নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামাল ভূঁইয়ার এখন যেন অখণ্ড অবসর। গত ডিসেম্বর থেকে লম্বা ছুটিতে বাংলাদেশ অধিনায়ক। ছুটিতে আর্জেন্টিনা থেকে ডেনমার্ক হয়ে আবার আর্জেন্টিনায় ক্লাব সোল দে মায়োতে ফিরলেও এই লম্বা ছুটি যেন এখন অসহনীয় হয়ে উঠেছে জামালের জন্য।
দেড় মৌসুমের চুক্তিতে গত বছরের আগস্টে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে নাম লিখিয়েছিলেন জামাল। দলটির অর্ধেক মৌসুম খেলেছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। সব মিলিয়ে খেলেছেন ৬ ম্যাচ। লিগে চার ম্যাচ খেলে করেছেন ২ গোল। মার্চের শেষে শুরু হবে নতুন মৌসুম। ডিসেম্বরে লিগ শেষ হওয়ার পর থেকে আর খেলাতেই নেই জামাল।
বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা এবার যেখানে বিশ্রাম নেওয়ার সুযোগই পাননি, জামাল সেখানে ফুটবল থেকে দূরে তিন মাস ধরে। দীর্ঘ একটা বিশ্রাম আরামদায়ক হলেও এর উল্টো ফলটাও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। এমনিতে জাতীয় দলে তাঁকে ৬০ মিনিটের বেশি খেলার সুযোগ দেন না কোচ হাভিয়ের কাবরেরা। তিন মাসের বেশি সময় ধরে খেলার মধ্যে না থাকায় জামালকে খেলায় তাগিদ দেওয়া হয়েছে জাতীয় দল থেকে।
আর জাতীয় দলের ফেরার তাগিদ থেকেই আবারও বিপিএল ফুটবলে ফিরতে পারেন বাংলাদেশ অধিনায়ক। এরই মধ্যে আবাহনীর সঙ্গে তার প্রাথমিক কথাবার্তাও এগিয়েছে। জামাল নিজ থেকেই আবাহনীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানালেন ক্লাবটির ম্যানেজার কাজী নজরুল ইসলাম, ’ জামাল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে চুক্তির বিষয়টি নিশ্চিত না। ক্লাব দেখছে বিষয়টি।’
সোল দে মায়োর সঙ্গে মাসিক ১৪ হাজার ডলারে আগামী অক্টোবর পর্যন্ত চুক্তি জামালের। প্রতি ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনে তাঁকে খেলানোর জন্য ৫-৬ লাখ টাকা বিমান ভাড়া গুনতে হয় বাফুফেকে। গুঞ্জন আছে, জামালের পেছনে এভাবে আর বিমান ভাড়া গুনতে রাজি নয় বাফুফে। সব মিলিয়েই আর্জেন্টিনার চুক্তি বাতিল করে আবারও বাংলাদেশেই ফিরতে পারেন জামাল।
জামাল ভূঁইয়ার এখন যেন অখণ্ড অবসর। গত ডিসেম্বর থেকে লম্বা ছুটিতে বাংলাদেশ অধিনায়ক। ছুটিতে আর্জেন্টিনা থেকে ডেনমার্ক হয়ে আবার আর্জেন্টিনায় ক্লাব সোল দে মায়োতে ফিরলেও এই লম্বা ছুটি যেন এখন অসহনীয় হয়ে উঠেছে জামালের জন্য।
দেড় মৌসুমের চুক্তিতে গত বছরের আগস্টে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে নাম লিখিয়েছিলেন জামাল। দলটির অর্ধেক মৌসুম খেলেছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। সব মিলিয়ে খেলেছেন ৬ ম্যাচ। লিগে চার ম্যাচ খেলে করেছেন ২ গোল। মার্চের শেষে শুরু হবে নতুন মৌসুম। ডিসেম্বরে লিগ শেষ হওয়ার পর থেকে আর খেলাতেই নেই জামাল।
বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা এবার যেখানে বিশ্রাম নেওয়ার সুযোগই পাননি, জামাল সেখানে ফুটবল থেকে দূরে তিন মাস ধরে। দীর্ঘ একটা বিশ্রাম আরামদায়ক হলেও এর উল্টো ফলটাও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। এমনিতে জাতীয় দলে তাঁকে ৬০ মিনিটের বেশি খেলার সুযোগ দেন না কোচ হাভিয়ের কাবরেরা। তিন মাসের বেশি সময় ধরে খেলার মধ্যে না থাকায় জামালকে খেলায় তাগিদ দেওয়া হয়েছে জাতীয় দল থেকে।
আর জাতীয় দলের ফেরার তাগিদ থেকেই আবারও বিপিএল ফুটবলে ফিরতে পারেন বাংলাদেশ অধিনায়ক। এরই মধ্যে আবাহনীর সঙ্গে তার প্রাথমিক কথাবার্তাও এগিয়েছে। জামাল নিজ থেকেই আবাহনীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানালেন ক্লাবটির ম্যানেজার কাজী নজরুল ইসলাম, ’ জামাল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে চুক্তির বিষয়টি নিশ্চিত না। ক্লাব দেখছে বিষয়টি।’
সোল দে মায়োর সঙ্গে মাসিক ১৪ হাজার ডলারে আগামী অক্টোবর পর্যন্ত চুক্তি জামালের। প্রতি ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনে তাঁকে খেলানোর জন্য ৫-৬ লাখ টাকা বিমান ভাড়া গুনতে হয় বাফুফেকে। গুঞ্জন আছে, জামালের পেছনে এভাবে আর বিমান ভাড়া গুনতে রাজি নয় বাফুফে। সব মিলিয়েই আর্জেন্টিনার চুক্তি বাতিল করে আবারও বাংলাদেশেই ফিরতে পারেন জামাল।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে