নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামাল ভূঁইয়ার এখন যেন অখণ্ড অবসর। গত ডিসেম্বর থেকে লম্বা ছুটিতে বাংলাদেশ অধিনায়ক। ছুটিতে আর্জেন্টিনা থেকে ডেনমার্ক হয়ে আবার আর্জেন্টিনায় ক্লাব সোল দে মায়োতে ফিরলেও এই লম্বা ছুটি যেন এখন অসহনীয় হয়ে উঠেছে জামালের জন্য।
দেড় মৌসুমের চুক্তিতে গত বছরের আগস্টে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে নাম লিখিয়েছিলেন জামাল। দলটির অর্ধেক মৌসুম খেলেছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। সব মিলিয়ে খেলেছেন ৬ ম্যাচ। লিগে চার ম্যাচ খেলে করেছেন ২ গোল। মার্চের শেষে শুরু হবে নতুন মৌসুম। ডিসেম্বরে লিগ শেষ হওয়ার পর থেকে আর খেলাতেই নেই জামাল।
বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা এবার যেখানে বিশ্রাম নেওয়ার সুযোগই পাননি, জামাল সেখানে ফুটবল থেকে দূরে তিন মাস ধরে। দীর্ঘ একটা বিশ্রাম আরামদায়ক হলেও এর উল্টো ফলটাও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। এমনিতে জাতীয় দলে তাঁকে ৬০ মিনিটের বেশি খেলার সুযোগ দেন না কোচ হাভিয়ের কাবরেরা। তিন মাসের বেশি সময় ধরে খেলার মধ্যে না থাকায় জামালকে খেলায় তাগিদ দেওয়া হয়েছে জাতীয় দল থেকে।
আর জাতীয় দলের ফেরার তাগিদ থেকেই আবারও বিপিএল ফুটবলে ফিরতে পারেন বাংলাদেশ অধিনায়ক। এরই মধ্যে আবাহনীর সঙ্গে তার প্রাথমিক কথাবার্তাও এগিয়েছে। জামাল নিজ থেকেই আবাহনীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানালেন ক্লাবটির ম্যানেজার কাজী নজরুল ইসলাম, ’ জামাল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে চুক্তির বিষয়টি নিশ্চিত না। ক্লাব দেখছে বিষয়টি।’
সোল দে মায়োর সঙ্গে মাসিক ১৪ হাজার ডলারে আগামী অক্টোবর পর্যন্ত চুক্তি জামালের। প্রতি ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনে তাঁকে খেলানোর জন্য ৫-৬ লাখ টাকা বিমান ভাড়া গুনতে হয় বাফুফেকে। গুঞ্জন আছে, জামালের পেছনে এভাবে আর বিমান ভাড়া গুনতে রাজি নয় বাফুফে। সব মিলিয়েই আর্জেন্টিনার চুক্তি বাতিল করে আবারও বাংলাদেশেই ফিরতে পারেন জামাল।
জামাল ভূঁইয়ার এখন যেন অখণ্ড অবসর। গত ডিসেম্বর থেকে লম্বা ছুটিতে বাংলাদেশ অধিনায়ক। ছুটিতে আর্জেন্টিনা থেকে ডেনমার্ক হয়ে আবার আর্জেন্টিনায় ক্লাব সোল দে মায়োতে ফিরলেও এই লম্বা ছুটি যেন এখন অসহনীয় হয়ে উঠেছে জামালের জন্য।
দেড় মৌসুমের চুক্তিতে গত বছরের আগস্টে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে নাম লিখিয়েছিলেন জামাল। দলটির অর্ধেক মৌসুম খেলেছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। সব মিলিয়ে খেলেছেন ৬ ম্যাচ। লিগে চার ম্যাচ খেলে করেছেন ২ গোল। মার্চের শেষে শুরু হবে নতুন মৌসুম। ডিসেম্বরে লিগ শেষ হওয়ার পর থেকে আর খেলাতেই নেই জামাল।
বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা এবার যেখানে বিশ্রাম নেওয়ার সুযোগই পাননি, জামাল সেখানে ফুটবল থেকে দূরে তিন মাস ধরে। দীর্ঘ একটা বিশ্রাম আরামদায়ক হলেও এর উল্টো ফলটাও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। এমনিতে জাতীয় দলে তাঁকে ৬০ মিনিটের বেশি খেলার সুযোগ দেন না কোচ হাভিয়ের কাবরেরা। তিন মাসের বেশি সময় ধরে খেলার মধ্যে না থাকায় জামালকে খেলায় তাগিদ দেওয়া হয়েছে জাতীয় দল থেকে।
আর জাতীয় দলের ফেরার তাগিদ থেকেই আবারও বিপিএল ফুটবলে ফিরতে পারেন বাংলাদেশ অধিনায়ক। এরই মধ্যে আবাহনীর সঙ্গে তার প্রাথমিক কথাবার্তাও এগিয়েছে। জামাল নিজ থেকেই আবাহনীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানালেন ক্লাবটির ম্যানেজার কাজী নজরুল ইসলাম, ’ জামাল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে চুক্তির বিষয়টি নিশ্চিত না। ক্লাব দেখছে বিষয়টি।’
সোল দে মায়োর সঙ্গে মাসিক ১৪ হাজার ডলারে আগামী অক্টোবর পর্যন্ত চুক্তি জামালের। প্রতি ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনে তাঁকে খেলানোর জন্য ৫-৬ লাখ টাকা বিমান ভাড়া গুনতে হয় বাফুফেকে। গুঞ্জন আছে, জামালের পেছনে এভাবে আর বিমান ভাড়া গুনতে রাজি নয় বাফুফে। সব মিলিয়েই আর্জেন্টিনার চুক্তি বাতিল করে আবারও বাংলাদেশেই ফিরতে পারেন জামাল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বড় করে লেখা আউট। সংযুক্ত আরব আমিরাতের স্কোরকার্ডের পাশে লেখা ৯ উইকেট। কিন্তু পরক্ষণেই সবকিছু উল্টে গেল। কারণ, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আকাশ চোপড়ার মতে প্রতিপক্ষ পাকিস্তান হলে ভারত এমনটা করতই না।
২১ মিনিট আগেগায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রানের জন্য বেশ সংগ্রাম করছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ১০০ রানের লক্ষ্য তাড়া করে অ্যান্টিগা জিতলেও তাদের খেলা শেষ করতে লেগেছে ২০ ওভার। তাতেই প্লে অফে উঠে গেছে সাকিব আল হাসানের অ্যান্টিগা।
১ ঘণ্টা আগেটানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
১০ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
১২ ঘণ্টা আগে