ছবিটা গত রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। যে ছবি শুধুই ছবি নয়। যে ছবি শুধুই ফুটবলের নয়। ছবিটা ফুটবল ছাপিয়ে জীবনেরও গল্প। ছবিটা হৃদয়স্পর্শী।
ততক্ষণে খেলা শেষ। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকে হেরে স্বপ্নের সলিলসমাধি ব্রাজিলের। নেইমার কাঁদছেন। অঝোরে কাঁদছেন। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন ব্রাজিলের অভিজ্ঞ সেনানী দানি আলভেজ। কান্নায় ভেঙে পড়া নেইমারকে এ সময়ে সান্ত্বনা দিতে এল ইভান পেরিসিচের পুত্র লিও। শুরুতে তাকে আটকাতে চাইছিল দুই নিরাপত্তাকর্মী। নিজেকে সামলে নেইমার ডাকল লিওকে। জড়িয়ে ধরে তাঁর খুদে ভক্তের কপালে চুমু এঁকে দিলেন। আদর করলেন। লিওও ব্রাজিলিয়ান তারকাকে জড়িয়ে সান্ত্বনা দিল।
এই দৃশ্য দেখে কে বলবে খানিক আগেই লিওর বাবা আর তাঁর সতীর্থরাই কেড়ে নিয়েছে নেইমারদের স্বপ্ন। মাঠের খেলায় অনেক নিষ্ঠুর কিংবা ভালো লাগার দৃশ্যের অবতারণা হয়। কিন্তু খেলা শেষে ভালোবাসাটাই টিকে থাকে। নেইমার যতই বাবার প্রতিপক্ষ দলের বড় তারকা হন, লিও তাঁকে যে অনেক ভালোবাসে, এই দৃশ্যেই পরিষ্কার। তাই তো খেলা শেষে ক্রোয়েশিয়ার জয়ের আনন্দ শেষে ছুটে আসে প্রিয় নেইমারকে একটু ছুঁয়ে দেখতে। ভালোবাসা জানাতে।
গতকাল কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ে দলকে এগিয়ে দিয়েও দলকে জয় এনে দিতে পারেননি নেইমার। নিজের বিশ্বকাপ স্বপ্ন এভাবে শেষ হয়ে যাবে, তিনি নিজেও কি তা ভেবেছিলেন!
খেলায় জয়-পরাজয়, আনন্দ-হতাশা সবই থাকে। কিন্তু সব ছাপিয়ে খেলার অর্থ বোধ হয় এটাই। নেইমার-লিওর অপূর্ব এই ছবি। নেটিজেনরা তা মুহূর্তেই ছড়িয়ে দেবেন দিকে, দিকে, চারদিকে—তা আর অস্বাভাবিক কী!
ছবিটা গত রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। যে ছবি শুধুই ছবি নয়। যে ছবি শুধুই ফুটবলের নয়। ছবিটা ফুটবল ছাপিয়ে জীবনেরও গল্প। ছবিটা হৃদয়স্পর্শী।
ততক্ষণে খেলা শেষ। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকে হেরে স্বপ্নের সলিলসমাধি ব্রাজিলের। নেইমার কাঁদছেন। অঝোরে কাঁদছেন। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন ব্রাজিলের অভিজ্ঞ সেনানী দানি আলভেজ। কান্নায় ভেঙে পড়া নেইমারকে এ সময়ে সান্ত্বনা দিতে এল ইভান পেরিসিচের পুত্র লিও। শুরুতে তাকে আটকাতে চাইছিল দুই নিরাপত্তাকর্মী। নিজেকে সামলে নেইমার ডাকল লিওকে। জড়িয়ে ধরে তাঁর খুদে ভক্তের কপালে চুমু এঁকে দিলেন। আদর করলেন। লিওও ব্রাজিলিয়ান তারকাকে জড়িয়ে সান্ত্বনা দিল।
এই দৃশ্য দেখে কে বলবে খানিক আগেই লিওর বাবা আর তাঁর সতীর্থরাই কেড়ে নিয়েছে নেইমারদের স্বপ্ন। মাঠের খেলায় অনেক নিষ্ঠুর কিংবা ভালো লাগার দৃশ্যের অবতারণা হয়। কিন্তু খেলা শেষে ভালোবাসাটাই টিকে থাকে। নেইমার যতই বাবার প্রতিপক্ষ দলের বড় তারকা হন, লিও তাঁকে যে অনেক ভালোবাসে, এই দৃশ্যেই পরিষ্কার। তাই তো খেলা শেষে ক্রোয়েশিয়ার জয়ের আনন্দ শেষে ছুটে আসে প্রিয় নেইমারকে একটু ছুঁয়ে দেখতে। ভালোবাসা জানাতে।
গতকাল কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ে দলকে এগিয়ে দিয়েও দলকে জয় এনে দিতে পারেননি নেইমার। নিজের বিশ্বকাপ স্বপ্ন এভাবে শেষ হয়ে যাবে, তিনি নিজেও কি তা ভেবেছিলেন!
খেলায় জয়-পরাজয়, আনন্দ-হতাশা সবই থাকে। কিন্তু সব ছাপিয়ে খেলার অর্থ বোধ হয় এটাই। নেইমার-লিওর অপূর্ব এই ছবি। নেটিজেনরা তা মুহূর্তেই ছড়িয়ে দেবেন দিকে, দিকে, চারদিকে—তা আর অস্বাভাবিক কী!
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
২ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৩ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৫ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
৫ ঘণ্টা আগে