ক্রীড়া ডেস্ক
খবরটা আগেই পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের হাতে উঠছে না ব্যালন ডি’অর। রিয়ালও সেটি জেনে আর প্যারিস সফরে যায়নি। অথচ ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিল লস ব্লাঙ্কোসদেরই ৭ জন। বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল। আর বর্ষসেরা কোচ রিয়ালই কার্লো আনচেলত্তি।
ভিনির হাতে ব্যালন ডি’অর উঠছে—এমনটাই জানিয়েছিল মার্কাসহ বেশ কয়েকটি ক্রীড়া মাধ্যম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে বাজি ধরেছিলেন অনেকে। এমনকি গতকাল অনুষ্ঠান শুরুর আগে ফাঁস হয়ে যাওয়া একটি তালিকাকেও সবার ওপরে ছিল ভিনির নাম। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে আগে খবর আসতে থাকে, ভিনি নয় রদ্রির হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর একের পর এক টুইটে জানা যায়, ভিনির হাতে ফ্রান্স ফুটবলের দেওয়া ব্যক্তিগত মর্যাদার এই পুরস্কার উঠছে না জেনে প্যারিসে যাচ্ছেন না রিয়ালের কেউ। আসলেই গতরাতে প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আলো ঝলমলে মঞ্চে দেখা যায়নি লস ব্লাঙ্কোসদের কাউকে। তারকার মেলা বসলেও ভিনি-এমবাপ্পেরা ছিলেন না। ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল।
শেষ পর্যন্ত যে গুঞ্জন, সেটিই সত্যিই হয়েছে। ভিনি নয়, রদ্রির হাতে উঠেছে ব্যালন ডি’অর। কেন এভাবে পাশার দান উল্টে গেল? ভিনিকে বর্ষসেরার এই পুরস্কার না দেওয়ায় প্রশ্নবিদ্ধ হয়েছে ফ্রান্স ফুটবলের নির্বাচন প্রক্রিয়া। অনেকে মনে করছেন, মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরে বিভিন্নভাবে আলোচিত-সমালোচিত হওয়ার কারণে উয়েফা এই পুরস্কার দেয়নি ২৪ বছর বয়সী রিয়াল ফরোয়ার্ডকে।
তবে কেন ব্যালন ডি’অর পাননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটার ব্যাখ্যা দিয়েছেন ভিনি। ব্রাজিলিয়ান তারকা তাঁর এক্স অ্যাকাউন্টে হতাশার সঙ্গে লিখেছেন, ‘এটা (ব্যালন ডি’অর) জিততে পরবর্তীতে এর চেয়ে আরও ১০ গুন ভালো করতে হবে আমার। তারা (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।’
খবরটা আগেই পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের হাতে উঠছে না ব্যালন ডি’অর। রিয়ালও সেটি জেনে আর প্যারিস সফরে যায়নি। অথচ ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিল লস ব্লাঙ্কোসদেরই ৭ জন। বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল। আর বর্ষসেরা কোচ রিয়ালই কার্লো আনচেলত্তি।
ভিনির হাতে ব্যালন ডি’অর উঠছে—এমনটাই জানিয়েছিল মার্কাসহ বেশ কয়েকটি ক্রীড়া মাধ্যম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে বাজি ধরেছিলেন অনেকে। এমনকি গতকাল অনুষ্ঠান শুরুর আগে ফাঁস হয়ে যাওয়া একটি তালিকাকেও সবার ওপরে ছিল ভিনির নাম। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে আগে খবর আসতে থাকে, ভিনি নয় রদ্রির হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর একের পর এক টুইটে জানা যায়, ভিনির হাতে ফ্রান্স ফুটবলের দেওয়া ব্যক্তিগত মর্যাদার এই পুরস্কার উঠছে না জেনে প্যারিসে যাচ্ছেন না রিয়ালের কেউ। আসলেই গতরাতে প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আলো ঝলমলে মঞ্চে দেখা যায়নি লস ব্লাঙ্কোসদের কাউকে। তারকার মেলা বসলেও ভিনি-এমবাপ্পেরা ছিলেন না। ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল।
শেষ পর্যন্ত যে গুঞ্জন, সেটিই সত্যিই হয়েছে। ভিনি নয়, রদ্রির হাতে উঠেছে ব্যালন ডি’অর। কেন এভাবে পাশার দান উল্টে গেল? ভিনিকে বর্ষসেরার এই পুরস্কার না দেওয়ায় প্রশ্নবিদ্ধ হয়েছে ফ্রান্স ফুটবলের নির্বাচন প্রক্রিয়া। অনেকে মনে করছেন, মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরে বিভিন্নভাবে আলোচিত-সমালোচিত হওয়ার কারণে উয়েফা এই পুরস্কার দেয়নি ২৪ বছর বয়সী রিয়াল ফরোয়ার্ডকে।
তবে কেন ব্যালন ডি’অর পাননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটার ব্যাখ্যা দিয়েছেন ভিনি। ব্রাজিলিয়ান তারকা তাঁর এক্স অ্যাকাউন্টে হতাশার সঙ্গে লিখেছেন, ‘এটা (ব্যালন ডি’অর) জিততে পরবর্তীতে এর চেয়ে আরও ১০ গুন ভালো করতে হবে আমার। তারা (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।’
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৩ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৪ ঘণ্টা আগে