Ajker Patrika

ম্যাচ হারের পর রোনালদোর ‘কান্না’, সকালে মেসির বিদায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ মে ২০২৫, ১৪: ৩১
রাতে বিদায় নিলেন রোনালদো। সকালে বিদায়ঘণ্টা বাজল মেসির। ছবি: এএফপি
রাতে বিদায় নিলেন রোনালদো। সকালে বিদায়ঘণ্টা বাজল মেসির। ছবি: এএফপি

ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে। এবার দুই প্রান্তে প্রায় ১০ ঘণ্টার ব্যবধানে রোনালদো ও মেসি—দুই তারকা ফুটবলারের চোখেমুখে দেখা গেছে হতাশার ছাপ।

রোনালদো ও মেসিকে বিদায় নিতে হয়েছে নকআউট পর্ব থেকে। আল নাসরের বিদায়ঘণ্টা বেজেছে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে। আর ইন্টার মায়ামি বিদায় নিয়েছে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল থেকে। ভ্যানকুভার হোয়াইটক্যাপসের সঙ্গে আজ সকালে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাটুকু করতে পারল না মেসির মায়ামি।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে আল নাসর ও কাওয়াসাকি। এই ম্যাচে ৩-২ গোলে হেরেছে আল নাসর, যেখানে ম্যাচের ৯৫ মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। কাওয়াসাকি গোলরক্ষক লুইস ইয়ামাগুচিকে একা পেয়েও রোনালদো পারেননি গোল করতে। আর শেষ বাঁশি বাজার পর পর্তুগিজ ফরোয়ার্ড ঠায় দাঁড়িয়ে রইলেন বৃত্তের ভেতরে। হতাশ রোনালদো আকাশের দিকে তাকালেন। অধিনায়কের আর্মব্যান্ড খুলতে খুলতে মাঠ ছাড়ার সময় তাঁর চেহারার দিকে যে কারও খারাপ লাগতে পারে।

ম্যাচ হারের পর সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন রোনালদো। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আল নাসর-কাওয়াসাকি সেমিফাইনালের ম্যাচের মুহূর্তের ছবি পোস্ট করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। ক্যাপশন দিয়েছেন, ‘স্বপ্ন পূরণ হতে কখনো কখনো অপেক্ষা করতে হয়। এই দল (আল নাসর) ও দলের পারফরম্যান্স নিয়ে অনেক গর্ব করি।’

বাংলাদেশ সময় গতকাল রাত সাড়ে ১২টার দিকে রোনালদোর সেই হতাশ চেহারা দেখতে না দেখতেই ফুটবলপ্রেমীরা দুঃসংবাদ পেয়েছেন মেসির হারে। চেজ স্টেডিয়ামে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মায়ামিকে ৩-১ গোলে হারিয়েছে ভ্যানকুভার হোয়াইটক্যাপস। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হয়েছিল এই ম্যাচ। সেমিতে বিদায়ঘণ্টা বেজে নেওয়ার পর মেসির চোখমুখের দিকে তাকানো কষ্ট হয়ে গিয়েছিল। কারণ, আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল মিলে অসংখ্য শিরোপা জিতলেও দলের বাজে অবস্থায় আবেগতাড়িত এখনো হয়ে থাকেন তিনি।

২৫ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও ভ্যানকুভার হোয়াইটক্যাপস। বিসি প্লেস স্টেডিয়ামে সেই ম্যাচে ভ্যানকুভার জিতেছিল ২-০ গোলে। আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৯ মিনিটে জর্দি আলবার গোলে মায়ামি এগিয়ে গিয়েছিল। মেসির পাস প্রথমে রিসিভ করেন লুইস সুয়ারেজ। এরপর সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন আলবা। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করা মায়ামি দ্বিতীয়ার্ধে হজম করেছে ৩ গোল। দুই লেগ মিলে ৫-১ গোলের জয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠল ভ্যানকুভার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত