Ajker Patrika

সমর্থকের অতর্কিত হামলায় ফুটবলার আহত, পণ্ড ম্যাচ

সমর্থকের অতর্কিত হামলায় ফুটবলার আহত, পণ্ড ম্যাচ

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ফেরার আশা শেষ হতে বসেছে বোর্দোর। ফরাসি ক্লাবটি গত মৌসুম শেষ করেছিল তলানিতে থেকে। যার কারণে নেমে যেতে হয় লিগ ২-তে। সেখান থেকে আবারও শীর্ষ লিগে ফেরার স্বপ্ন দেখছিল বোর্দো। কিন্তু সেই আশার আলো নিভতে বসেছে এক উগ্র সমর্থকের হামলায়। 

লিগ-২’তে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে রোদেজের মুখোমুখি হয়েছিল বোর্দো। কিন্তু ২২ মিনিটে গোল হজম করে বসে তারা। সেটি সহ্য হয়নি বোর্দোর সমর্থকদের। রোদেজের গোল উদ্‌যাপনের সময় এক ‘পিচ ইনভেডার’ বা অনাহুতভাবে এক দর্শক মাঠে ঢুকে আক্রমণ করে বসেন দলটির মিডফিল্ডার লুকাস বুয়াদেসকে। 

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্যাচটি মাঝপথেই পণ্ড হয়ে যায়। গোলদাতা বুয়াদেসকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। রেফারি জানান, বুয়াদেস কনকাশন হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে। রেফারি নিকোলাস রেইনভিলে বলেন, ‘কনকাশনের কারণে খেলোয়াড়টির আর মাঠে নামা সম্ভব নয়। আমরা নিয়মকে সম্মান করি। ম্যাচটি পুনরায় চালিয়ে যাওয়া সম্ভব নয়।’ 

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামী সোমবার বৈঠকে বসবে ফ্রেঞ্চ ফুটবল গভর্নিং বডির ডিসিপ্লিনারি কমিটি। তবে ম্যাচ বাতিল হওয়ায় খুশি হতে পারেননি বোর্দোর প্রেসিডেন্ট জেরার্ড লোপেজ। তিনি বলেছেন, ‘আমি এটাকে মাঠের খেলার অংশ হিসেবে দেখতে চাই। এটাই ফুটবল। সোমবারের সভায় আমরাও উপস্থিত থাকব। এবং আমাদের অধিকার নিশ্চিত করব। প্রয়োজন হলে আপিল করব।’ 

তবে ম্যাচটি আর খেলতে চায় রোদেজ। ক্লাবটির চেয়ারম্যান পিয়েরে-অলিভিয়ের মুরাত বলেছেন, ‘নতুনভাবে আবার খেলবেন নাকি বাকি সময় থেকে শুরু করবেন? মৌসুমের শেষ দিনের পর খেলা হতে আমি আর দেখিনি।’ 

লিগ ওয়ানে ফেরার জন্য নিজেদের শেষ রাউন্ডে ৩৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা মেত্জের চেয়ে ভালো ফল করতে হতো বোর্দোকে। আর লিগ ২ থেকে অবনমন ঠেকানোর জন্য রোদেজের জয় পেলেই চলত। নিজেদের শেষ রাউন্ড পণ্ড হওয়ায় ৩৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে ক্লাবটি। ৩৭ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তিনে বোর্দো। 

গত শুক্রবার লিগ ২ এর ফাইনাল রাউন্ডে বাস্তিয়াকে ৩-২ গোলে হারিয়ে দুইয়ে ওঠে এসে আগামী মৌসুমের লিগ ওয়ান নিশ্চিত করেছে মেত্জ। তারা পিছিয়ে আছে চ্যাম্পিয়ন লা হাভরের। মেত্জের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় লিগ ওয়ানে ফিরতে বুর্দোকে বড় জয়ই পেতে হতো। অর্থাৎ, রোদেজকে কমপক্ষে চার গোলে হারাতে হতো রোদেজকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

৩৬ বার অপারেশন, অবশেষে বাড়ি ফিরল মাইলস্টোনের শিক্ষার্থী নাভিদ

ইতালিপ্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালাল বিমানবন্দরে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

এলাকার খবর
Loading...