ক্রীড়া ডেস্ক
সৌদি প্রো লিগে শিরোপা লড়াইয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে আল নাসর। টিকে থাকতে চেষ্টা করে যাচ্ছে তারা। তবে সবটুকু নিংড়ে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত রাতে আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল নাসর। দলকে জেতাতে জোড়া গোল করেছেন রোনালদো।
পয়েন্ট টেবিলে এখন আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে। তারা খেলেছে ২৬ ম্যাচ। তবে দুইয়ে থাকা আল হিলালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দলটি। শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। তাদের সঙ্গে আল নাসরের ব্যবধান ৭ পয়েন্ট। ইত্তিহাদ অবশ্য ম্যাচও একটি কম খেলেছে।
বিরতির আগে আল নাসরকে এগিয়ে নেন আলী আল হাসান। বিরতির দুই মিনিট বাদে স্কোর ২-০ করেন রোনালদো। সাদিও মানের পাস থেকে গোল করেছেন পর্তুগিজ তারকা।
বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করে। তাদের পায়ে বল দখল ছিল বেশি সময়। তাতে সাফল্যও আসে ৬২ মিনিটে। হেডে জাল কাঁপান আলি আল বুলাইহি। তাতেও অবশ্য লাভ হয়নি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছেন রোনালদো। বদলি মুওতেব আল হারবি হ্যান্ডবল করলে ভার রিভিউতে স্পটকিক পায় আল নাসর।
পেশাদার ফুটবলে রোনালদোর হলো ৯৩১তম গোল। তবে ম্যাচ শেষে রোনালদো জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনে মনোযোগ দেন না তিনি। দলীয় সাফল্যই তাঁর কাছে আসল। পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘এই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল দলীয় প্রচেষ্টার। আমার গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সৌদি প্রো লিগে ও (এএফসি) চ্যাম্পিয়নস লিগে দলকে সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমি, ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না।’
সৌদি প্রো লিগে শিরোপা লড়াইয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে আল নাসর। টিকে থাকতে চেষ্টা করে যাচ্ছে তারা। তবে সবটুকু নিংড়ে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত রাতে আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল নাসর। দলকে জেতাতে জোড়া গোল করেছেন রোনালদো।
পয়েন্ট টেবিলে এখন আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে। তারা খেলেছে ২৬ ম্যাচ। তবে দুইয়ে থাকা আল হিলালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দলটি। শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। তাদের সঙ্গে আল নাসরের ব্যবধান ৭ পয়েন্ট। ইত্তিহাদ অবশ্য ম্যাচও একটি কম খেলেছে।
বিরতির আগে আল নাসরকে এগিয়ে নেন আলী আল হাসান। বিরতির দুই মিনিট বাদে স্কোর ২-০ করেন রোনালদো। সাদিও মানের পাস থেকে গোল করেছেন পর্তুগিজ তারকা।
বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করে। তাদের পায়ে বল দখল ছিল বেশি সময়। তাতে সাফল্যও আসে ৬২ মিনিটে। হেডে জাল কাঁপান আলি আল বুলাইহি। তাতেও অবশ্য লাভ হয়নি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছেন রোনালদো। বদলি মুওতেব আল হারবি হ্যান্ডবল করলে ভার রিভিউতে স্পটকিক পায় আল নাসর।
পেশাদার ফুটবলে রোনালদোর হলো ৯৩১তম গোল। তবে ম্যাচ শেষে রোনালদো জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনে মনোযোগ দেন না তিনি। দলীয় সাফল্যই তাঁর কাছে আসল। পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘এই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল দলীয় প্রচেষ্টার। আমার গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সৌদি প্রো লিগে ও (এএফসি) চ্যাম্পিয়নস লিগে দলকে সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমি, ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না।’
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৬ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১৩ ঘণ্টা আগে