ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ইউরোপীয় ফুটবল ছেড়েছেন বহু দিন হলো। রোনালদো এখন মধ্যপ্রাচ্যে আর যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলেন মেসি। তবে ইউরোপীয় ফুটবলে তাদের অর্জন অনেক। দুর্দান্ত পারফরম্যান্সে জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্ত-সমর্থকের হৃদয়। সময়ের দুই তারকা ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে এখনো চলে কথার লড়াই।
সৌদি আরবের রিয়াদের কিংডম অ্যারেনায় গত রাতে রিয়াদ সিজন কাপের ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আল হিলাল ও আল নাসর। এই ম্যাচ দিয়ে এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড খেলেছেন আল নাসরের মূল একাদশে। সেই ফেরাটা অবশ্য সুখকর হয়নি তাঁর। আল হিলালের কাছে আল নাসর হেরেছে ২-০ ব্যবধানে। ১৭ ও ৩০ মিনিটে আল হিলালের গোল দুটি করেন সার্গেজ মিলিনকোভিচ স্যাভিচ ও সালেম আল দাওসারি। উপরন্তু এই ম্যাচে গ্যালারি থেকে দর্শক রোনালদোকে নিয়ে মজা করেছেন। গ্যালারি থেকে তাঁকে (রোনালদো) লক্ষ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেওয়া হচ্ছিল। দর্শকদের আরও বেশি করে এমনটা (মেসি, মেসি স্লোগান) দিতে বলছিলেন রোনালদো।
১ ফেব্রুয়ারি কিংডম অ্যারেনায় আল নাসরের প্রতিপক্ষ ছিল ইন্টার মায়ামি। সময়ের দুই তারকা ফুটবলারকে একসঙ্গে দেখার আগ্রহ ভক্ত-সমর্থকদের ছিল বেশি। তবে চোটে পড়ায় রোনালদো ম্যাচ খেলতে পারেননি। বরং গ্যালারিতে বসে আল নাসরের ৬-০ গোলের জয় উপভোগ করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। অন্যদিকে মেসি নেমেছেন ৮৩ মিনিটে।
গত বছরের ৩০ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল তাওউনের বিপক্ষে খেলেছিল আল নাসর। সেই ম্যাচে আল তাওউনকে ৪-১ গোলে হারিয়েছিল আল নাসর। রোনালদো সেই ম্যাচে ১ গোল করেন। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—সব মিলিয়ে গত বছর সর্বোচ্চ ৫৪ গোল করেন রোনালদো।
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ইউরোপীয় ফুটবল ছেড়েছেন বহু দিন হলো। রোনালদো এখন মধ্যপ্রাচ্যে আর যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলেন মেসি। তবে ইউরোপীয় ফুটবলে তাদের অর্জন অনেক। দুর্দান্ত পারফরম্যান্সে জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্ত-সমর্থকের হৃদয়। সময়ের দুই তারকা ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে এখনো চলে কথার লড়াই।
সৌদি আরবের রিয়াদের কিংডম অ্যারেনায় গত রাতে রিয়াদ সিজন কাপের ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আল হিলাল ও আল নাসর। এই ম্যাচ দিয়ে এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড খেলেছেন আল নাসরের মূল একাদশে। সেই ফেরাটা অবশ্য সুখকর হয়নি তাঁর। আল হিলালের কাছে আল নাসর হেরেছে ২-০ ব্যবধানে। ১৭ ও ৩০ মিনিটে আল হিলালের গোল দুটি করেন সার্গেজ মিলিনকোভিচ স্যাভিচ ও সালেম আল দাওসারি। উপরন্তু এই ম্যাচে গ্যালারি থেকে দর্শক রোনালদোকে নিয়ে মজা করেছেন। গ্যালারি থেকে তাঁকে (রোনালদো) লক্ষ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেওয়া হচ্ছিল। দর্শকদের আরও বেশি করে এমনটা (মেসি, মেসি স্লোগান) দিতে বলছিলেন রোনালদো।
১ ফেব্রুয়ারি কিংডম অ্যারেনায় আল নাসরের প্রতিপক্ষ ছিল ইন্টার মায়ামি। সময়ের দুই তারকা ফুটবলারকে একসঙ্গে দেখার আগ্রহ ভক্ত-সমর্থকদের ছিল বেশি। তবে চোটে পড়ায় রোনালদো ম্যাচ খেলতে পারেননি। বরং গ্যালারিতে বসে আল নাসরের ৬-০ গোলের জয় উপভোগ করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। অন্যদিকে মেসি নেমেছেন ৮৩ মিনিটে।
গত বছরের ৩০ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল তাওউনের বিপক্ষে খেলেছিল আল নাসর। সেই ম্যাচে আল তাওউনকে ৪-১ গোলে হারিয়েছিল আল নাসর। রোনালদো সেই ম্যাচে ১ গোল করেন। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—সব মিলিয়ে গত বছর সর্বোচ্চ ৫৪ গোল করেন রোনালদো।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে