ভিনিসিয়ুস জুনিয়র, নাকি রদ্রি—কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর? নাকি তাঁদের পেছনে ফেলে হাসবেন জুড বেলিংহাম! যাঁর হাতেই উঠুক, ব্যালন ডি’অর যে নতুনের হাতে উঠছে, সেটি নিশ্চিত।
প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আজ রাতে ব্যালন ডি’অরের ৬৮তম সংস্করণের ফেবারিটের তালিকায় অবশ্য এবার বেশি শোনা যাচ্ছে ভিনি ও রদ্রির নাম। গত মৌসুমে দুজনই ছিলেন দারুণ ছন্দে। রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, স্পেনকে এনে দিয়েছেন ইউরো। আর ভিনি ও বেলিংহাম রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে রাখেন বড় অবদান।
মেয়েদের মধ্যে ফেবারিট ক্যারোলিন গ্রাহাম হানসেন ও ম্যালোরি সোয়ানসনক। তাঁদের সঙ্গে আছেন লিওঁর আদা হেগেরবার্গ। গত বছর মেয়েদের ব্যালন ডি’অর উঠেছিল আইতানা বোনমাতির হাতে। এবারও সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি। তবে ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় নেই লিওনেল মেসি। গত বছর রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জিতেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
গত ২১ বছরের মধ্যে এবারই প্রথম সংক্ষিপ্ত তালিকায় মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কেউ। ২০০৮ থেকে ২০২৩—মোট ১৩টি ব্যালন ডি’অর জিতেছেন দুজনে। মাঝে সেই সাম্রাজ্যে ভাগ বসাতে পেরেছেন শুধু দুজন—লুকা মদরিচ (২০১৮) ও করিম বেনজেমা (২০২২)। এবার ‘মেসিলদো’ যুগের শেষ হচ্ছে। সংক্ষিপ্ত ৩০ জনের যে তালিকা, সেখানে নেই আগের কোনো ব্যালন ডি’অর জয়ী।
দেশের হয়ে কিছু জিততে না পারলেও ভিনি গত মৌসুমে ছিলেন সেরা ছন্দে। গত মাসে মার্কা তো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হাতে ব্যালন ডি’অর দিয়ে প্রচ্ছদও করে। রদ্রিকে নিয়েও বাজি ধরার লোক কম নেই। এই স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের সিটি সতীর্থ ইএসপিএনকে বলেছেন, ‘রদ্রির ব্যালন ডি’অর জেতা উচিত।’
ভিনিসিয়ুস জুনিয়র, নাকি রদ্রি—কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর? নাকি তাঁদের পেছনে ফেলে হাসবেন জুড বেলিংহাম! যাঁর হাতেই উঠুক, ব্যালন ডি’অর যে নতুনের হাতে উঠছে, সেটি নিশ্চিত।
প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আজ রাতে ব্যালন ডি’অরের ৬৮তম সংস্করণের ফেবারিটের তালিকায় অবশ্য এবার বেশি শোনা যাচ্ছে ভিনি ও রদ্রির নাম। গত মৌসুমে দুজনই ছিলেন দারুণ ছন্দে। রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, স্পেনকে এনে দিয়েছেন ইউরো। আর ভিনি ও বেলিংহাম রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে রাখেন বড় অবদান।
মেয়েদের মধ্যে ফেবারিট ক্যারোলিন গ্রাহাম হানসেন ও ম্যালোরি সোয়ানসনক। তাঁদের সঙ্গে আছেন লিওঁর আদা হেগেরবার্গ। গত বছর মেয়েদের ব্যালন ডি’অর উঠেছিল আইতানা বোনমাতির হাতে। এবারও সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি। তবে ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় নেই লিওনেল মেসি। গত বছর রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জিতেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
গত ২১ বছরের মধ্যে এবারই প্রথম সংক্ষিপ্ত তালিকায় মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কেউ। ২০০৮ থেকে ২০২৩—মোট ১৩টি ব্যালন ডি’অর জিতেছেন দুজনে। মাঝে সেই সাম্রাজ্যে ভাগ বসাতে পেরেছেন শুধু দুজন—লুকা মদরিচ (২০১৮) ও করিম বেনজেমা (২০২২)। এবার ‘মেসিলদো’ যুগের শেষ হচ্ছে। সংক্ষিপ্ত ৩০ জনের যে তালিকা, সেখানে নেই আগের কোনো ব্যালন ডি’অর জয়ী।
দেশের হয়ে কিছু জিততে না পারলেও ভিনি গত মৌসুমে ছিলেন সেরা ছন্দে। গত মাসে মার্কা তো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হাতে ব্যালন ডি’অর দিয়ে প্রচ্ছদও করে। রদ্রিকে নিয়েও বাজি ধরার লোক কম নেই। এই স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের সিটি সতীর্থ ইএসপিএনকে বলেছেন, ‘রদ্রির ব্যালন ডি’অর জেতা উচিত।’
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৩ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৪ ঘণ্টা আগে