Ajker Patrika

পরিবেশের ক্ষতি করে আবারও জরিমানা গুনলেন নেইমার 

পরিবেশের ক্ষতি করে আবারও জরিমানা গুনলেন নেইমার 

নিয়ম না মেনে বাড়ি বানানোয় এর আগেই জরিমানা গুনেছেন নেইমার। পরিবেশ আইন না মানায় করা হয়েছে মোটা অঙ্কের টাকা জরিমানা। এবার দ্বিতীয় দফায় জরিমানা করা হয়েছে ব্রাজিলের এই ফরোয়ার্ডকে। 

রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে মাঙ্গারাটিবায় এক বিলাসবহুল প্রকল্পের কাজ শুরু করেন নেইমার। গত বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রকল্পে অনুসন্ধান চালিয়ে পরিবেশ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। পরিবেশগত ক্ষতির জন্য জরিমানা কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৮১ লাখ টাকা। নেইমারের কর্মীরা সেখানে কৃত্রিমভাবে হ্রদ ও সৈকত তৈরির কাজে ব্যস্ত। পরিবেশ আইন লঙ্ঘনের মধ্যে নদী থেকে অনুমোদন ছাড়া পানি উত্তোলন, মাটি খননের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমে জানা গেছে. নেইমার সেখানে পার্টি দিয়েছেন ও হ্রদে সাঁতার কেটেছেন। গতকাল পরিবেশ কর্তৃপক্ষ অনুসন্ধান চালিয়ে আবারও প্রকল্পে কাজ চালিয়ে যেতে দেখেছে এবং আবারও জরিমানা করেছে। নেইমারকে কত টাকা জরিমানা গুনতে হবে তা এখনো জানা যায়নি। পূর্ণ তদন্তের পর জরিমানার পুরো সংখ্যাটা জানা যাবে। ধারণা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই তা জানা যাবে। 

২০১৬ সালে নেইমার কিনেছেন ম্যাঙ্গারাতিবা ম্যানশন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২. ৫ একর (১০ হাজার বর্গমিটার) জমির ওপর এই ম্যানশন কিনেছেন। এখানে একটি হেলিপ্যাড, স্পা ও জিম তৈরি করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত