Ajker Patrika

রেকর্ড গড়ার পর বিশ্বাসই হচ্ছে না বার্সার তরুণ খেলোয়াড়ের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৪: ২৩
Thumbnail image

অভিষেক ম্যাচে রেকর্ড গড়ার স্বপ্ন তো দেখেন সব খেলোয়াড়ই। অনেকে গড়েও ফেলেন রেকর্ড। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গতকাল মার্ক গুই ছিলেন সেই সৌভাগ্যবানদের একজন, যেখানে রেকর্ড গড়ার পর বার্সার তরুণ ফুটবলারের কাছেই তা অবিশ্বাস্য মনে হয়েছে। 

লা লিগায় ন্যু ক্যাম্পে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও, যেখানে চোটে পড়ায় রবার্ট লেভানডফস্কি, পেদ্রির মতো তারকাদের পায়নি বার্সেলোনা। তবু ঘরের মাঠে দাপট দেখিয়ে খেলেছে বার্সা। কাতালানরা বল দখলে রেখেছিল ৬৩ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৭টি। অন্যদিকে ৩৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বিলবাওয়ের শট নিয়েছিল ৩টি। তবু যেন গোলমুখ খুলতে পারছিল না বার্সা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। 

প্রথমার্ধের পরও ম্যাচ অনেকক্ষণ গোলশূন্য ড্র ছিল। ৭৯ মিনিটে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বদলি হিসেবে নামিয়েছেন গুইকে। নেমেই বাজিমাত করেন তিনি। ৮০ মিনিটে হোয়াও ফেলিক্সের পাস থেকে প্রথমে বল রিসিভ করেন গুই, এরপর বিলবাও গোলরক্ষক উনাই সিমনকে বোকা বানিয়ে ফার্স্ট টাচে গোল করেন গুই। ১৭ বছর ২৯১ দিন বয়সে গোল করে এই শতাব্দীতে বার্সার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেকেই গোল করেন গুই।

শেষ পর্যন্ত বার্সা ম্যাচ জিতেছে ১-০ গোলে। ম্যাচ শেষে বার্সার তরুণ ফুটবলার বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। শ্বাসই নিতে পারছি না। মুহূর্তটা উপভোগ করছি। এই সুযোগটা পেতেই সারা জীবন পরিশ্রম করে গেছি। অবশেষে এটা কাজে দিয়েছে।’ 

অন্যদের মতো গুই উঠে এসেছেন বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে। বার্সার তরুণ ফুটবলারের প্রশংসায় কোচ জাভি বলেন, ‘আমি মার্ক গুইকে পছন্দ করি। সব সময় বলে আসছি যে লা মাসিয়া খেলোয়াড়দের নিয়ে কোনো সমস্যা হবে না। তাদের ওপর সব সময় বিশ্বাস রাখতে হবে। যখনই দেখবেন সেই ছেলে প্রস্তুত, তাকে মাঠে নামিয়ে দেবেন।’ 

এবারের লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনা ১০ ম্যাচ খেলে জিতেছে ৭টি এবং ৩ ম্যাচ ড্র করেছে। ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে রয়েছে বার্সা। এল ক্লাসিকোতে ২৮ অক্টোবর ন্যু ক্যাম্পে খেলবে বার্সা-রিয়াল মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন রিয়াল। এল ক্লাসিকোর আগে ন্যু ক্যাম্পেই শাখতার দোনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে বার্সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত