু-দক্ষিণ মেরু ফারাক দুই দলের। কোচ পেপ গার্দিওলার হাত ধরে বার্সেলোনার ‘টিকিটাকা’ ইতিহাদে জায়গা করে নিলেও গতির মিশেলে সেটি রূপ নিয়েছে ‘পজিশনাল’ ফুটবলে। আর এই ধরনেই সফল গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নস লিগেরও। কিন্তু ফার্নান্দো দিনিজের স্টাইল আবার গার্দিওলার পুরোপুরি বিপরীত। ব্রাজিলের শিশু-কিশোররা রাস্তাঘাটে যেভাবে খেলেন, সৃজনশীলতার ছাপ রেখে সেই ধরনটাকেই তিনি নিয়ে এসেছেন তাঁর ‘অ্যান্টি পজিশনাল’ ফুটবল স্টাইলে। দিনিজ স্বীকারও করেন তা। গার্দিওলা ও তাঁর খেলার ধরন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে দিনিজ অবলীলায় বলেছিলেন, ‘বল নিজেদের দখলে রেখে যেভাবে খেলতে পছন্দ করেন পেপ গার্দিওলা, আমার ধরন ঠিক তার বিপরীত। তার ধরন হলো পজিশনাল, আমার অ্যান্টি-পজিশনাল।’
তাঁর ‘অ্যান্টি-পজিশনাল’ যখন কাজ করে, তখন রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের ‘জোগো বনিতো’র কথা মনে করিয়ে দেয়। দিনিজের অধীনেই প্রথমবারের মতো গত মাসে কোপা লিবার্তাদোরেস জেতে ফ্লুমিনেন্স। তবে তাঁর খেলার ধরন আজকে কতটা কাজ করবে সেটাই দেখার। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই স্টাইলে খেলতে গেলে প্রতিপক্ষ খেলার জন্য অনেক জায়গা পেয়ে যায়। সেটার যথাযথ ব্যবহার সিটি করলে চাপে পড়ে যেতে পারে ফ্লুমিনেন্স। মিসরের আল-আহলি ক্লাবই তাদের প্রথম সেমিফাইনালে থামিয়ে দিতে পারত। কিন্তু সেটা হতে দেননি গোলরক্ষক ফ্যাবিও। প্রতিপক্ষের অনেক সুযোগ নষ্ট করে দিয়েছেন; আর দ্বিতীয়ার্ধের শেষ ভাগের দুই গোল ফ্লুমিনেন্সকে তুলে আনে ফাইনালে।
কোচ দিনিজের ওপর অটুট আস্থা মার্সেলোর। রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার, যদিও এখন আগলাচ্ছেন ফ্লুমিনেন্সের রক্ষণ, তিনি বলছেন, ‘প্রতিটি খেলোয়াড়ের সেরাটা তিনি বের করে আনতে সক্ষম। এখানে যতটা স্বাধীনতা নিয়ে খেলতে পারি, সেটা কোথাও পাইনি। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ভেবেছিলাম আমার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ। কিন্তু দিনিজই আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।’
নিজেদের নিয়ে দিনিজ আত্মবিশ্বাসী হলেও বাস্তবতা এই, ২০১২ সালের পর কোনো লাতিন ক্লাব ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু কেন? দিনিজের ভাষায়, ‘যারা ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা উরুগুয়েতে ভালো খেলছে, তাদের নিয়ে যাচ্ছে তারা (ইউরোপিয়ান ক্লাবগুলো), এমনকি কিশোরদেরও...নিয়ে যাচ্ছে ভালো কোচদেরও।’
বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১২টায় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপে এটিই প্রথম ফাইনাল সিটির। প্রথম ফাইনাল ফ্লুমিনেন্সেরও।
এই ‘প্রথম’-এর বাইরে আর কোনো সাদৃশ্য নেই দুই দলের। এক দল ইউরোপের, আরেক দল লাতিনের। স্বভাবতই খেলার ধরনেও উত্তর মেরু-দক্ষিণ মেরু ফারাক দুই দলের। কোচ পেপ গার্দিওলার হাত ধরে বার্সেলোনার ‘টিকিটাকা’ ইতিহাদে জায়গা করে নিলেও গতির মিশেলে সেটি রূপ নিয়েছে ‘পজিশনাল’ ফুটবলে। আর এই ধরনেই সফল গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নস লিগেরও। কিন্তু ফার্নান্দো দিনিজের স্টাইল আবার গার্দিওলার পুরোপুরি বিপরীত। ব্রাজিলের শিশু-কিশোররা রাস্তাঘাটে যেভাবে খেলেন, সৃজনশীলতার ছাপ রেখে সেই ধরনটাকেই তিনি নিয়ে এসেছেন তাঁর ‘অ্যান্টি পজিশনাল’ ফুটবল স্টাইলে। দিনিজ স্বীকারও করেন তা। গার্দিওলা ও তাঁর খেলার ধরন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে দিনিজ অবলীলায় বলেছিলেন, ‘বল নিজেদের দখলে রেখে যেভাবে খেলতে পছন্দ করেন পেপ গার্দিওলা, আমার ধরন ঠিক তার বিপরীত। তার ধরন হলো পজিশনাল, আমার অ্যান্টি-পজিশনাল।’
তাঁর ‘অ্যান্টি-পজিশনাল’ যখন কাজ করে, তখন রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের ‘জোগো বনিতো’র কথা মনে করিয়ে দেয়। দিনিজের অধীনেই প্রথমবারের মতো গত মাসে কোপা লিবার্তাদোরেস জেতে ফ্লুমিনেন্স। তবে তাঁর খেলার ধরন আজকে কতটা কাজ করবে সেটাই দেখার। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই স্টাইলে খেলতে গেলে প্রতিপক্ষ খেলার জন্য অনেক জায়গা পেয়ে যায়। সেটার যথাযথ ব্যবহার সিটি করলে চাপে পড়ে যেতে পারে ফ্লুমিনেন্স। মিসরের আল-আহলি ক্লাবই তাদের প্রথম সেমিফাইনালে থামিয়ে দিতে পারত। কিন্তু সেটা হতে দেননি গোলরক্ষক ফ্যাবিও। প্রতিপক্ষের অনেক সুযোগ নষ্ট করে দিয়েছেন; আর দ্বিতীয়ার্ধের শেষ ভাগের দুই গোল ফ্লুমিনেন্সকে তুলে আনে ফাইনালে।
কোচ দিনিজের ওপর অটুট আস্থা মার্সেলোর। রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার, যদিও এখন আগলাচ্ছেন ফ্লুমিনেন্সের রক্ষণ, তিনি বলছেন, ‘প্রতিটি খেলোয়াড়ের সেরাটা তিনি বের করে আনতে সক্ষম। এখানে যতটা স্বাধীনতা নিয়ে খেলতে পারি, সেটা কোথাও পাইনি। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ভেবেছিলাম আমার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ। কিন্তু দিনিজই আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।’
নিজেদের নিয়ে দিনিজ আত্মবিশ্বাসী হলেও বাস্তবতা এই, ২০১২ সালের পর কোনো লাতিন ক্লাব ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু কেন? দিনিজের ভাষায়, ‘যারা ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা উরুগুয়েতে ভালো খেলছে, তাদের নিয়ে যাচ্ছে তারা (ইউরোপিয়ান ক্লাবগুলো), এমনকি কিশোরদেরও...নিয়ে যাচ্ছে ভালো কোচদেরও।’
ওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
২ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৩ ঘণ্টা আগেলর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এ ক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।
৪ ঘণ্টা আগে