Ajker Patrika

ঈদের শুভেচ্ছা বার্সেলোনা-বায়ার্ন-ম্যানসিটিদের

ঈদের শুভেচ্ছা বার্সেলোনা-বায়ার্ন-ম্যানসিটিদের

এক মাস সিয়াম সাধনার পর আজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল ফিতর। আগামীকাল এশিয়ার দেশ বাংলাদেশ-পাকিস্তানসহ অন্যান্য দেশে হবে। মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে ইউরোপীয় ফুটবল ক্লাবগুলো জানিয়েছে ঈদের শুভেচ্ছা। শুভেচ্ছা জানাতে ভোলেনি ক্রিকেট বোর্ডগুলোও। অন্যদিকে গতকাল বাবর আজমদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও।

‘বিশ্বজুড়ে উদ্‌যাপন করা আমাদের সমর্থকদের ঈদ মোবারক। আপনাদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’ বায়ার্ন মিউনিখ তাদের সামাজিক মাধ্যমে এভাবেই শুভেচ্ছা জানিয়েছে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা আরবি ও ইংরেজিতে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছ। নিজেদের সামাজিক মাধ্যমে লিখেছে, ‘বার্সেলোনা আপনাদের ঈদুল ফিতর উপলক্ষে অভিনন্দন জানাচ্ছে। যাঁরা উদ্‌যাপন করছেন তাদের ঈদের শুভেচ্ছা।’

ইংলিশ ক্লাব লিভারপুল তাদের ইনস্টাগ্রামে লিখেছে ‘সারা বিশ্বে উদ্‌যাপন করা আমাদের সমর্থকদের ঈদের শুভেচ্ছা।’ লিভারপুলের প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটি লিখেছে, ‘পৃথিবী জুড়ে উদ্‌যাপন করা সবাইকে ঈদের শুভেচ্ছা।’

ইংলিশ আরেক ক্লাব চেলসি লিখেছে, ‘সারা বিশ্বে উদ্‌যাপন করা আমাদের সমর্থকদের ঈদের শুভেচ্ছা।’ আর গতকাল ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘পৃথিবী জুড়ে উদ্‌যাপন করা সব রেড সমর্থকদের জানাই আনন্দময় ঈদুল ফিতরের শুভেচ্ছা।

শুধু ফুটবল ক্লাবই নয় শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট বোর্ডও। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড লিখেছে, ‘ঈদ মোবারক। সারা বিশ্বে যারা উদ্‌যাপন করছেন তাদের সবাইকে সুখী এবং আনন্দময় ঈদুল ফিতরের শুভেচ্ছা।’ লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে। তারা লিখেছে, ‘আমরা সারা বিশ্বের সকল ক্রিকেট ভক্তদের যারা উদ্‌যাপন করছেন তাদের ঈদ মোবারক জানাই।’

গতকাল পাকিস্তান-নিউজিল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি শিলাবৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর ড্রেসিংরুমের সিঁড়িতে দলের পক্ষ থেকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রামের সাইটে ভিডিওটি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত