ছবিটা গত রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। যে ছবি শুধুই ছবি নয়। যে ছবি শুধুই ফুটবলের নয়। ছবিটা ফুটবল ছাপিয়ে জীবনেরও গল্প। ছবিটা হৃদয়স্পর্শী।
ততক্ষণে খেলা শেষ। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকে হেরে স্বপ্নের সলিলসমাধি ব্রাজিলের। নেইমার কাঁদছেন। অঝোরে কাঁদছেন। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন ব্রাজিলের অভিজ্ঞ সেনানী দানি আলভেজ। কান্নায় ভেঙে পড়া নেইমারকে এ সময়ে সান্ত্বনা দিতে এল ইভান পেরিসিচের পুত্র লিও। শুরুতে তাকে আটকাতে চাইছিল দুই নিরাপত্তাকর্মী। নিজেকে সামলে নেইমার ডাকল লিওকে। জড়িয়ে ধরে তাঁর খুদে ভক্তের কপালে চুমু এঁকে দিলেন। আদর করলেন। লিওও ব্রাজিলিয়ান তারকাকে জড়িয়ে সান্ত্বনা দিল।
এই দৃশ্য দেখে কে বলবে খানিক আগেই লিওর বাবা আর তাঁর সতীর্থরাই কেড়ে নিয়েছে নেইমারদের স্বপ্ন। মাঠের খেলায় অনেক নিষ্ঠুর কিংবা ভালো লাগার দৃশ্যের অবতারণা হয়। কিন্তু খেলা শেষে ভালোবাসাটাই টিকে থাকে। নেইমার যতই বাবার প্রতিপক্ষ দলের বড় তারকা হন, লিও তাঁকে যে অনেক ভালোবাসে, এই দৃশ্যেই পরিষ্কার। তাই তো খেলা শেষে ক্রোয়েশিয়ার জয়ের আনন্দ শেষে ছুটে আসে প্রিয় নেইমারকে একটু ছুঁয়ে দেখতে। ভালোবাসা জানাতে।
গতকাল কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ে দলকে এগিয়ে দিয়েও দলকে জয় এনে দিতে পারেননি নেইমার। নিজের বিশ্বকাপ স্বপ্ন এভাবে শেষ হয়ে যাবে, তিনি নিজেও কি তা ভেবেছিলেন!
খেলায় জয়-পরাজয়, আনন্দ-হতাশা সবই থাকে। কিন্তু সব ছাপিয়ে খেলার অর্থ বোধ হয় এটাই। নেইমার-লিওর অপূর্ব এই ছবি। নেটিজেনরা তা মুহূর্তেই ছড়িয়ে দেবেন দিকে, দিকে, চারদিকে—তা আর অস্বাভাবিক কী!
ছবিটা গত রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। যে ছবি শুধুই ছবি নয়। যে ছবি শুধুই ফুটবলের নয়। ছবিটা ফুটবল ছাপিয়ে জীবনেরও গল্প। ছবিটা হৃদয়স্পর্শী।
ততক্ষণে খেলা শেষ। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকে হেরে স্বপ্নের সলিলসমাধি ব্রাজিলের। নেইমার কাঁদছেন। অঝোরে কাঁদছেন। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন ব্রাজিলের অভিজ্ঞ সেনানী দানি আলভেজ। কান্নায় ভেঙে পড়া নেইমারকে এ সময়ে সান্ত্বনা দিতে এল ইভান পেরিসিচের পুত্র লিও। শুরুতে তাকে আটকাতে চাইছিল দুই নিরাপত্তাকর্মী। নিজেকে সামলে নেইমার ডাকল লিওকে। জড়িয়ে ধরে তাঁর খুদে ভক্তের কপালে চুমু এঁকে দিলেন। আদর করলেন। লিওও ব্রাজিলিয়ান তারকাকে জড়িয়ে সান্ত্বনা দিল।
এই দৃশ্য দেখে কে বলবে খানিক আগেই লিওর বাবা আর তাঁর সতীর্থরাই কেড়ে নিয়েছে নেইমারদের স্বপ্ন। মাঠের খেলায় অনেক নিষ্ঠুর কিংবা ভালো লাগার দৃশ্যের অবতারণা হয়। কিন্তু খেলা শেষে ভালোবাসাটাই টিকে থাকে। নেইমার যতই বাবার প্রতিপক্ষ দলের বড় তারকা হন, লিও তাঁকে যে অনেক ভালোবাসে, এই দৃশ্যেই পরিষ্কার। তাই তো খেলা শেষে ক্রোয়েশিয়ার জয়ের আনন্দ শেষে ছুটে আসে প্রিয় নেইমারকে একটু ছুঁয়ে দেখতে। ভালোবাসা জানাতে।
গতকাল কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ে দলকে এগিয়ে দিয়েও দলকে জয় এনে দিতে পারেননি নেইমার। নিজের বিশ্বকাপ স্বপ্ন এভাবে শেষ হয়ে যাবে, তিনি নিজেও কি তা ভেবেছিলেন!
খেলায় জয়-পরাজয়, আনন্দ-হতাশা সবই থাকে। কিন্তু সব ছাপিয়ে খেলার অর্থ বোধ হয় এটাই। নেইমার-লিওর অপূর্ব এই ছবি। নেটিজেনরা তা মুহূর্তেই ছড়িয়ে দেবেন দিকে, দিকে, চারদিকে—তা আর অস্বাভাবিক কী!
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৭ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে