কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের ছিটকে যাওয়ার তিন দিন পেরিয়ে গেছে। এবার জানা গেল এক রহস্যজনক তথ্য। অনুমতি ছাড়া সতীর্থদের মেসেজ ফাঁস করলেন নেইমার।
গত শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল-ক্রোয়েশিয়া। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় সেলেসাওরা। পুরো ব্রাজিল ডাগআউট কান্নায় ভেঙে পড়ে। নেইমার, থিয়াগো সিলভা, মারকিনিওস সবারই চোখে ছিল কান্নার অশ্রু। তখন নিজেদের গ্রুপে কিছু মেসেজ আদান-প্রদান করেছিলেন নেইমার। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সতীর্থদের মেসেজগুলো প্রকাশ করেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেন, ‘এই ম্যাচ জিততে আমরা কতটা আগ্রহী ছিলাম এবং কতটা ঐক্যবদ্ধ ছিলাম, তা বোঝাতেই এই মেসেজগুলো (অনুমতি ছাড়া) দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এই মেসেজগুলোই আমি গ্রুপে সতীর্থদের সঙ্গে আদান-প্রদান করেছিলাম।’
মূলত টাইব্রেকারে মারকিনিওসের শট বারে লেগে যাওয়ার পরেই ব্রাজিলের পরাজয় নিশ্চিত হয়। মারকিনিওসকে সান্ত্বনা দিতে নেইমার বলেছিলেন, ‘একটা পেনাল্টি সবকিছু বদলে দিতে পারত না।’ এরপর মারকিনিওস বলেছিলেন, ‘আমি সবকিছু ভালোমতো করতে চেয়েছিলাম। তবে আমাদের শক্ত হতে হবে। সময় দিতে হবে। দেখা যাক, ফুটবল আমাদের ভাগ্যে কি রেখেছে।’
ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভাও নিজের আবেগ লুকিয়ে রাখতে পারেননি। থিয়াগো লিখেছিলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে হেরে গেছি। আমি এটা মানতেই পারছি না। প্রত্যেকবার যখনই আমি চিন্তা করি, আমার কান্না পায়।’
কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের ছিটকে যাওয়ার তিন দিন পেরিয়ে গেছে। এবার জানা গেল এক রহস্যজনক তথ্য। অনুমতি ছাড়া সতীর্থদের মেসেজ ফাঁস করলেন নেইমার।
গত শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল-ক্রোয়েশিয়া। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় সেলেসাওরা। পুরো ব্রাজিল ডাগআউট কান্নায় ভেঙে পড়ে। নেইমার, থিয়াগো সিলভা, মারকিনিওস সবারই চোখে ছিল কান্নার অশ্রু। তখন নিজেদের গ্রুপে কিছু মেসেজ আদান-প্রদান করেছিলেন নেইমার। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সতীর্থদের মেসেজগুলো প্রকাশ করেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেন, ‘এই ম্যাচ জিততে আমরা কতটা আগ্রহী ছিলাম এবং কতটা ঐক্যবদ্ধ ছিলাম, তা বোঝাতেই এই মেসেজগুলো (অনুমতি ছাড়া) দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এই মেসেজগুলোই আমি গ্রুপে সতীর্থদের সঙ্গে আদান-প্রদান করেছিলাম।’
মূলত টাইব্রেকারে মারকিনিওসের শট বারে লেগে যাওয়ার পরেই ব্রাজিলের পরাজয় নিশ্চিত হয়। মারকিনিওসকে সান্ত্বনা দিতে নেইমার বলেছিলেন, ‘একটা পেনাল্টি সবকিছু বদলে দিতে পারত না।’ এরপর মারকিনিওস বলেছিলেন, ‘আমি সবকিছু ভালোমতো করতে চেয়েছিলাম। তবে আমাদের শক্ত হতে হবে। সময় দিতে হবে। দেখা যাক, ফুটবল আমাদের ভাগ্যে কি রেখেছে।’
ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভাও নিজের আবেগ লুকিয়ে রাখতে পারেননি। থিয়াগো লিখেছিলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে হেরে গেছি। আমি এটা মানতেই পারছি না। প্রত্যেকবার যখনই আমি চিন্তা করি, আমার কান্না পায়।’
আরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৪ মিনিট আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি।
২ ঘণ্টা আগে