লিওনেল মেসির কাছে হেরে গত বছর ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জেতা হয়নি আর্লিং হালান্ডের। এবার ২০২৪ লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন এ দুই ফুটবলার।
গত বছরও লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন মেসি। এবার যে ৬ জনের মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে মেসি ও হালান্ড ছাড়াও আছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। বাকি তিনজনের দুজন অ্যাথলেটিকস ও একজন মোটর রেসিংয়ের।
মেয়েদের বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য মনোনীত ৬ জনের তালিকায় আছেন আইতানা বোনমাতি। স্পেনের হয়ে গত বছর নারী ফুটবল বিশ্বকাপ জেতেন তিনি। রয়েছেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিয়াতেক।
‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। কলম্বিয়ার নারী ফুটবলার লিন্ডা কাইসেদো ও যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ। ‘কামব্যাক অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন ক্যানসার জয় করে ফেরা সেবাস্তিয়ান হলার। এ মাসেই আইভরি কোস্টকে আফ্রিকান কাপ জিতিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ড। তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট কাতারিনা জনসন-থম্পসন ও চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রুসকোভা। বর্ষসেরা সেরা দলের তালিকায় আছে ম্যানচেস্টার সিটি ও স্পেন নারী ফুটবল দল।
লরিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হবে ২২ এপ্রিল, মাদ্রিদে। সাংবাদিক ও ব্রডকাস্টারদের পাশাপাশি বেশ কয়েকজন কিংবদন্তি ক্রীড়াবিদদের ভোটের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয় লরিয়া ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি।
লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা
নোভাক জোকোভিচ (সার্বিয়া, টেনিস)
মোন্ডো ডুপলান্টিস (সুইডেন, অ্যাথলেটিকস)
আর্লিং হালান্ড (নরওয়ে, ফুটবল)
নোয়া লেইলেস (যুক্তরাষ্ট, অ্যাথলেটিকস)
লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল)
ম্যাক্স ভার্স্টাপেন (নেদারল্যান্ডস, মোটর রেসিং)
লিওনেল মেসির কাছে হেরে গত বছর ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জেতা হয়নি আর্লিং হালান্ডের। এবার ২০২৪ লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন এ দুই ফুটবলার।
গত বছরও লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন মেসি। এবার যে ৬ জনের মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে মেসি ও হালান্ড ছাড়াও আছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। বাকি তিনজনের দুজন অ্যাথলেটিকস ও একজন মোটর রেসিংয়ের।
মেয়েদের বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য মনোনীত ৬ জনের তালিকায় আছেন আইতানা বোনমাতি। স্পেনের হয়ে গত বছর নারী ফুটবল বিশ্বকাপ জেতেন তিনি। রয়েছেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিয়াতেক।
‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। কলম্বিয়ার নারী ফুটবলার লিন্ডা কাইসেদো ও যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ। ‘কামব্যাক অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন ক্যানসার জয় করে ফেরা সেবাস্তিয়ান হলার। এ মাসেই আইভরি কোস্টকে আফ্রিকান কাপ জিতিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ড। তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট কাতারিনা জনসন-থম্পসন ও চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রুসকোভা। বর্ষসেরা সেরা দলের তালিকায় আছে ম্যানচেস্টার সিটি ও স্পেন নারী ফুটবল দল।
লরিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হবে ২২ এপ্রিল, মাদ্রিদে। সাংবাদিক ও ব্রডকাস্টারদের পাশাপাশি বেশ কয়েকজন কিংবদন্তি ক্রীড়াবিদদের ভোটের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয় লরিয়া ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি।
লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা
নোভাক জোকোভিচ (সার্বিয়া, টেনিস)
মোন্ডো ডুপলান্টিস (সুইডেন, অ্যাথলেটিকস)
আর্লিং হালান্ড (নরওয়ে, ফুটবল)
নোয়া লেইলেস (যুক্তরাষ্ট, অ্যাথলেটিকস)
লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল)
ম্যাক্স ভার্স্টাপেন (নেদারল্যান্ডস, মোটর রেসিং)
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
৩২ মিনিট আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
২ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
৩ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৬ ঘণ্টা আগে