ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ইউরোপীয় ফুটবল ছেড়েছেন বহু দিন হলো। রোনালদো এখন মধ্যপ্রাচ্যে আর যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলেন মেসি। তবে ইউরোপীয় ফুটবলে তাদের অর্জন অনেক। দুর্দান্ত পারফরম্যান্সে জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্ত-সমর্থকের হৃদয়। সময়ের দুই তারকা ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে এখনো চলে কথার লড়াই।
সৌদি আরবের রিয়াদের কিংডম অ্যারেনায় গত রাতে রিয়াদ সিজন কাপের ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আল হিলাল ও আল নাসর। এই ম্যাচ দিয়ে এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড খেলেছেন আল নাসরের মূল একাদশে। সেই ফেরাটা অবশ্য সুখকর হয়নি তাঁর। আল হিলালের কাছে আল নাসর হেরেছে ২-০ ব্যবধানে। ১৭ ও ৩০ মিনিটে আল হিলালের গোল দুটি করেন সার্গেজ মিলিনকোভিচ স্যাভিচ ও সালেম আল দাওসারি। উপরন্তু এই ম্যাচে গ্যালারি থেকে দর্শক রোনালদোকে নিয়ে মজা করেছেন। গ্যালারি থেকে তাঁকে (রোনালদো) লক্ষ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেওয়া হচ্ছিল। দর্শকদের আরও বেশি করে এমনটা (মেসি, মেসি স্লোগান) দিতে বলছিলেন রোনালদো।
১ ফেব্রুয়ারি কিংডম অ্যারেনায় আল নাসরের প্রতিপক্ষ ছিল ইন্টার মায়ামি। সময়ের দুই তারকা ফুটবলারকে একসঙ্গে দেখার আগ্রহ ভক্ত-সমর্থকদের ছিল বেশি। তবে চোটে পড়ায় রোনালদো ম্যাচ খেলতে পারেননি। বরং গ্যালারিতে বসে আল নাসরের ৬-০ গোলের জয় উপভোগ করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। অন্যদিকে মেসি নেমেছেন ৮৩ মিনিটে।
গত বছরের ৩০ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল তাওউনের বিপক্ষে খেলেছিল আল নাসর। সেই ম্যাচে আল তাওউনকে ৪-১ গোলে হারিয়েছিল আল নাসর। রোনালদো সেই ম্যাচে ১ গোল করেন। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—সব মিলিয়ে গত বছর সর্বোচ্চ ৫৪ গোল করেন রোনালদো।
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ইউরোপীয় ফুটবল ছেড়েছেন বহু দিন হলো। রোনালদো এখন মধ্যপ্রাচ্যে আর যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলেন মেসি। তবে ইউরোপীয় ফুটবলে তাদের অর্জন অনেক। দুর্দান্ত পারফরম্যান্সে জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্ত-সমর্থকের হৃদয়। সময়ের দুই তারকা ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে এখনো চলে কথার লড়াই।
সৌদি আরবের রিয়াদের কিংডম অ্যারেনায় গত রাতে রিয়াদ সিজন কাপের ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আল হিলাল ও আল নাসর। এই ম্যাচ দিয়ে এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড খেলেছেন আল নাসরের মূল একাদশে। সেই ফেরাটা অবশ্য সুখকর হয়নি তাঁর। আল হিলালের কাছে আল নাসর হেরেছে ২-০ ব্যবধানে। ১৭ ও ৩০ মিনিটে আল হিলালের গোল দুটি করেন সার্গেজ মিলিনকোভিচ স্যাভিচ ও সালেম আল দাওসারি। উপরন্তু এই ম্যাচে গ্যালারি থেকে দর্শক রোনালদোকে নিয়ে মজা করেছেন। গ্যালারি থেকে তাঁকে (রোনালদো) লক্ষ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেওয়া হচ্ছিল। দর্শকদের আরও বেশি করে এমনটা (মেসি, মেসি স্লোগান) দিতে বলছিলেন রোনালদো।
১ ফেব্রুয়ারি কিংডম অ্যারেনায় আল নাসরের প্রতিপক্ষ ছিল ইন্টার মায়ামি। সময়ের দুই তারকা ফুটবলারকে একসঙ্গে দেখার আগ্রহ ভক্ত-সমর্থকদের ছিল বেশি। তবে চোটে পড়ায় রোনালদো ম্যাচ খেলতে পারেননি। বরং গ্যালারিতে বসে আল নাসরের ৬-০ গোলের জয় উপভোগ করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। অন্যদিকে মেসি নেমেছেন ৮৩ মিনিটে।
গত বছরের ৩০ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল তাওউনের বিপক্ষে খেলেছিল আল নাসর। সেই ম্যাচে আল তাওউনকে ৪-১ গোলে হারিয়েছিল আল নাসর। রোনালদো সেই ম্যাচে ১ গোল করেন। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—সব মিলিয়ে গত বছর সর্বোচ্চ ৫৪ গোল করেন রোনালদো।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৯ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে