মূল ম্যাচ গড়িয়ে অতিরিক্ত সময়—১২০ মিনিটের লড়াইয়ের পরও গতকাল ফল আসেনি আফ্রিকা নেশনস কাপের শেষ ষোলোর মিসর ও ডিআর কঙ্গো ম্যাচের। এরপর পেনাল্টি শ্যুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইয়ে হার মানতে হয়েছে মিসরকে।
সান পেদ্রো স্টেডিয়ামে প্রথমে এগিয়ে যায় কঙ্গো। ৩৭ মিনিটে গোল করেন কঙ্গোর স্ট্রাইকার মেশচাক এলিয়া। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান মিসরীয় স্ট্রাইকার মোস্তফা মোহামেদ। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় হওয়ার পর মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে কোনো দলই গোল করতে পারছিল না। এই ম্যাচে ৫৮ শতাংশ বল দখলে রেখে মিসর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করেছে ৩ টি। অন্যদিকে ৪২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর কঙ্গোর শট ১ টি।
৯০ মিনিটের পর অতিরিক্ত সময় খেলা গড়ায়। এ সময় মিসর হয়ে যায় ১০ জনের দল। ৯৭ মিনিটে লাল কার্ড দেখেন মিসরের ডিফেন্ডার মোহামেদ হামদি শারাফ। তখনও ফল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সব রোমাঞ্চ যেন জমা ছিল টাইব্রেকারের জন্যই। প্রথমবারের শটে মিসর-ডিআর কঙ্গো দুটো দলই লক্ষ্যভেদ করে। মিসরের গোলটি করেন মোহামেদ আবদেলমোনেম। আর কঙ্গোর গোলটি করেন স্যামুয়েল মুতুসামি। তবে দ্বিতীয়বার কোনো দলই গোল করতে পারেনি। এভাবে এক সময় টাইব্রেকারে ম্যাচের ফল হয়ে যায় ৭-৭। সেসময় দুই দলের গোলরক্ষক শট নেন টাইব্রেকারে। মিসরের গোলরক্ষক মোহামেদ আবু গাবাল ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি ঠিকঠাক লক্ষ্যভেদ করেছেন। টাইব্রেকারে ৮-৭ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় কঙ্গো।
অন্যদিকে এমবিপে অলিম্পিক স্টেডিয়ামে শেষ ষোলোর আরেক ম্যাচে মুখোমুখি হয় ইকুয়েটরিয়াল গিনি ও গিনি। মোহামেদ বায়োর অতিরিক্ত সময়ের গোলে ১-০ গোলে জেতে গিনি। কোয়ার্টার ফাইনালে ২ ফেব্রুয়ারি ডিআর কঙ্গোর মুখোমুখি হবে গিনি। একই দিন অপর কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ার প্রতিপক্ষ অ্যাঙ্গোলা।
মূল ম্যাচ গড়িয়ে অতিরিক্ত সময়—১২০ মিনিটের লড়াইয়ের পরও গতকাল ফল আসেনি আফ্রিকা নেশনস কাপের শেষ ষোলোর মিসর ও ডিআর কঙ্গো ম্যাচের। এরপর পেনাল্টি শ্যুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইয়ে হার মানতে হয়েছে মিসরকে।
সান পেদ্রো স্টেডিয়ামে প্রথমে এগিয়ে যায় কঙ্গো। ৩৭ মিনিটে গোল করেন কঙ্গোর স্ট্রাইকার মেশচাক এলিয়া। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান মিসরীয় স্ট্রাইকার মোস্তফা মোহামেদ। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় হওয়ার পর মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে কোনো দলই গোল করতে পারছিল না। এই ম্যাচে ৫৮ শতাংশ বল দখলে রেখে মিসর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করেছে ৩ টি। অন্যদিকে ৪২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর কঙ্গোর শট ১ টি।
৯০ মিনিটের পর অতিরিক্ত সময় খেলা গড়ায়। এ সময় মিসর হয়ে যায় ১০ জনের দল। ৯৭ মিনিটে লাল কার্ড দেখেন মিসরের ডিফেন্ডার মোহামেদ হামদি শারাফ। তখনও ফল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সব রোমাঞ্চ যেন জমা ছিল টাইব্রেকারের জন্যই। প্রথমবারের শটে মিসর-ডিআর কঙ্গো দুটো দলই লক্ষ্যভেদ করে। মিসরের গোলটি করেন মোহামেদ আবদেলমোনেম। আর কঙ্গোর গোলটি করেন স্যামুয়েল মুতুসামি। তবে দ্বিতীয়বার কোনো দলই গোল করতে পারেনি। এভাবে এক সময় টাইব্রেকারে ম্যাচের ফল হয়ে যায় ৭-৭। সেসময় দুই দলের গোলরক্ষক শট নেন টাইব্রেকারে। মিসরের গোলরক্ষক মোহামেদ আবু গাবাল ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি ঠিকঠাক লক্ষ্যভেদ করেছেন। টাইব্রেকারে ৮-৭ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় কঙ্গো।
অন্যদিকে এমবিপে অলিম্পিক স্টেডিয়ামে শেষ ষোলোর আরেক ম্যাচে মুখোমুখি হয় ইকুয়েটরিয়াল গিনি ও গিনি। মোহামেদ বায়োর অতিরিক্ত সময়ের গোলে ১-০ গোলে জেতে গিনি। কোয়ার্টার ফাইনালে ২ ফেব্রুয়ারি ডিআর কঙ্গোর মুখোমুখি হবে গিনি। একই দিন অপর কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ার প্রতিপক্ষ অ্যাঙ্গোলা।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
১ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৫ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৬ ঘণ্টা আগে