Ajker Patrika

রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার রাতে অনন্য কীর্তি গড়েছেন মেসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১১: ৫৪
রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার রাতে অনন্য কীর্তি গড়েছেন মেসি

অতিরিক্ত সময়ে যে সুযোগটি পেয়েছিলেন, তাতে শট নিলে হয়তো গোল করতে পারতেন লিওনের মেসি। কিন্তু তা না করে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে গোলটি করাতে চেয়েছিলেন তিনি। তবে সেটাও আর হয়নি। অবিশ্বাস্যভাবে সুযোগটি হাতছাড়া করেছেন ফরাসি তারকা।

এমন সুযোগে গোল করতে পারবেন না, তা হয়তো ঘুণাক্ষরে ভাবেননি এমবাপ্পে। সে যাই হোক, নিজে হতাশ হলেও তাতে দলের জয় আটকে যায়নি। এর আগেই মেসি ও রামোসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। আর ম্যাচ শেষেও সেই স্কোরেই জয় নিশ্চিত হয় পিএসজির।

দলের জয়ের প্রথম গোল করেই একটি রেকর্ড গড়েছেন মেসি। ইউরোপীয় ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ৭০২ গোল নিয়ে এখন শীর্ষে তিনি। রেকর্ডটি গড়তে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন তিনি। ম্যাচ শুরুর আগে চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে ৭০১ গোলে যৌথভাবে শীর্ষে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। রেকর্ড গোল করতে পর্তুগিজ সুপারস্টারের চেয়ে ১০৫ ম্যাচও কম খেলেছেন খুদে জাদুকর। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর ৯৪৯ ম্যাচের বিপরীতে ৮৪১ ম্যাচ খেলেছেন পিএসজি তারকা।

এই সংখ্যা নিশ্চিতভাবেই আরও বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা, ইউরোপ ছেড়ে সৌদি আরবে ক্লাব আল নাসরে যোগ দেওয়ায় প্রতিদ্বন্দ্বী মেসিকে ধরার এখন সুযোগ পাচ্ছেন না রোনালদো। অন্যদিকে এই মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হলেও ইউরোপের কোনো এক দলেই যোগ দেবেন বলে শোনা যাচ্ছে সাবেক বার্সেলোনা তারকা।

রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার রাতে আরও বড় কীর্তি গড়েছেন মেসি। ইউরোপীয় ক্লাব ফুটবলে সরাসরি ১০০০ গোলে অবদান রেখেছেন ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। গতকাল নিসের বিপক্ষে দলের প্রথম গোলের পর সার্জিও রামোসকে দিয়ে দ্বিতীয় গোলটি করিয়েছেন। সতীর্থকে দিয়ে গোলটি করেই অনন্য এই রেকর্ড গড়েছেন তিনি। ৭০২ গোলের বিপরীতে ২৯৮টি অ্যাসিস্ট করেছেন মেসি। 

প্রতিপক্ষের মাঠে এই জয়ে অবশেষে লিগে জয়ে ফিরেছে পিএসজি। টানা দুই ম্যাচ ঘরের মাঠে হারার পর জয় পেয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছে দল। ৩০ ম্যাচ শেষে ৬৯ পয়েন্টে শীর্ষে আছে তারা। আর ৬ পয়েন্টের ব্যবধানে সমান ম্যাচে ৬৩ পয়েন্টে দুইয়ে রয়েছে লাঁস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত