Ajker Patrika

মেজাজ হারিয়ে এক স্টাফকে ধাক্কা দিয়েছেন রোনালদো 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ মে ২০২৩, ১৪: ২৫
Thumbnail image

আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর মেজাজ হারানো যেন হয়ে গেছে ‘ডালভাত’। হতাশ হয়ে প্রায়ই তৎক্ষণাৎ নিজের রাগ ঝাড়েন তিনি। এবার বিপক্ষ দলের এক স্টাফকে ধাক্কা দিয়েছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। 

কেএসইউ স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছে আল-নাসর ও আল খালিজ। এই ম্যাচ ড্র হয় ১-১ গোলে। ম্যাচ শেষে বিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে হাসিমুখে করমর্দন করেছেন রোনালদো। এরপর তাঁর সঙ্গে সেলফি তুলতে চেয়েছেন আল-খালিজের এক কর্মচারী। তবে পর্তুগিজ তারকা ফুটবলার সেলফি না তুলে সেই কর্মচারীকে ধাক্কা দিয়েছেন। গোল বাতিলের হতাশাও হয়তো কাজ করেছে রোনালদোর মনে। ৫৯ মিনিটে আল-নাসরের দ্বিতীয় গোল করেছিলেন তিনি। তবে অফসাইডে সেই গোল বাতিল করে দেন রেফারি, যেখানে ১৭ মিনিটেই ম্যাচ ১-১ গোলে সমতা হয়ে যায়। 

এই ড্রতে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের পথে ধাক্কা খেয়েছে আল নাসর। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে আল নাসর। শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের পয়েন্ট ৬২। তারাও খেলেছে ২৬ ম্যাচ। দুটো দলেরই আছে চারটি করে ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত