Ajker Patrika

মেসির শেষ মুহূর্তের ‘ম্যাজিকে’ মুগ্ধ বেকহাম-মার্টিনো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৮: ৫৬
Thumbnail image

শেষ মুহূর্তে জাদু দেখানো লিওনেল মেসির কাছে নতুন কিছু নয়। আর্জেন্টিনা, বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) মেসি বাঁচিয়েছেন বহুবার। ইন্টার মিয়ামির অভিষেক ম্যাচেও আজ আর্জেন্টিনার এই ফুটবলার দেখিয়েছেন শেষ মুহূর্তের ভেলকি।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আজ ভোরে ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মিয়ামি খেলেছিল লিগস কাপ ম্যাচ। প্রথমার্ধে মিয়ামির ১-০ গোলে এগিয়ে থাকার পর মেসিকে নামানো হয়েছিল দ্বিতীয়ার্ধে। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারের মিয়ামিতে অভিষেক হয় ৫৪ মিনিটে। আর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে মিয়ামির জার্সিতে প্রথম গোল করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের গোলেই মিয়ামি ২-১ গোলে ম্যাচ জেতে।

মেসির মিয়ামি অভিষেকের ম্যাচ দেখতে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে এসেছিলেন ২০ হাজারের বেশি দর্শক। দর্শকপূর্ণ স্টেডিয়ামে আর্জেন্টিনার তারকা ফুটবলারের শেষ মুহূর্তের গোল ছড়িয়েছে মুগ্ধতা। ক্লাবটির কোচ জেরার্ডো টাটা মার্টিনো বলেন, ‘এটা এমন এক মুভি যা আমরা আগেও দেখেছি। আপনারা জানেন যে এটা তার জন্য সাধারণ ঘটনা। আমরা গোট (গ্রেটেস্ট অব অল টাইম) নিয়ে কথা বলছি।’ মেসির গোল দেখে ভাষা হারিয়ে ফেলেছেন ক্লাবটির সহস্বত্বাধিকারী ডেভিড বেকহাম বলেন, ‘ভক্ত-সমর্থকদের জন্য আজ রাতটা খুবই রোমাঞ্চকর। এসব মানুষ মেসিকে মাঠে দেখতে এসেছেন। লিওর এমএলএসে খেলা দেখতে যারা মাঠে এসেছে, তাদের স্বপ্ন পূরণ হয়েছে। যুক্তরাষ্ট্রের মানুষের জন্যও তা-ই। এটা বর্ণনা করতে আমার কাছে বেশি শব্দ নেই।’

মিয়ামিতে অভিষেক ম্যাচে গোল করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘এগিয়ে চলো। জয় দিয়ে এই সপ্তাহ শুরু করা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। ভক্ত-সমর্থকদের জন্যও তা গুরুত্বপূর্ণ ছিল। আর এভাবেই এগিয়ে যাব।’

মিয়ামিপর্ব শুরুর আগে মেসি খেলেছেন বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)—এই দুই ক্লাবে। বার্সার জার্সিতে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩০৩ গোলে। ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। আর পিএসজির জার্সিতে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন এবং ৩৫ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটি লিগ ওয়ান ও একটি লিগ কাপ জিতেছেন। আর কাতারে গত বছর আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জিতেছেন মেসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত