সবশেষ মৌসুমের ছন্দ হারিয়ে এ মৌসুমে নিজেদের খুঁজছে লিভারপুল। পারফরম্যান্স এতটাই খারাপ যে আগামী চ্যাম্পিয়নস লিগে দলটি খেলতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তবে লিগের পয়েন্ট তালিকায় ধীরে ধীরে নিজেদের উন্নতি করছে।
লিগের শেষ তিন ম্যাচেই জয় পেয়েছে লিভারপুল। গতকাল হ্যাটট্রিক জয়টি এসেছে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। ২-০ গোলে নিজেদের মাঠ অ্যানফিল্ডে হারিয়েছে প্রতিপক্ষদের। ম্যাচ জয়ে কোচ ইয়ুর্গেন ক্লপ খুশি হলেও ভিএআরের সিদ্ধান্ত নিয়ে চটেছেন তিনি।
ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘মনে করি আপনারা নুনেজের বাতিল হওয়া গোলটি কয়েক বার দেখেছেন। আপনারা যখন ধীরগতিতে দেখবেন তখন বুঝতে পারবেন ফাউলের বিষয়টা। আমার মতে ওটা গোল ছিল। তবে এখন আর সেটার গুরুত্ব নেই।’
নিজেদের মাঠে শুরু থেকে আক্রমণ করলেও গোল পাচ্ছিল না লিভারপুল। তবে ৬৬ মিনিটে অল রেডদের আনন্দে ভাসিয়েছিলেন ডারউইন নুনেজ। কিন্তু পরে ভিএআরে গোলটি বাতিল হয়ে যায়। উরুগুইয়ান স্ট্রাইকার গোল দেওয়ার আগে সতীর্থ ডিয়েগো জোতা প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাউল করে বলে মনে করেন রেফারি পল তিয়ারনি। এ কারণে ভিএআরের সহায়তা নিয়ে গোলটি বাতিল করেন তিনি। আর এ নিয়েই অখুশি লিভারপুল কোচ ক্লপ।
নুনেজের গোল বাতিল হলেও চার মিনিটের ব্যবধানে ২ গোল দিয়ে ম্যাচ জেতে লিভারপুল। ৭৩ মিনিটে প্রথম গোল করেন ভার্জিল ফন ডাইক। আর ৭৭ মিনিটে শেষ গোলটি করেন মো সালাহ। এই জয়ে পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে অল রেডরা। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯।
সবশেষ মৌসুমের ছন্দ হারিয়ে এ মৌসুমে নিজেদের খুঁজছে লিভারপুল। পারফরম্যান্স এতটাই খারাপ যে আগামী চ্যাম্পিয়নস লিগে দলটি খেলতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তবে লিগের পয়েন্ট তালিকায় ধীরে ধীরে নিজেদের উন্নতি করছে।
লিগের শেষ তিন ম্যাচেই জয় পেয়েছে লিভারপুল। গতকাল হ্যাটট্রিক জয়টি এসেছে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। ২-০ গোলে নিজেদের মাঠ অ্যানফিল্ডে হারিয়েছে প্রতিপক্ষদের। ম্যাচ জয়ে কোচ ইয়ুর্গেন ক্লপ খুশি হলেও ভিএআরের সিদ্ধান্ত নিয়ে চটেছেন তিনি।
ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘মনে করি আপনারা নুনেজের বাতিল হওয়া গোলটি কয়েক বার দেখেছেন। আপনারা যখন ধীরগতিতে দেখবেন তখন বুঝতে পারবেন ফাউলের বিষয়টা। আমার মতে ওটা গোল ছিল। তবে এখন আর সেটার গুরুত্ব নেই।’
নিজেদের মাঠে শুরু থেকে আক্রমণ করলেও গোল পাচ্ছিল না লিভারপুল। তবে ৬৬ মিনিটে অল রেডদের আনন্দে ভাসিয়েছিলেন ডারউইন নুনেজ। কিন্তু পরে ভিএআরে গোলটি বাতিল হয়ে যায়। উরুগুইয়ান স্ট্রাইকার গোল দেওয়ার আগে সতীর্থ ডিয়েগো জোতা প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাউল করে বলে মনে করেন রেফারি পল তিয়ারনি। এ কারণে ভিএআরের সহায়তা নিয়ে গোলটি বাতিল করেন তিনি। আর এ নিয়েই অখুশি লিভারপুল কোচ ক্লপ।
নুনেজের গোল বাতিল হলেও চার মিনিটের ব্যবধানে ২ গোল দিয়ে ম্যাচ জেতে লিভারপুল। ৭৩ মিনিটে প্রথম গোল করেন ভার্জিল ফন ডাইক। আর ৭৭ মিনিটে শেষ গোলটি করেন মো সালাহ। এই জয়ে পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে অল রেডরা। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯।
সাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।
২২ মিনিট আগেটি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ফুলঝুরি। খেলাটা যত কম ওভারের হয়, ততই যেন সেটা ব্যাটারদের খেলা হয়ে ওঠে। আর দর্শকেরা মাঠেই আসেন রানের বন্যা দেখতে।
১ ঘণ্টা আগেএটা লাহোর নয়, মিরপুর—পরশু সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে সে বার্তাই যেন দিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে গতকাল বাংলাদেশ দিনটা কাটিয়েছে ছুটির মেজাজে। ছুটির দুপুরে ধেয়ে এসেছে এক দুঃসংবাদ।
১ ঘণ্টা আগেউত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় কাঁদছে পুরো বাংলাদেশ। সামাজিক মাধ্যমে সবাই জানাচ্ছেন শোকবার্তা। শিক্ষার্থীদের কান্না ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশি ক্রিকেটাররা তো বটেই, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি ক্রিকেটারদেরও প্রাণ কাঁদছে।
২ ঘণ্টা আগে