Ajker Patrika

বেনজেমা সৌদি প্রস্তাব পাওয়ায় বিকল্প খুঁজছে রিয়াল

আপডেট : ৩১ মে ২০২৩, ১১: ৪৩
বেনজেমা সৌদি প্রস্তাব পাওয়ায় বিকল্প খুঁজছে রিয়াল

করিম বেনজেমার সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে আসতে পারেননি রিয়াল ফরোয়ার্ড। এর মধ্যে তিনি সৌদি আরব থেকে বড় অঙ্কের চুক্তির প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছে ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যমসহ দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো।

দুই বছরে মোট ৪০ কোটি ইউরোর প্রস্তাব পেয়েছেন বেনজেমা—এমনটি জানিয়েছে ইএসপিএন। গত শুক্রবার এই প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন রোমানো। তিনি নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘বেনজেমা এ সপ্তাহের শেষের দিকে সিদ্ধান্ত নিতে পারে। সৌদি থেকে গত শুক্রবার আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব পাওয়ায় সিদ্ধান্ত নিতে বেশি সময় নেওয়ার ইচ্ছা নেই তাঁর। করিমের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সময় ও দিন এসেছে।’

এমন প্রস্তাবে বেনজেমা কী করবেন তা এখনো জানা যায়নি। রিয়ালের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে সাবেক ফরাসি তারকার। সৌদির প্রস্তাবে সাড়া দিলে ক্লাব তাঁকে ছাড়বে বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক। দলীয়ভাবে এই মৌসুমটা ভালো না কাটলেও ডিসেম্বরে ৩৫ বছর পূর্ণ করা বেনজেমা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সব মিলিয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩০ গোল করেছেন তিনি। এমন পারফরম্যান্সের কারণেই তাঁর সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী লস ব্ল্যাংকোসরা।

কিন্তু বেনজেমা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে না পারায় বিকল্প পথ খুঁজছে রিয়াল। ফরাসি তারকা চলে গেলে তাঁর শূন্যস্থান পূরণ করতে নাকি লাউতারো মার্তিনেজকে আনতে পারে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নরা। দ্য অ্যাথলেটিক এমনটিই জানিয়েছে। এ বছর ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন আর্জেন্টাইন তারকাও। ইন্টারকে সুপার কোপা ও ইতালিয়ান কাপ জেতানো এই তারকা সব মিলিয়ে ৩৯ গোল করেছেন এই মৌসুমে। আগামী ১০ জুন দলকে ট্রেবলও জেতানোর সুযোগ পাচ্ছেন তিনি। সেদিন ইস্তাম্বুলে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলে নিজেও একটি রেকর্ড গড়বেন। দশম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন লিগ জিতবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত