অভিষেক ম্যাচে রেকর্ড গড়ার স্বপ্ন তো দেখেন সব খেলোয়াড়ই। অনেকে গড়েও ফেলেন রেকর্ড। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গতকাল মার্ক গুই ছিলেন সেই সৌভাগ্যবানদের একজন, যেখানে রেকর্ড গড়ার পর বার্সার তরুণ ফুটবলারের কাছেই তা অবিশ্বাস্য মনে হয়েছে।
লা লিগায় ন্যু ক্যাম্পে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও, যেখানে চোটে পড়ায় রবার্ট লেভানডফস্কি, পেদ্রির মতো তারকাদের পায়নি বার্সেলোনা। তবু ঘরের মাঠে দাপট দেখিয়ে খেলেছে বার্সা। কাতালানরা বল দখলে রেখেছিল ৬৩ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৭টি। অন্যদিকে ৩৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বিলবাওয়ের শট নিয়েছিল ৩টি। তবু যেন গোলমুখ খুলতে পারছিল না বার্সা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
প্রথমার্ধের পরও ম্যাচ অনেকক্ষণ গোলশূন্য ড্র ছিল। ৭৯ মিনিটে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বদলি হিসেবে নামিয়েছেন গুইকে। নেমেই বাজিমাত করেন তিনি। ৮০ মিনিটে হোয়াও ফেলিক্সের পাস থেকে প্রথমে বল রিসিভ করেন গুই, এরপর বিলবাও গোলরক্ষক উনাই সিমনকে বোকা বানিয়ে ফার্স্ট টাচে গোল করেন গুই। ১৭ বছর ২৯১ দিন বয়সে গোল করে এই শতাব্দীতে বার্সার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেকেই গোল করেন গুই।
শেষ পর্যন্ত বার্সা ম্যাচ জিতেছে ১-০ গোলে। ম্যাচ শেষে বার্সার তরুণ ফুটবলার বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। শ্বাসই নিতে পারছি না। মুহূর্তটা উপভোগ করছি। এই সুযোগটা পেতেই সারা জীবন পরিশ্রম করে গেছি। অবশেষে এটা কাজে দিয়েছে।’
অন্যদের মতো গুই উঠে এসেছেন বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে। বার্সার তরুণ ফুটবলারের প্রশংসায় কোচ জাভি বলেন, ‘আমি মার্ক গুইকে পছন্দ করি। সব সময় বলে আসছি যে লা মাসিয়া খেলোয়াড়দের নিয়ে কোনো সমস্যা হবে না। তাদের ওপর সব সময় বিশ্বাস রাখতে হবে। যখনই দেখবেন সেই ছেলে প্রস্তুত, তাকে মাঠে নামিয়ে দেবেন।’
এবারের লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনা ১০ ম্যাচ খেলে জিতেছে ৭টি এবং ৩ ম্যাচ ড্র করেছে। ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে রয়েছে বার্সা। এল ক্লাসিকোতে ২৮ অক্টোবর ন্যু ক্যাম্পে খেলবে বার্সা-রিয়াল মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন রিয়াল। এল ক্লাসিকোর আগে ন্যু ক্যাম্পেই শাখতার দোনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে বার্সা।
অভিষেক ম্যাচে রেকর্ড গড়ার স্বপ্ন তো দেখেন সব খেলোয়াড়ই। অনেকে গড়েও ফেলেন রেকর্ড। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গতকাল মার্ক গুই ছিলেন সেই সৌভাগ্যবানদের একজন, যেখানে রেকর্ড গড়ার পর বার্সার তরুণ ফুটবলারের কাছেই তা অবিশ্বাস্য মনে হয়েছে।
লা লিগায় ন্যু ক্যাম্পে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও, যেখানে চোটে পড়ায় রবার্ট লেভানডফস্কি, পেদ্রির মতো তারকাদের পায়নি বার্সেলোনা। তবু ঘরের মাঠে দাপট দেখিয়ে খেলেছে বার্সা। কাতালানরা বল দখলে রেখেছিল ৬৩ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৭টি। অন্যদিকে ৩৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বিলবাওয়ের শট নিয়েছিল ৩টি। তবু যেন গোলমুখ খুলতে পারছিল না বার্সা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
প্রথমার্ধের পরও ম্যাচ অনেকক্ষণ গোলশূন্য ড্র ছিল। ৭৯ মিনিটে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বদলি হিসেবে নামিয়েছেন গুইকে। নেমেই বাজিমাত করেন তিনি। ৮০ মিনিটে হোয়াও ফেলিক্সের পাস থেকে প্রথমে বল রিসিভ করেন গুই, এরপর বিলবাও গোলরক্ষক উনাই সিমনকে বোকা বানিয়ে ফার্স্ট টাচে গোল করেন গুই। ১৭ বছর ২৯১ দিন বয়সে গোল করে এই শতাব্দীতে বার্সার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেকেই গোল করেন গুই।
শেষ পর্যন্ত বার্সা ম্যাচ জিতেছে ১-০ গোলে। ম্যাচ শেষে বার্সার তরুণ ফুটবলার বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। শ্বাসই নিতে পারছি না। মুহূর্তটা উপভোগ করছি। এই সুযোগটা পেতেই সারা জীবন পরিশ্রম করে গেছি। অবশেষে এটা কাজে দিয়েছে।’
অন্যদের মতো গুই উঠে এসেছেন বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে। বার্সার তরুণ ফুটবলারের প্রশংসায় কোচ জাভি বলেন, ‘আমি মার্ক গুইকে পছন্দ করি। সব সময় বলে আসছি যে লা মাসিয়া খেলোয়াড়দের নিয়ে কোনো সমস্যা হবে না। তাদের ওপর সব সময় বিশ্বাস রাখতে হবে। যখনই দেখবেন সেই ছেলে প্রস্তুত, তাকে মাঠে নামিয়ে দেবেন।’
এবারের লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনা ১০ ম্যাচ খেলে জিতেছে ৭টি এবং ৩ ম্যাচ ড্র করেছে। ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে রয়েছে বার্সা। এল ক্লাসিকোতে ২৮ অক্টোবর ন্যু ক্যাম্পে খেলবে বার্সা-রিয়াল মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন রিয়াল। এল ক্লাসিকোর আগে ন্যু ক্যাম্পেই শাখতার দোনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে বার্সা।
প্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২৮ মিনিট আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩ ঘণ্টা আগে