ক্রীড়া ডেস্ক
সৌদি প্রো লিগে শিরোপা লড়াইয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে আল নাসর। টিকে থাকতে চেষ্টা করে যাচ্ছে তারা। তবে সবটুকু নিংড়ে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত রাতে আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল নাসর। দলকে জেতাতে জোড়া গোল করেছেন রোনালদো।
পয়েন্ট টেবিলে এখন আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে। তারা খেলেছে ২৬ ম্যাচ। তবে দুইয়ে থাকা আল হিলালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দলটি। শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। তাদের সঙ্গে আল নাসরের ব্যবধান ৭ পয়েন্ট। ইত্তিহাদ অবশ্য ম্যাচও একটি কম খেলেছে।
বিরতির আগে আল নাসরকে এগিয়ে নেন আলী আল হাসান। বিরতির দুই মিনিট বাদে স্কোর ২-০ করেন রোনালদো। সাদিও মানের পাস থেকে গোল করেছেন পর্তুগিজ তারকা।
বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করে। তাদের পায়ে বল দখল ছিল বেশি সময়। তাতে সাফল্যও আসে ৬২ মিনিটে। হেডে জাল কাঁপান আলি আল বুলাইহি। তাতেও অবশ্য লাভ হয়নি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছেন রোনালদো। বদলি মুওতেব আল হারবি হ্যান্ডবল করলে ভার রিভিউতে স্পটকিক পায় আল নাসর।
পেশাদার ফুটবলে রোনালদোর হলো ৯৩১তম গোল। তবে ম্যাচ শেষে রোনালদো জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনে মনোযোগ দেন না তিনি। দলীয় সাফল্যই তাঁর কাছে আসল। পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘এই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল দলীয় প্রচেষ্টার। আমার গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সৌদি প্রো লিগে ও (এএফসি) চ্যাম্পিয়নস লিগে দলকে সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমি, ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না।’
সৌদি প্রো লিগে শিরোপা লড়াইয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে আল নাসর। টিকে থাকতে চেষ্টা করে যাচ্ছে তারা। তবে সবটুকু নিংড়ে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত রাতে আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল নাসর। দলকে জেতাতে জোড়া গোল করেছেন রোনালদো।
পয়েন্ট টেবিলে এখন আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে। তারা খেলেছে ২৬ ম্যাচ। তবে দুইয়ে থাকা আল হিলালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দলটি। শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। তাদের সঙ্গে আল নাসরের ব্যবধান ৭ পয়েন্ট। ইত্তিহাদ অবশ্য ম্যাচও একটি কম খেলেছে।
বিরতির আগে আল নাসরকে এগিয়ে নেন আলী আল হাসান। বিরতির দুই মিনিট বাদে স্কোর ২-০ করেন রোনালদো। সাদিও মানের পাস থেকে গোল করেছেন পর্তুগিজ তারকা।
বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করে। তাদের পায়ে বল দখল ছিল বেশি সময়। তাতে সাফল্যও আসে ৬২ মিনিটে। হেডে জাল কাঁপান আলি আল বুলাইহি। তাতেও অবশ্য লাভ হয়নি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছেন রোনালদো। বদলি মুওতেব আল হারবি হ্যান্ডবল করলে ভার রিভিউতে স্পটকিক পায় আল নাসর।
পেশাদার ফুটবলে রোনালদোর হলো ৯৩১তম গোল। তবে ম্যাচ শেষে রোনালদো জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনে মনোযোগ দেন না তিনি। দলীয় সাফল্যই তাঁর কাছে আসল। পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘এই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল দলীয় প্রচেষ্টার। আমার গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সৌদি প্রো লিগে ও (এএফসি) চ্যাম্পিয়নস লিগে দলকে সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমি, ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না।’
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৮ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৮ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৯ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
১০ ঘণ্টা আগে