ম্যানচেস্টার ডার্বি জিতে অবশেষে এফএ কমিউনিটি শিল্ড ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। আগের তিনবারের ফাইনালে প্রতিবারই হেরেছিল সিটিজেনরা। গতরাতে ওয়েম্বলিতে রোমাঞ্চকর টাইব্রেকারে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-৬ গোলে হারায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। দুই দল পেনাল্টি শুটআউটে শট নিয়েছে ৮টি করে।
এর আগে শেষ মুহূর্তে জমে ওঠা ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ৮২ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৭ মিনিট পর সমতায় ফেরে সিটি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর শুরু হয় টাইব্রেকার। সেখানে প্রথম শটে ব্রুনো ফার্নান্দেস গোল করলেও মিস করে বসেন সিটির বের্নার্দো সিলভা। এর আগে এই পর্তুগিজ মিডফিল্ডারের গোলেই সমতায় ফিরেছিল সিটিজেনরা। তবে সিলভাকে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। বাকি সব শটেই গোল করে গার্দিওলার শিষ্যরা। ইউনাইটেডের চতুর্থ শট মিস করে বসেন জাদোন সানচো। অষ্টম শট মিস করেন জনি ইভান্স। টাইব্রেকারে সিটির জয়সূচক শটটি নেন ম্যানুয়েল আকেঞ্জি।
আগামী ১৬ আগস্ট রাত ১টায় ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড-ফুলহাম ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম। তার আগে কমিউনিটি শিল্ড জিতে আবারও মৌসুম রাঙানোর ইঙ্গিত দিল সিটি। রেকর্ড গত চার মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নতুন অভিযান শুরু করবে ১৮ আগস্ট, স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে। এ নিয়ে পঞ্চম সর্বোচ্চ সাতবার কমিউনিটি শিল্ড জিতল সিটি। ২০১৯ সালের পর এ শিরোপা জিতল তারা।
ম্যানচেস্টার ডার্বি জিতে অবশেষে এফএ কমিউনিটি শিল্ড ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। আগের তিনবারের ফাইনালে প্রতিবারই হেরেছিল সিটিজেনরা। গতরাতে ওয়েম্বলিতে রোমাঞ্চকর টাইব্রেকারে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-৬ গোলে হারায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। দুই দল পেনাল্টি শুটআউটে শট নিয়েছে ৮টি করে।
এর আগে শেষ মুহূর্তে জমে ওঠা ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ৮২ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৭ মিনিট পর সমতায় ফেরে সিটি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর শুরু হয় টাইব্রেকার। সেখানে প্রথম শটে ব্রুনো ফার্নান্দেস গোল করলেও মিস করে বসেন সিটির বের্নার্দো সিলভা। এর আগে এই পর্তুগিজ মিডফিল্ডারের গোলেই সমতায় ফিরেছিল সিটিজেনরা। তবে সিলভাকে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। বাকি সব শটেই গোল করে গার্দিওলার শিষ্যরা। ইউনাইটেডের চতুর্থ শট মিস করে বসেন জাদোন সানচো। অষ্টম শট মিস করেন জনি ইভান্স। টাইব্রেকারে সিটির জয়সূচক শটটি নেন ম্যানুয়েল আকেঞ্জি।
আগামী ১৬ আগস্ট রাত ১টায় ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড-ফুলহাম ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম। তার আগে কমিউনিটি শিল্ড জিতে আবারও মৌসুম রাঙানোর ইঙ্গিত দিল সিটি। রেকর্ড গত চার মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নতুন অভিযান শুরু করবে ১৮ আগস্ট, স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে। এ নিয়ে পঞ্চম সর্বোচ্চ সাতবার কমিউনিটি শিল্ড জিতল সিটি। ২০১৯ সালের পর এ শিরোপা জিতল তারা।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
১ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগেবৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
৪ ঘণ্টা আগে