নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আর এক দিন পরেই প্রথম সাফ জয়ের বর্ষপূর্তি। কিন্তু বাংলাদেশ নারী ফুটবল দল বর্ষপূর্তি উদ্যাপনের সুযোগ পাচ্ছে কই! আগামীকাল যখন হাংঝুর এশিয়ান গেমস ভিলেজে পৌঁছাবেন সাবিনা খাতুনরা, তখন হয়তো সবার চোখেই থাকবে লম্বা ধকলের ক্লান্তি।
প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলতে আজ রাতে চীনের বিমানে চড়বেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এই এক বছরে বাংলাদেশ দলের পার্থক্য কতটুকু জানতে চাইলে খানিকটা মজাই করলেন নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, ‘গতবার আমরা সাফে খেলছিলাম, আজ আমরা এশিয়াডে খেলতে যাচ্ছি!’
২২ সেপ্টেম্বর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং গত এশিয়াডে সোনাজয়ী জাপানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের মেয়েদের। দ্বিতীয় ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে ২৫ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। জাপান-ভিয়েতনাম দুই দলই বিশ্বকাপ খেলেছে এবার, তাই এই দুই দলের বিপক্ষে খুব বেশি ভালো কিছুর সুযোগ দেখছেন না নারী দলের কোচ সাইফুল বারী টিটু। নেপালকে হারিয়ে গত বছরের ১৯ সেপ্টেম্বর সাফ জিতেছিল বাংলাদেশ নারী দল। তাই নেপালকে হারিয়ে শেষটা রাঙাতে চান বাংলাদেশ কোচ, ‘জাপানের বিপক্ষে আমরা কতক্ষণ বল রাখতে পারব জানি না। ওরা আমাদের হয়তো পাঁচ সেকেন্ডও বল পায়ে রাখতে দেবে না। ভিয়েতনাম বিশ্বকাপে তিন ম্যাচই খেলেছে রক্ষণাত্মকভাবে, হয়তো আমাদের বিপক্ষে আক্রমণাত্মকই খেলবে। নেপালকে আমরা জানি, হারিয়েছি। তাদেরকে হারানোর সুযোগ আমাদের আছে।’
গত বছর সাফ জয়ের পর অনেক পাল্টেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হারিয়েছে সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুনদের মতো পরীক্ষিত চার ফুটবলারকে। এই পরিবর্তন নিয়ে সাফের সাফল্য যতটুকু ধরে রাখতে চান বলে জানালেন অধিনায়ক সাবিনা, ‘জাপানকে আমরা হারাব এমন চিন্তা করা আসলে...আমরাও বলব না যে জাপানকে আমরা হারাব। নেপাল আমাদের হারাতে চাইবে। তবে ওরা যে আমাদের সঙ্গে খুব ভালো খেলে গেছে, তেমনটা বলা যাবে না। আর সাফের ব্যাপার তো আছেই। আমরা চেষ্টা করব সাফের ধারাটা ধরে রাখতে।’
আর এক দিন পরেই প্রথম সাফ জয়ের বর্ষপূর্তি। কিন্তু বাংলাদেশ নারী ফুটবল দল বর্ষপূর্তি উদ্যাপনের সুযোগ পাচ্ছে কই! আগামীকাল যখন হাংঝুর এশিয়ান গেমস ভিলেজে পৌঁছাবেন সাবিনা খাতুনরা, তখন হয়তো সবার চোখেই থাকবে লম্বা ধকলের ক্লান্তি।
প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলতে আজ রাতে চীনের বিমানে চড়বেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এই এক বছরে বাংলাদেশ দলের পার্থক্য কতটুকু জানতে চাইলে খানিকটা মজাই করলেন নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, ‘গতবার আমরা সাফে খেলছিলাম, আজ আমরা এশিয়াডে খেলতে যাচ্ছি!’
২২ সেপ্টেম্বর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং গত এশিয়াডে সোনাজয়ী জাপানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের মেয়েদের। দ্বিতীয় ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে ২৫ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। জাপান-ভিয়েতনাম দুই দলই বিশ্বকাপ খেলেছে এবার, তাই এই দুই দলের বিপক্ষে খুব বেশি ভালো কিছুর সুযোগ দেখছেন না নারী দলের কোচ সাইফুল বারী টিটু। নেপালকে হারিয়ে গত বছরের ১৯ সেপ্টেম্বর সাফ জিতেছিল বাংলাদেশ নারী দল। তাই নেপালকে হারিয়ে শেষটা রাঙাতে চান বাংলাদেশ কোচ, ‘জাপানের বিপক্ষে আমরা কতক্ষণ বল রাখতে পারব জানি না। ওরা আমাদের হয়তো পাঁচ সেকেন্ডও বল পায়ে রাখতে দেবে না। ভিয়েতনাম বিশ্বকাপে তিন ম্যাচই খেলেছে রক্ষণাত্মকভাবে, হয়তো আমাদের বিপক্ষে আক্রমণাত্মকই খেলবে। নেপালকে আমরা জানি, হারিয়েছি। তাদেরকে হারানোর সুযোগ আমাদের আছে।’
গত বছর সাফ জয়ের পর অনেক পাল্টেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হারিয়েছে সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুনদের মতো পরীক্ষিত চার ফুটবলারকে। এই পরিবর্তন নিয়ে সাফের সাফল্য যতটুকু ধরে রাখতে চান বলে জানালেন অধিনায়ক সাবিনা, ‘জাপানকে আমরা হারাব এমন চিন্তা করা আসলে...আমরাও বলব না যে জাপানকে আমরা হারাব। নেপাল আমাদের হারাতে চাইবে। তবে ওরা যে আমাদের সঙ্গে খুব ভালো খেলে গেছে, তেমনটা বলা যাবে না। আর সাফের ব্যাপার তো আছেই। আমরা চেষ্টা করব সাফের ধারাটা ধরে রাখতে।’
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৮ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৯ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১০ ঘণ্টা আগে