লিওনেল মেসির কাছে হেরে গত বছর ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জেতা হয়নি আর্লিং হালান্ডের। এবার ২০২৪ লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন এ দুই ফুটবলার।
গত বছরও লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন মেসি। এবার যে ৬ জনের মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে মেসি ও হালান্ড ছাড়াও আছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। বাকি তিনজনের দুজন অ্যাথলেটিকস ও একজন মোটর রেসিংয়ের।
মেয়েদের বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য মনোনীত ৬ জনের তালিকায় আছেন আইতানা বোনমাতি। স্পেনের হয়ে গত বছর নারী ফুটবল বিশ্বকাপ জেতেন তিনি। রয়েছেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিয়াতেক।
‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। কলম্বিয়ার নারী ফুটবলার লিন্ডা কাইসেদো ও যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ। ‘কামব্যাক অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন ক্যানসার জয় করে ফেরা সেবাস্তিয়ান হলার। এ মাসেই আইভরি কোস্টকে আফ্রিকান কাপ জিতিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ড। তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট কাতারিনা জনসন-থম্পসন ও চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রুসকোভা। বর্ষসেরা সেরা দলের তালিকায় আছে ম্যানচেস্টার সিটি ও স্পেন নারী ফুটবল দল।
লরিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হবে ২২ এপ্রিল, মাদ্রিদে। সাংবাদিক ও ব্রডকাস্টারদের পাশাপাশি বেশ কয়েকজন কিংবদন্তি ক্রীড়াবিদদের ভোটের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয় লরিয়া ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি।
লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা
নোভাক জোকোভিচ (সার্বিয়া, টেনিস)
মোন্ডো ডুপলান্টিস (সুইডেন, অ্যাথলেটিকস)
আর্লিং হালান্ড (নরওয়ে, ফুটবল)
নোয়া লেইলেস (যুক্তরাষ্ট, অ্যাথলেটিকস)
লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল)
ম্যাক্স ভার্স্টাপেন (নেদারল্যান্ডস, মোটর রেসিং)
লিওনেল মেসির কাছে হেরে গত বছর ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জেতা হয়নি আর্লিং হালান্ডের। এবার ২০২৪ লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন এ দুই ফুটবলার।
গত বছরও লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন মেসি। এবার যে ৬ জনের মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে মেসি ও হালান্ড ছাড়াও আছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। বাকি তিনজনের দুজন অ্যাথলেটিকস ও একজন মোটর রেসিংয়ের।
মেয়েদের বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য মনোনীত ৬ জনের তালিকায় আছেন আইতানা বোনমাতি। স্পেনের হয়ে গত বছর নারী ফুটবল বিশ্বকাপ জেতেন তিনি। রয়েছেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিয়াতেক।
‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। কলম্বিয়ার নারী ফুটবলার লিন্ডা কাইসেদো ও যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ। ‘কামব্যাক অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন ক্যানসার জয় করে ফেরা সেবাস্তিয়ান হলার। এ মাসেই আইভরি কোস্টকে আফ্রিকান কাপ জিতিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ড। তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট কাতারিনা জনসন-থম্পসন ও চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রুসকোভা। বর্ষসেরা সেরা দলের তালিকায় আছে ম্যানচেস্টার সিটি ও স্পেন নারী ফুটবল দল।
লরিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হবে ২২ এপ্রিল, মাদ্রিদে। সাংবাদিক ও ব্রডকাস্টারদের পাশাপাশি বেশ কয়েকজন কিংবদন্তি ক্রীড়াবিদদের ভোটের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয় লরিয়া ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি।
লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা
নোভাক জোকোভিচ (সার্বিয়া, টেনিস)
মোন্ডো ডুপলান্টিস (সুইডেন, অ্যাথলেটিকস)
আর্লিং হালান্ড (নরওয়ে, ফুটবল)
নোয়া লেইলেস (যুক্তরাষ্ট, অ্যাথলেটিকস)
লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল)
ম্যাক্স ভার্স্টাপেন (নেদারল্যান্ডস, মোটর রেসিং)
ক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
৪৪ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
২ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। অপর গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
৪ ঘণ্টা আগে