Ajker Patrika

হারের পর রোনালদোর রহস্যময় বার্তা, সৌদি অধ্যায় তাহলে শেষ

ক্রীড়া ডেস্ক    
হারের পর রহস্যময় পোস্ট দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফেসবুক
হারের পর রহস্যময় পোস্ট দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফেসবুক

সৌদি আরবে কত দিন ক্রিস্টিয়ানো রোনালদো থাকছেন—এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে অনেক বেশি। কারণ, আল নাসরের সঙ্গে পুরোনো চুক্তির মেয়াদও আর বেশি দিন নেই। আর গত রাতে সামাজিকমাধ্যমে রহস্যময় পোস্ট দিয়ে ব্যাপারটা আরও ঘনীভূত করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

আল ফতেহ ক্লাব স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসরকে ৩-২ গোলে হারিয়েছে আল ফতেহ। ম্যাচ শেষের পরই রোনালদোর সামাজিক মাধ্যমে সেই রহস্যময় পোস্ট। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘এই অধ্যায়টা শেষ। আর গল্পটা? এখনো হচ্ছে লেখা। সবার প্রতি কৃতজ্ঞটা।’ একই লেখা তিনি তাঁর অফিশিয়াল এক্স ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন।

এক সঙ্গে তিনটি সামাজিক মাধ্যমে একই লেখা পোস্ট করায় ভক্ত-সমর্থকদের ধারণা হতেই পারে যে রোনালদো মৌসুম শেষে আল নাসর ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। কারণ, ৩০ জুন সৌদি ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি শেষ হবে। নতুন চুক্তি নিয়ে তৈরি হচ্ছে একের পর এক ধোঁয়াশা। আর রোনালদোর এ বছরের ক্লাব বিশ্বকাপে খেলার ব্যাপারে কদিন আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ক্লাব বিশ্বকাপে যেকোনো একটি দলের হয়ে খেলতে পারে রোনালদো। কয়েকটি ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে।’ সেক্ষেত্রে তাঁর আল নাসর ছাড়ার সম্ভাবনা বেশি। কারণ, তাঁর দল ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। সৌদি আরব থেকে এই টুর্নামেন্টে শুধু আল হিলাল খেলছে।

যুক্তরাষ্ট্রে এ বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। আর ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দল ১ থেকে ১০ জুন পর্যন্ত বিশেষ দলবদলের সুবিধা পাবে। এই সুবিধায় তারা প্রয়োজনীয় খেলোয়াড় সই করাতে পারবেন।

আল ফতেহ ক্লাব স্টেডিয়ামে গতকাল ৪২ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন রোনালদো। আর প্রথমার্ধের পর অতিরিক্ত ৪ মিনিটে সমতাসূচক গোল করেন আল ফতেহ স্ট্রাইকার মাতিয়াস ভার্গাস। ৭৫ মিনিটে সাদিও মানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।

পিছিয়ে পড়া আল ফতেহ এরপর নাটকীয় জয় তুলে নেয়। মুরাদ বাতনা, ম্যাথাউস ম্যাকাদো জোড়া গোল করে আল ফতেহকে ৩-২ গোলের জয় এনে দেন। তাতে ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগ আল নাসর শেষ করল তিনে থেকে। ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এবারের সৌদি প্রো লিগ শেষ করল আল নাসর।

আল নাসরে ২০২৩ সালের জানুয়ারি থেকে খেলছেন রোনালদো। দুই বছরে সৌদি ক্লাবটির হয়ে ১০৫ ম্যাচে করেছেন ৯৩ গোল। অ্যাসিস্ট করেছেন ১৯ গোলে। ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া ক্লাবটির হয়ে আর কিছু জিততে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত