Ajker Patrika

অবশেষে বাফুফে থেকে সালাহউদ্দিনের বিদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৫২
অবশেষে বাফুফে থেকে সালাহউদ্দিনের বিদায়

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো বাফুফেতে দেখা মিলল কাজী সালাহউদ্দিনের। আজ শনিবার হুট করেই তিনি হাজির হন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আঙিনায়।

যেখানে ৫ আগস্টের আগে তাঁর আসা যাওয়া ছিল নিয়মিত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর এত দিন নিজ কার্যালয়ে আসেননি বাফুফে সভাপতি।

আসন্ন ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে নিচ্ছেন না সালাহউদ্দিন। আর সেটা জানাতেই মূলত আজ বাফুফেতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, ‘২৬ অক্টোবর নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলাম।’

২০০৮ সাল থেকে এখন পর্যন্ত টানা ১৬ বছর বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন সালাহউদ্দিন। কিন্তু ব্যর্থ হয়েছেন তাঁর কাছে থাকা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল ঘটাতে।

ফুটবল ফেডারেশন থেকে সালাহউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছিল কয়েক বছর আগেই। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেটি আরও জোরালো হয়। কিন্তু সালাহউদ্দিন যেন সে দাবিকে পাত্তাই দেননি। উল্টো ৫ম মেয়াদে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রাখেন।

সালাউদ্দিনতবে সালাহউদ্দিন আজ নিজেই জানালেন, বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা। যার অর্থ দাঁড়ায়, বাফুফেতে ১৬ বছরের অধ্যায় শেষ হচ্ছে তাঁর।

সালাহউদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পারিবারিক চাপের কারণেই মূলত নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘদিন বাফুফের সভাপতি পদে থাকা এই সভাপতি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত