Ajker Patrika

রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও কোয়ার্টার ফাইনালে উঠতে পারল না মিসর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও কোয়ার্টার ফাইনালে উঠতে পারল না মিসর

মূল ম্যাচ গড়িয়ে অতিরিক্ত সময়—১২০ মিনিটের লড়াইয়ের পরও গতকাল ফল আসেনি আফ্রিকা নেশনস কাপের শেষ ষোলোর মিসর ও ডিআর কঙ্গো ম্যাচের। এরপর পেনাল্টি শ্যুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইয়ে হার মানতে হয়েছে মিসরকে। 

সান পেদ্রো স্টেডিয়ামে প্রথমে এগিয়ে যায় কঙ্গো। ৩৭ মিনিটে গোল করেন কঙ্গোর স্ট্রাইকার মেশচাক এলিয়া। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান মিসরীয় স্ট্রাইকার মোস্তফা মোহামেদ। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় হওয়ার পর মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে কোনো দলই গোল করতে পারছিল না। এই ম্যাচে ৫৮ শতাংশ বল দখলে রেখে মিসর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করেছে ৩ টি। অন্যদিকে ৪২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর কঙ্গোর শট ১ টি। 

৯০ মিনিটের পর অতিরিক্ত সময় খেলা গড়ায়। এ সময় মিসর হয়ে যায় ১০ জনের দল। ৯৭ মিনিটে লাল কার্ড দেখেন মিসরের ডিফেন্ডার মোহামেদ হামদি শারাফ। তখনও ফল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সব রোমাঞ্চ যেন জমা ছিল টাইব্রেকারের জন্যই। প্রথমবারের শটে মিসর-ডিআর কঙ্গো দুটো দলই লক্ষ্যভেদ করে। মিসরের গোলটি করেন মোহামেদ আবদেলমোনেম। আর কঙ্গোর গোলটি করেন স্যামুয়েল মুতুসামি। তবে দ্বিতীয়বার কোনো দলই গোল করতে পারেনি। এভাবে এক সময় টাইব্রেকারে ম্যাচের ফল হয়ে যায় ৭-৭। সেসময় দুই দলের গোলরক্ষক শট নেন টাইব্রেকারে। মিসরের গোলরক্ষক মোহামেদ আবু গাবাল ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি ঠিকঠাক লক্ষ্যভেদ করেছেন। টাইব্রেকারে ৮-৭ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় কঙ্গো। 

অন্যদিকে এমবিপে অলিম্পিক স্টেডিয়ামে শেষ ষোলোর আরেক ম্যাচে মুখোমুখি হয় ইকুয়েটরিয়াল গিনি ও গিনি। মোহামেদ বায়োর অতিরিক্ত সময়ের গোলে ১-০ গোলে জেতে গিনি। কোয়ার্টার ফাইনালে ২ ফেব্রুয়ারি ডিআর কঙ্গোর মুখোমুখি হবে গিনি। একই দিন অপর কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ার প্রতিপক্ষ অ্যাঙ্গোলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত