ক্রীড়া ডেস্ক
আগেই ফাঁস হয়েছিল, ফিফা বর্ষসেরার পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ পেতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ফাঁস হওয়া সে খবরটাই সত্যি হয়েছে। ২০২৪ সালের ফিফা বর্ষসেরা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। কাতারের দোহায় গতকাল রাতে আলোঝলমল মঞ্চে ফিফার নারী বর্ষসেরা হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি, যিনি গতবারও জিতেছিলেন এ পুরস্কার। বর্ষসেরা কোচ হয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি।
২০২৩-এর ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নির্বাচন করা হয় ফিফা বর্ষসেরা। যাতে অংশ নেন জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিক এবং ফুটবল ভক্তরা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভিনি। তাঁর এ সাফল্যের স্বীকৃতিই বলা যায় ফিফা দ্য বেস্টের খেতাব জেতাটাকে। ২০০৭ সালে কাকার পর তিনিই ফিফা বর্ষসেরা হওয়া প্রথম ব্রাজিলিয়ান।
একনজরে ২০২৪ ফিফা বর্ষসেরা
খেলোয়াড়: ভিনিসিয়ুস জুনিয়র।
নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি।
কোচ: কার্লো আনচেলত্তি।
নারী কোচ: এমা হেইস।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।
নারী গোলরক্ষক: অ্যালিসা নায়েহার।
পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল) : আলেহান্দ্রো গারনাচো।
মার্তা অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, নারী) : মার্তা।
ফেয়ার প্লে: থিয়াগো মাইয়া।
বর্ষসেরা দল: এমিলিয়ানো মার্তিনেজ, দানি কারভাহাল, রুবেন দিয়াস, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।
আগেই ফাঁস হয়েছিল, ফিফা বর্ষসেরার পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ পেতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ফাঁস হওয়া সে খবরটাই সত্যি হয়েছে। ২০২৪ সালের ফিফা বর্ষসেরা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। কাতারের দোহায় গতকাল রাতে আলোঝলমল মঞ্চে ফিফার নারী বর্ষসেরা হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি, যিনি গতবারও জিতেছিলেন এ পুরস্কার। বর্ষসেরা কোচ হয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি।
২০২৩-এর ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নির্বাচন করা হয় ফিফা বর্ষসেরা। যাতে অংশ নেন জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিক এবং ফুটবল ভক্তরা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভিনি। তাঁর এ সাফল্যের স্বীকৃতিই বলা যায় ফিফা দ্য বেস্টের খেতাব জেতাটাকে। ২০০৭ সালে কাকার পর তিনিই ফিফা বর্ষসেরা হওয়া প্রথম ব্রাজিলিয়ান।
একনজরে ২০২৪ ফিফা বর্ষসেরা
খেলোয়াড়: ভিনিসিয়ুস জুনিয়র।
নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি।
কোচ: কার্লো আনচেলত্তি।
নারী কোচ: এমা হেইস।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।
নারী গোলরক্ষক: অ্যালিসা নায়েহার।
পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল) : আলেহান্দ্রো গারনাচো।
মার্তা অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, নারী) : মার্তা।
ফেয়ার প্লে: থিয়াগো মাইয়া।
বর্ষসেরা দল: এমিলিয়ানো মার্তিনেজ, দানি কারভাহাল, রুবেন দিয়াস, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।
বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের খেলা নিয়ে আলোচনা এখন বেশি চলছে। হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলেছেন। কানাডাপ্রবাসী সমিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে শোনা গেছে।
২৬ মিনিট আগেহারার আগে হারে না রিয়াল মাদ্রিদ। রেফারির শেষ বাঁশি না বাজা পর্যন্ত বলার উপায় নেই যে তারা জিতবে নাকি হারবে। তবে এবার তাদের পাড়ি দিতে হবে অনেক কঠিন পথ। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হারে রিয়াল। সেমিফাইনালে উঠতে হলে কমপক্ষে ৪-০ গোলে জিততে হবে।
১ ঘণ্টা আগেমুল্লানপুরের যাদবিন্দ্র ক্রিকেট স্টেডিয়ামে তখন পাঞ্জাব কিংসের বাঁধভাঙা উদযাপন। ক্রিকেটার, সত্ত্বাধিকারী প্রীতি জিনতা, দর্শক—সবাইকে দেখে মনে হচ্ছিল যেন তাঁরা যুদ্ধ জয় করেছেন। মার্কো ইয়ানসেনকে ঘিরে যখন সবাই উদযাপনে ব্যস্ত, তখন আন্দ্রে রাসেলকে ঘিরে ধরে হতাশা।
২ ঘণ্টা আগেআর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ৩-০ গোলে হেরে অনেকটাই পিছিয়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে আজ অসম্ভবকে সম্ভব করতে নামবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হবে রিয়াল মাদ্রিদ-আর্সেনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের অপর ম্যাচে ইন্টার মিলান খেলবে বায়ার্ন
৩ ঘণ্টা আগে