ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামির বিপক্ষে জয়ের সুবাতাস পাচ্ছিল এফসি ডালাস। এফসি ডালাস টয়োটা স্টেডিয়ামে লিগ কাপের শেষ ষোলোয় আজ ৩-১ গোলে পিছিয়ে ছিল মায়ামি। তখন ম্যাচের ৩০ মিনিটও বাকি নেই। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লেখে ইন্টার মায়ামি। টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচে শেষ হাসি হাসে মায়ামি।
এফসি ডালাসের বিপক্ষে অল্প সময়েই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৬ মিনিটে জর্দি আলবার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে এই গোলের সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর ১৯ মিনিটের সময় গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মায়ামি। গোলবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন ডিয়েগো গোমেজ। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল মায়ামির। তবে রবার্ট টেলরের শট ঠেকিয়ে দিয়েছেন ডালাস গোলরক্ষক মার্টেন পায়েজ। এবার অ্যাসিস্ট করেছেন মেসি। পরের মিনিটে মেসির শট ব্লক করেছেন ডালাস ডিফেন্ডাররা। মায়ামির বারবার সুযোগ হারানোর মিছিলে ডালাসকে সমতায় ফেরান ফাকুন্দো কুইগনন। ৩৭ মিনিটে মার্কো ফার্ফানের অ্যাসিস্টে গোল করেন কুইগনন। এরপর ৪৫ মিনিটে ডালাসের ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্ড কামুনগো। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে ডালাস।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। তবে কেউই গোল করতে পারছিল না। ৬৩ মিনিটে তৃতীয় গোল করে ডালাস। ফ্রি কিকে গোল করেন অ্যালান ভেলাসকো। ডালাস তখন ৩-১ গোলে এগিয়ে। এরপর ৬৫ মিনিটে ব্যবধান কমায় মায়ামি। আলবার অ্যাসিস্টে গোল করেন বেঞ্জামিন ক্রেমাসচি। এরপর ৬৮ মিনিটে টেলরের আত্মঘাতী গোলে ৪-২ গোলে এগিয়ে যায় ডালাস। ৮০ মিনিটে আবার আত্মঘাতী গোল করেন ডালাসের ফার্ফান। মায়ামির পরাজয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন আশা জাগিয়ে তোলেন মেসি। ৮৫ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। মূল ম্যাচ ৪-৪ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে দলের প্রথম শট নিয়েই গোল করেন মেসি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলের জয় পায় মায়ামি। জয়সূচক গোল করেন ক্রেমাসচি।
ইন্টার মায়ামির বিপক্ষে জয়ের সুবাতাস পাচ্ছিল এফসি ডালাস। এফসি ডালাস টয়োটা স্টেডিয়ামে লিগ কাপের শেষ ষোলোয় আজ ৩-১ গোলে পিছিয়ে ছিল মায়ামি। তখন ম্যাচের ৩০ মিনিটও বাকি নেই। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লেখে ইন্টার মায়ামি। টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচে শেষ হাসি হাসে মায়ামি।
এফসি ডালাসের বিপক্ষে অল্প সময়েই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৬ মিনিটে জর্দি আলবার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে এই গোলের সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর ১৯ মিনিটের সময় গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মায়ামি। গোলবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন ডিয়েগো গোমেজ। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল মায়ামির। তবে রবার্ট টেলরের শট ঠেকিয়ে দিয়েছেন ডালাস গোলরক্ষক মার্টেন পায়েজ। এবার অ্যাসিস্ট করেছেন মেসি। পরের মিনিটে মেসির শট ব্লক করেছেন ডালাস ডিফেন্ডাররা। মায়ামির বারবার সুযোগ হারানোর মিছিলে ডালাসকে সমতায় ফেরান ফাকুন্দো কুইগনন। ৩৭ মিনিটে মার্কো ফার্ফানের অ্যাসিস্টে গোল করেন কুইগনন। এরপর ৪৫ মিনিটে ডালাসের ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্ড কামুনগো। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে ডালাস।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। তবে কেউই গোল করতে পারছিল না। ৬৩ মিনিটে তৃতীয় গোল করে ডালাস। ফ্রি কিকে গোল করেন অ্যালান ভেলাসকো। ডালাস তখন ৩-১ গোলে এগিয়ে। এরপর ৬৫ মিনিটে ব্যবধান কমায় মায়ামি। আলবার অ্যাসিস্টে গোল করেন বেঞ্জামিন ক্রেমাসচি। এরপর ৬৮ মিনিটে টেলরের আত্মঘাতী গোলে ৪-২ গোলে এগিয়ে যায় ডালাস। ৮০ মিনিটে আবার আত্মঘাতী গোল করেন ডালাসের ফার্ফান। মায়ামির পরাজয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন আশা জাগিয়ে তোলেন মেসি। ৮৫ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। মূল ম্যাচ ৪-৪ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে দলের প্রথম শট নিয়েই গোল করেন মেসি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলের জয় পায় মায়ামি। জয়সূচক গোল করেন ক্রেমাসচি।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৬ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
১৮ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
৪৩ মিনিট আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে