Ajker Patrika

প্রতিপক্ষ দর্শক ও খেলোয়াড়দের হাতাহাতিতে ম্যাচ পন্ড

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৩: ২৯
প্রতিপক্ষ দর্শক ও খেলোয়াড়দের হাতাহাতিতে ম্যাচ পন্ড

ম্যাচের সময় গ্যালারি থেকে প্রতিপক্ষ সমর্থকদের বোতল ছুড়ে মারা নতুন কোনো ঘটনা নয়। তবে কাল রাতে লিগ ওয়ানের মার্শেই-নিস ম্যাচে প্রতিপক্ষ দর্শকদের এমন আচরণে পাল্টা বোতল ছুড়ে মারেন মার্শেইয়ের দিমিত্রি পায়েট। পরে নিস সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ান মার্শেইয়ের খেলোয়াড়েরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরে ম্যাচই পণ্ড হয়ে যায়।

শুরুতে বোতল ছোড়াছুড়ির একটা পর্যায়ে প্রতিপক্ষ সমর্থকদের দিকে তেড়ে যান মার্শেইয়ের খেলোয়াড়েরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ম্যাচের নিরাপত্তাকর্মীরাও মাঠে ঢুকে খেলোয়াড়দের ঠান্ডা করার চেষ্টা করেন। কার কথা কে শোনে! দর্শকেরাও বৃষ্টির মতো বোতল নিক্ষেপ করতে শুরু করেন। কেউ কেউ তো স্ট্যান্ডের নিচে নেমে আসেন। নিসের খেলোয়াড়েরাও মার্শেইয়ের খেলোয়াড়দের বোঝানোর চেষ্টা করলে তাঁরাও একসময় হাতাহাতি শুরু করেন। ক্ষুব্ধ হয়ে দর্শকেরা ততক্ষণে মাঠের ভেতরে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ম্যাচের ৭৫ মিনিটে যখন এই সংঘর্ষের ঘটনা ঘটে, তখন ১-০ ব্যবধানে এগিয়ে ছিল নিস। পরে তাই ম্যাচ আবারও শুরু করার আগ্রহ জানিয়েছিলেন নিচের খেলোয়াড়েরা। নিসের খেলোয়াড়েরা মাঠেও এসেছিলেন; তবে মার্শেইয়ের খেলোয়াড়েরা আর ড্রেসিংরুম থেকে মাঠে ফেরেননি। পরে তাঁরা রেফারিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য করান।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর মার্শেই ক্লাবের সভাপতি পাবলো লনগোরিয়াও ক্ষোভ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ফরাসি ফুটবলের জন্য আমাদের দৃষ্টান্ত তৈরি করতে হবে। রেফারি আমাদের সঙ্গে ছিলেন। তিনি আমাদের জানিয়েছেন ম্যাচে নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। তাই পরে তাঁর সিদ্ধান্তে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হয়। তবে এলএফপি (লিগ ডি ফুটবল প্রোফেশনাল) ম্যাচটি পুনরায় শুরু করার সিদ্ধান্ত জানান; যা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।’

লিগ ওয়ানের নিয়মে আছে কোনো দল যদি নিজেদের মাঠে পুরো ম্যাচ পরিচালনা করতে ব্যর্থ হয়, তবে প্রতিপক্ষ সেই ম্যাচ ৩-০ গোলে জিতবে। ম্যাচ যেহেতু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, মার্শেই এখন চাইলে তাই এর বিরুদ্ধে আপিল করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত