ক্রীড়া ডেস্ক
দারুণ এক মৌসুম পার করছেন রাফিনিয়া। এর সুফলও পেলেন ক্লাব থেকে। চুক্তির মেয়াদের বাকি ছিল আরও দুই বছর। বাড়ানোর খুব তাড়া ছিল না। তবে মৌসুমজুড়ে যেভাবে পারফর্ম করেছেন রাফিনিয়া, চলতি মৌসুম শেষ হওয়ার আগেই ব্রাজিলিয়ান উইঙ্গারের আরও চুক্তি মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা।
নতুন চুক্তির পর উচ্ছ্বসিত রাফিনিয়া বললেন, ‘এই ক্লাবে থাকতে চান ক্যারিয়ারের শেষ পর্যন্ত।’ বার্সেলোনায় রাফিনিয়ার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। এখন তা বাড়ানো হয়েছে ২০২৮ সালে জুন পর্যন্ত।
লিডস ইউনাইটেড থেকে ২০২২ সালে নিজের স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। কিন্তু পারছিলেন না দলের প্রত্যাশা পূরণ করতে। চোট আর ফর্ম মিলিয়ে শুরুর একাদশেই জায়গা পেতে হারিয়েছিলেন। তবে হান্সি ফ্লিক কোচ আসার পরই যেন বদলে যায় সবকিছু। স্বপ্নের মতো এ মৌসুম পার করছেন রাফিনিয়া। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা—ঘরোয়া ট্রেবল জিতেছে কাতালান ক্লাবটি।
রাফিনিয়ার ক্লাব ক্যারিয়ারের সেরা মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে গোল করেছেন ৩৪টি, সহায়তা করেছেন আরও ২৫ গোলে। নতুন চুক্তির পর ২৮ বছর বয়সী তারকা আপ্লুত কণ্ঠে বললেন, ‘আমার জন্য এটা খুবই তৃপ্তিদায়ক ও দারুণ স্পেশাল। খুবই খুশি আমি এবং এই ক্লাবে আসার পর থেকেই আমার সবচেয়ে বড় ব্যক্তিগত চাওয়া ছিল সমর্থকদের আনন্দ উপহার দেওয়া। পরিবারের সঙ্গে কথা বলেছি আমি এবং আমার স্বপ্ন হলো ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবেই থাকা। সেটি আমি করতে চাই নিজের সেরা অবস্থায় থেকে।’
দারুণ এক মৌসুম পার করছেন রাফিনিয়া। এর সুফলও পেলেন ক্লাব থেকে। চুক্তির মেয়াদের বাকি ছিল আরও দুই বছর। বাড়ানোর খুব তাড়া ছিল না। তবে মৌসুমজুড়ে যেভাবে পারফর্ম করেছেন রাফিনিয়া, চলতি মৌসুম শেষ হওয়ার আগেই ব্রাজিলিয়ান উইঙ্গারের আরও চুক্তি মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা।
নতুন চুক্তির পর উচ্ছ্বসিত রাফিনিয়া বললেন, ‘এই ক্লাবে থাকতে চান ক্যারিয়ারের শেষ পর্যন্ত।’ বার্সেলোনায় রাফিনিয়ার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। এখন তা বাড়ানো হয়েছে ২০২৮ সালে জুন পর্যন্ত।
লিডস ইউনাইটেড থেকে ২০২২ সালে নিজের স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। কিন্তু পারছিলেন না দলের প্রত্যাশা পূরণ করতে। চোট আর ফর্ম মিলিয়ে শুরুর একাদশেই জায়গা পেতে হারিয়েছিলেন। তবে হান্সি ফ্লিক কোচ আসার পরই যেন বদলে যায় সবকিছু। স্বপ্নের মতো এ মৌসুম পার করছেন রাফিনিয়া। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা—ঘরোয়া ট্রেবল জিতেছে কাতালান ক্লাবটি।
রাফিনিয়ার ক্লাব ক্যারিয়ারের সেরা মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে গোল করেছেন ৩৪টি, সহায়তা করেছেন আরও ২৫ গোলে। নতুন চুক্তির পর ২৮ বছর বয়সী তারকা আপ্লুত কণ্ঠে বললেন, ‘আমার জন্য এটা খুবই তৃপ্তিদায়ক ও দারুণ স্পেশাল। খুবই খুশি আমি এবং এই ক্লাবে আসার পর থেকেই আমার সবচেয়ে বড় ব্যক্তিগত চাওয়া ছিল সমর্থকদের আনন্দ উপহার দেওয়া। পরিবারের সঙ্গে কথা বলেছি আমি এবং আমার স্বপ্ন হলো ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবেই থাকা। সেটি আমি করতে চাই নিজের সেরা অবস্থায় থেকে।’
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৩৩ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
১ ঘণ্টা আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
২ ঘণ্টা আগে