লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে রিয়াল জিতলেও রিয়ালের জয়ের আসল নায়ক গোলরক্ষক থিবো কোর্তোয়া। এদিন লিভারপুলের অন্তত ৯ টি নিশ্চিত সুযোগ প্রতিহত করেছেন কোর্তোয়া। তাই আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে থেকেও গোল আদায় করতে পারেনি লিভারপুল।
প্যারিসে খেলা শুরু হওয়ার আগে থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামের বাইরের বিশৃঙ্খলার কারণে খেলা পিছিয়ে দেওয়া হয় ১৫ মিনিট। এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে আরও ১৫ মিনিট বাড়ানো হয়। এ সময় দর্শকদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলার খবরও সামনে আসে। পরে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় ৩৬ মিনিট পর।
ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে যায় লিভারপুল। শুরুতে লিভারপুলের দাপটই ছিল বেশি। তবে রিয়ালের জমাট রক্ষণে ফাটল ধরাতে পারছিল না। সালাহর প্রচেষ্টা একাধিকবার রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। একটু পর সাদিও মানের প্রচেষ্টা কোর্তোয়ার হাত ছুঁয়ে পোস্টে লেগে ফিরে আসে। এ সময় পুরোপুরি চাপে ছিলো রিয়াল। তবে ধীরে ধীরে প্রতি আক্রমণ থেকে সুযোগ তৈরির চেষ্টা করে তারাও। তবে লিভারপুল রক্ষণের বাধা পেরোতে পারছিল না তারাও। প্রথমার্ধের শেষ দিকে স্রোতের বিপরীতে লিভারপুল ডিফেন্সের ভুলে বল পেয়ে গোল করে বসেন করিম বেনজেমা। তবে লম্বা সময় ধরে যাচাই-বাছাইয়ের ভিএআরে অফসাইডে গোল বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি।
বিরতির পরও আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে শুরুতে লিভারপুলের দাপটই ছিল বেশি। তবে পালটা আক্রমণ থেকে দারুণ এক গোলে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। এগিয়ে গিয়ে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। তবে একটু পর ডি-বক্সের বাইরে থেকে সালাহর শট দারুণভাবে ঠেকিয়ে দেন কোর্তোয়া।
ম্যাচের শেষ দিকে অল আউটে আক্রমণে যায় লিভারপুল। গোলের শোধের একের পর চেষ্টা করেও কোর্তোয়ার দেয়াল ভাঙতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত ১ গোলের লিড নিয়ে ১৪তম শিরোপা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। ২০১৭-১৮ মৌসুমেও এই লিভারপুলকে হারিয়েই সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল৷
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে রিয়াল জিতলেও রিয়ালের জয়ের আসল নায়ক গোলরক্ষক থিবো কোর্তোয়া। এদিন লিভারপুলের অন্তত ৯ টি নিশ্চিত সুযোগ প্রতিহত করেছেন কোর্তোয়া। তাই আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে থেকেও গোল আদায় করতে পারেনি লিভারপুল।
প্যারিসে খেলা শুরু হওয়ার আগে থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামের বাইরের বিশৃঙ্খলার কারণে খেলা পিছিয়ে দেওয়া হয় ১৫ মিনিট। এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে আরও ১৫ মিনিট বাড়ানো হয়। এ সময় দর্শকদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলার খবরও সামনে আসে। পরে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় ৩৬ মিনিট পর।
ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে যায় লিভারপুল। শুরুতে লিভারপুলের দাপটই ছিল বেশি। তবে রিয়ালের জমাট রক্ষণে ফাটল ধরাতে পারছিল না। সালাহর প্রচেষ্টা একাধিকবার রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। একটু পর সাদিও মানের প্রচেষ্টা কোর্তোয়ার হাত ছুঁয়ে পোস্টে লেগে ফিরে আসে। এ সময় পুরোপুরি চাপে ছিলো রিয়াল। তবে ধীরে ধীরে প্রতি আক্রমণ থেকে সুযোগ তৈরির চেষ্টা করে তারাও। তবে লিভারপুল রক্ষণের বাধা পেরোতে পারছিল না তারাও। প্রথমার্ধের শেষ দিকে স্রোতের বিপরীতে লিভারপুল ডিফেন্সের ভুলে বল পেয়ে গোল করে বসেন করিম বেনজেমা। তবে লম্বা সময় ধরে যাচাই-বাছাইয়ের ভিএআরে অফসাইডে গোল বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি।
বিরতির পরও আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে শুরুতে লিভারপুলের দাপটই ছিল বেশি। তবে পালটা আক্রমণ থেকে দারুণ এক গোলে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। এগিয়ে গিয়ে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। তবে একটু পর ডি-বক্সের বাইরে থেকে সালাহর শট দারুণভাবে ঠেকিয়ে দেন কোর্তোয়া।
ম্যাচের শেষ দিকে অল আউটে আক্রমণে যায় লিভারপুল। গোলের শোধের একের পর চেষ্টা করেও কোর্তোয়ার দেয়াল ভাঙতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত ১ গোলের লিড নিয়ে ১৪তম শিরোপা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। ২০১৭-১৮ মৌসুমেও এই লিভারপুলকে হারিয়েই সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল৷
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:
ভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
১৩ মিনিট আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল শেষ হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রকৃতি যখন বাদ সাধে, তখন আর কী করার থাকে! আজ অল্প একটু সময়ের জন্য হলেও শেষ দিনে খেলতে নামতে হবে দুই দলকে। স্টুয়ার্ট ব্রড এটা যেন মানতেই পারছেন না।
২ ঘণ্টা আগে