ব্রাজিল ফুটবল দলের ‘শনির দশা’ কখনোই যে কাটার নয়। মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের নানা ঘটনায় জর্জরিত ব্রাজিল খারাপ সময় কাটিয়ে উঠছিল ঠিকই। ঠিক সে সময়ই ধাক্কা খায় তারা। নতুন বছরের প্রীতি ম্যাচ শুরুর আগে বিরাট ধাক্কা খেল পাচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় আগে থেকেই ছিটকে যান ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। এবার দুঃসংবাদ দিলেন দলটির আরেক গোলরক্ষক এদেরসন। অ্যানফিল্ডে গত পরশু লিভারপুলের বিপক্ষে মাংসপেশির চোটে পড়েন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন। ইএসপিএনকে সূত্র জানিয়েছেন যে চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহের মতো সময় লাগবে তাঁর। তাতে করে ব্রাজিলের এ বছরের শুরুর দুই ম্যাচে নিশ্চিতভাবেই মিস করছেন এদেরসন। যেখানে ২৩ ও ২৬ মার্চ ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে ওয়েম্বলি স্টেডিয়ামে ও সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে স্পেন-ব্রাজিল। এদেরসনের পাশাপাশি আরও দুই তারকা ফুটবলারকে প্রীতি ম্যাচে পাচ্ছে না ব্রাজিল। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মারকুইনোস ছিটকে গেছেন চোটে পড়ে। ক্লাব ফুটবলে মার্তিনেল্লি খেলেন আর্সেনালের স্ট্রাইকার পজিশনে ও পিএসজির রক্ষণভাগে খেলেন মার্কিনিওস।
তিন তারকা ফুটবলারকে হারিয়ে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন ব্রাজিল কোচ দরিভাল। গোলরক্ষক, রক্ষণভাগ, ফরোয়ার্ড—তিন পজিশনের জন্যই একজন করে নতুন ফুটবলার যুক্ত করেছেন দরিভাল। এদেরসনের পরিবর্তে এসেছেন আরেক গোলরক্ষক লিও জার্দিম। জার্দিম ভাস্কো দা গামা ক্লাবের গোলবার সামলাতে হয়। মার্কিনিওস ও মার্তিনেল্লির জায়গায় ডাক পেয়েছেন ফ্যাব্রিসিও ব্রুনো ও গ্যালেনো। ব্রুনো ও গ্যালেনো খেলেন ফ্ল্যামেঙ্গো ও পোর্তো ক্লাবে।
ব্রাজিল ফুটবল দলের ‘শনির দশা’ কখনোই যে কাটার নয়। মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের নানা ঘটনায় জর্জরিত ব্রাজিল খারাপ সময় কাটিয়ে উঠছিল ঠিকই। ঠিক সে সময়ই ধাক্কা খায় তারা। নতুন বছরের প্রীতি ম্যাচ শুরুর আগে বিরাট ধাক্কা খেল পাচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় আগে থেকেই ছিটকে যান ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। এবার দুঃসংবাদ দিলেন দলটির আরেক গোলরক্ষক এদেরসন। অ্যানফিল্ডে গত পরশু লিভারপুলের বিপক্ষে মাংসপেশির চোটে পড়েন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন। ইএসপিএনকে সূত্র জানিয়েছেন যে চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহের মতো সময় লাগবে তাঁর। তাতে করে ব্রাজিলের এ বছরের শুরুর দুই ম্যাচে নিশ্চিতভাবেই মিস করছেন এদেরসন। যেখানে ২৩ ও ২৬ মার্চ ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে ওয়েম্বলি স্টেডিয়ামে ও সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে স্পেন-ব্রাজিল। এদেরসনের পাশাপাশি আরও দুই তারকা ফুটবলারকে প্রীতি ম্যাচে পাচ্ছে না ব্রাজিল। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মারকুইনোস ছিটকে গেছেন চোটে পড়ে। ক্লাব ফুটবলে মার্তিনেল্লি খেলেন আর্সেনালের স্ট্রাইকার পজিশনে ও পিএসজির রক্ষণভাগে খেলেন মার্কিনিওস।
তিন তারকা ফুটবলারকে হারিয়ে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন ব্রাজিল কোচ দরিভাল। গোলরক্ষক, রক্ষণভাগ, ফরোয়ার্ড—তিন পজিশনের জন্যই একজন করে নতুন ফুটবলার যুক্ত করেছেন দরিভাল। এদেরসনের পরিবর্তে এসেছেন আরেক গোলরক্ষক লিও জার্দিম। জার্দিম ভাস্কো দা গামা ক্লাবের গোলবার সামলাতে হয়। মার্কিনিওস ও মার্তিনেল্লির জায়গায় ডাক পেয়েছেন ফ্যাব্রিসিও ব্রুনো ও গ্যালেনো। ব্রুনো ও গ্যালেনো খেলেন ফ্ল্যামেঙ্গো ও পোর্তো ক্লাবে।
অ্যাটাক-সেট-হিট, বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই তিন শব্দের দর্শন যেন দুবাইয়ের গরমেও অনুপ্রেরণা ইমন-শরীফুলদের। মুম্বাই ইন্ডিয়ানসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্যামেন্টের অধীনে গত দুই দিন আইসিসি একাডেমি মাঠে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগ্রাসী মানসিকতা, আত্মবিশ্বাসী শরীরী ভাষা...
১০ মিনিট আগেআইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান সংযুক্ত আরব আমিরাতের। এই দলের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে দুই লক্ষ্য বাংলাদেশের।
১২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে কতটা পড়েছে, সেটা তো কারও অজানা নয়। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল। ভারত-পাকিস্তানের এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াচ্ছে আবার, তখন ঘটছে নানা ঘটনা।
১৩ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।
১৩ ঘণ্টা আগে