Ajker Patrika

বিশ্বকাপ শেষ কন্তের

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৪৫
বিশ্বকাপ শেষ কন্তের

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিশ্বকাপ খেলতে পারবেন না এনগালো কন্তে। সেই গুঞ্জনটা এবার সত্যি হলো। গতকাল জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার হওয়ায় তাঁর বিশ্বকাপে খেলা হচ্ছে না আর। 

বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি মিডফিল্ডারের ক্লাব চেলসি। গত আগস্ট মাস থেকেই চোটের কারণে মাঠের বাইরে কন্তে। দীর্ঘ সময় ধরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকল কোনো উন্নতি হচ্ছিল না তাঁর। সুসংবাদ না পাওয়ায় শেষ পর্যন্ত অস্ত্রোপচার করতে হলো এই মিডফিল্ডারের। তাঁর অস্ত্রোপচার সম্পর্কে চেলসি জানিয়েছে, ‘ক্লাবের মেডিকেল বিভাগের সহায়তায় একজন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেছেন এই মিডফিল্ডার, চোট পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কথা বলার জন্য। সমঝোতার ভিত্তিতেই এনগালোর চোট সারাতে অস্ত্রোপচারের ব্যাপারে সবাই সম্মত হয়। অস্ত্রোপচার সফল হয়েছে, সুস্থ হতে চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।’ সেই হিসাবে তাঁর আর বিশ্বকাপ খেলা হচ্ছে না। 

গত আগস্টে টটেনহামের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন কন্তে। বিশ্বকাপ থেকে তাঁর ছিটকে যাওয়া ফ্রান্সের জন্য বড় ধাক্কা। কেননা এর আগে দলটির আরেক মিডফিল্ডার পল পগবারও অস্ত্রোপচার করানো হয়েছে। তাঁকেও বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নরা পাবে কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। আগামী ২০ নভেম্বর বিশ্বকাপ শুরু হবে কাতারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত