বিগত কয়েক বছর ধরেই চেলসি দলের সাফল্য বা সম্মানের বদলে তাদের '৯' নম্বর জার্সিটি একরকম ব্যর্থতার প্রতীক হয়ে আছে। সাধারণত ৯ নম্বর জার্সি দলের স্ট্রাইকারকে দেওয়া হয়। কিন্তু কয়েক বছর ধরে চেলসির এই জার্সি নম্বর তাদের জন্য অভিশাপ হিসেবেই ধরা হয়।
এরই ধারাবাহিকতায় চেলসির খেলোয়াড়েরা কেউই আর ৯ নম্বর জার্সিটি পরে খেলতে চান না। এমনকি স্পর্শ করা থেকেও নাকি তাঁরা বিরত থাকেন। বিস্ময়কর এই তথ্য জানিয়েছেন কোচ টমাস টুখেল।
চেলসির খেলোয়াড়েরা কেন ৯ নম্বর জার্সিটি নিতে চাননি, সে প্রসঙ্গে টুখেল বলেন, ‘মানুষ আমাকে বলে এটি অভিশপ্ত! এমন নয় যে আমরা কৌশলগত কারণে বা কিছু খেলোয়াড়ের জন্য এটি উন্মুক্ত রেখেছি। ৯ নম্বর জার্সির জন্য খুব বেশি চাহিদা ছিল না। খেলোয়াড়রা মাঝে মাঝে সংখ্যা পরিবর্তন করতে চায়। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ এটি স্পর্শ করতে চায় না।’
টুখেল জানিয়েছেন, তিনি কুসংস্কারে বিশ্বাসী, তাই তিনিও আসলে নিশ্চিত নন এর শেষ কোথায়। তিনি বলেন, ‘৯ নম্বর জার্সির অভিশাপের শেষ কবে হবে, তার প্রতিশ্রুতি দিতে পারছি না। আমি নিজেও কুসংস্কারাচ্ছন্ন। বুঝতে পারি কেন খেলোয়াড়েরা এটাকে স্পর্শ করে না।’
রোমেলু লুকাকু ইন্টার মিলানে ফিরে যাওয়ার পর চেলসির ৯ নম্বর জার্সিধারী ফুটবলার নেই। স্ট্যামফোর্ড ব্রিজে লুকাকুকে ঘিরে প্রত্যাশার পারদ ওপরে উঠলেও সেটি তিনি পূরণ করতে পারেননি।
অতীত ইতিহাস বলছে, চেলসিতে খেলতে এসে যাঁরাই ৯ নম্বর জার্সি পরে খেলেছেন, তাঁরা বিভিন্ন কারণে পরে ফর্ম হারিয়েছেন । কেউ কেউ চোটে পড়েও ছিটকে গেছেন। এই অভিশাপের সূচনা হয়েছিল জিমি ফ্লয়েড হ্যাসেলব্যাংককে দিয়ে। তাঁর আগে অনেকে ব্যর্থ হলেও মূলত ধারাবাহিক ব্যর্থতার শুরু এখানেই। অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগা থেকে অবনমিত হলে ২০০০ সালে ক্লাব রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফির বিনিময়ে চেলসিতে নাম লিখিয়েছিলেন ফ্লয়েড।
বিগত কয়েক বছর ধরেই চেলসি দলের সাফল্য বা সম্মানের বদলে তাদের '৯' নম্বর জার্সিটি একরকম ব্যর্থতার প্রতীক হয়ে আছে। সাধারণত ৯ নম্বর জার্সি দলের স্ট্রাইকারকে দেওয়া হয়। কিন্তু কয়েক বছর ধরে চেলসির এই জার্সি নম্বর তাদের জন্য অভিশাপ হিসেবেই ধরা হয়।
এরই ধারাবাহিকতায় চেলসির খেলোয়াড়েরা কেউই আর ৯ নম্বর জার্সিটি পরে খেলতে চান না। এমনকি স্পর্শ করা থেকেও নাকি তাঁরা বিরত থাকেন। বিস্ময়কর এই তথ্য জানিয়েছেন কোচ টমাস টুখেল।
চেলসির খেলোয়াড়েরা কেন ৯ নম্বর জার্সিটি নিতে চাননি, সে প্রসঙ্গে টুখেল বলেন, ‘মানুষ আমাকে বলে এটি অভিশপ্ত! এমন নয় যে আমরা কৌশলগত কারণে বা কিছু খেলোয়াড়ের জন্য এটি উন্মুক্ত রেখেছি। ৯ নম্বর জার্সির জন্য খুব বেশি চাহিদা ছিল না। খেলোয়াড়রা মাঝে মাঝে সংখ্যা পরিবর্তন করতে চায়। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ এটি স্পর্শ করতে চায় না।’
টুখেল জানিয়েছেন, তিনি কুসংস্কারে বিশ্বাসী, তাই তিনিও আসলে নিশ্চিত নন এর শেষ কোথায়। তিনি বলেন, ‘৯ নম্বর জার্সির অভিশাপের শেষ কবে হবে, তার প্রতিশ্রুতি দিতে পারছি না। আমি নিজেও কুসংস্কারাচ্ছন্ন। বুঝতে পারি কেন খেলোয়াড়েরা এটাকে স্পর্শ করে না।’
রোমেলু লুকাকু ইন্টার মিলানে ফিরে যাওয়ার পর চেলসির ৯ নম্বর জার্সিধারী ফুটবলার নেই। স্ট্যামফোর্ড ব্রিজে লুকাকুকে ঘিরে প্রত্যাশার পারদ ওপরে উঠলেও সেটি তিনি পূরণ করতে পারেননি।
অতীত ইতিহাস বলছে, চেলসিতে খেলতে এসে যাঁরাই ৯ নম্বর জার্সি পরে খেলেছেন, তাঁরা বিভিন্ন কারণে পরে ফর্ম হারিয়েছেন । কেউ কেউ চোটে পড়েও ছিটকে গেছেন। এই অভিশাপের সূচনা হয়েছিল জিমি ফ্লয়েড হ্যাসেলব্যাংককে দিয়ে। তাঁর আগে অনেকে ব্যর্থ হলেও মূলত ধারাবাহিক ব্যর্থতার শুরু এখানেই। অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগা থেকে অবনমিত হলে ২০০০ সালে ক্লাব রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফির বিনিময়ে চেলসিতে নাম লিখিয়েছিলেন ফ্লয়েড।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৮ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৮ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১১ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
১২ ঘণ্টা আগে