দুর্ঘটনা কখন ঘটবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। গত রাতে কল্পনাই করতে পারেননি এমন কিছু তাঁর সঙ্গে ঘটতে যাচ্ছে। প্রতিপক্ষের বুটের আঘাতে থেঁতলে গেছে দোন্নারুম্মার মুখ। তবে যাঁর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তিনি লাল কার্ড দেখেননি।
মোনাকোর স্তেদি লুই দ্বিতীয় স্টেডিয়ামে গত রাতে লিগ ওয়ানে মুখোমুখি হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মোনাকো। ম্যাচের ১৭ মিনিটে পিএসজি গোলরক্ষব দোন্নারুম্মার সঙ্গে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর নেওয়া শট আটকে দেন দোন্নারুম্মা। তবে সিঙ্গো নিজেকে থামিয়ে রাখতে পারেননি। দোন্নারুম্মাকে টপকে গোল দিতে গেলে তাঁর (সিঙ্গো) বুটের তলার দিকটা সরাসরি দোন্নারুম্মার মুখে আঘাত করে। পিএসজি গোলরক্ষকের গালের বেশির ভাগ অংশ কেটে যায়।
দোন্নারুম্মার কেটে যাওয়া অংশে রক্তপাত বন্ধ করতে ১০ স্টাপল দিয়ে কোনোমতে জোড়া লাগানো হয়। তবে বেশিক্ষণ তিনি থাকতে পারেননি। ২২ মিনিটে গোলরক্ষক বদলে ফেলে পিএসজি। দোন্নারুম্মার পরিবর্তে এরপর দলটির গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন মাতভেই সাফোনোভ। জখমকাণ্ডে অবশ্য লাল কার্ডে দেখেননি সিঙ্গো। মোনাকোর ডিফেন্ডার যে হলুদ কার্ড দেখেন, সেটা ১৩ মিনিটে। দোন্নারুম্মার দুর্ঘটনার পর আরেকটি হলুদ কার্ড দেখলেই মাঠের বাইরে চলে যেতেন সিঙ্গো।
নিয়মিত গোলরক্ষক দোন্নারুম্মা পুরোটা সময় খেলতে না পারলেও তাঁর দল পিএসজি জয় নিয়ে মাঠ ছেড়েছে। পিএসজি ৪-২ গোলে জিতেছে মোনাকোর বিপক্ষে। পিএসজির জোড়া গোল করেন উসমান দেম্বেলে, যার একটি করেছেন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে। একটি করে গোল করেন দেসিরি দু ও গনসালো রামোস। লিগ ওয়ানের ২০২৪-২৫ মৌসুমের পয়েন্ট তালিকায় ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। ১৬ ম্যাচে তারা জিতেছে ১২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র করেছে।
দুর্ঘটনা কখন ঘটবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। গত রাতে কল্পনাই করতে পারেননি এমন কিছু তাঁর সঙ্গে ঘটতে যাচ্ছে। প্রতিপক্ষের বুটের আঘাতে থেঁতলে গেছে দোন্নারুম্মার মুখ। তবে যাঁর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তিনি লাল কার্ড দেখেননি।
মোনাকোর স্তেদি লুই দ্বিতীয় স্টেডিয়ামে গত রাতে লিগ ওয়ানে মুখোমুখি হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মোনাকো। ম্যাচের ১৭ মিনিটে পিএসজি গোলরক্ষব দোন্নারুম্মার সঙ্গে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর নেওয়া শট আটকে দেন দোন্নারুম্মা। তবে সিঙ্গো নিজেকে থামিয়ে রাখতে পারেননি। দোন্নারুম্মাকে টপকে গোল দিতে গেলে তাঁর (সিঙ্গো) বুটের তলার দিকটা সরাসরি দোন্নারুম্মার মুখে আঘাত করে। পিএসজি গোলরক্ষকের গালের বেশির ভাগ অংশ কেটে যায়।
দোন্নারুম্মার কেটে যাওয়া অংশে রক্তপাত বন্ধ করতে ১০ স্টাপল দিয়ে কোনোমতে জোড়া লাগানো হয়। তবে বেশিক্ষণ তিনি থাকতে পারেননি। ২২ মিনিটে গোলরক্ষক বদলে ফেলে পিএসজি। দোন্নারুম্মার পরিবর্তে এরপর দলটির গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন মাতভেই সাফোনোভ। জখমকাণ্ডে অবশ্য লাল কার্ডে দেখেননি সিঙ্গো। মোনাকোর ডিফেন্ডার যে হলুদ কার্ড দেখেন, সেটা ১৩ মিনিটে। দোন্নারুম্মার দুর্ঘটনার পর আরেকটি হলুদ কার্ড দেখলেই মাঠের বাইরে চলে যেতেন সিঙ্গো।
নিয়মিত গোলরক্ষক দোন্নারুম্মা পুরোটা সময় খেলতে না পারলেও তাঁর দল পিএসজি জয় নিয়ে মাঠ ছেড়েছে। পিএসজি ৪-২ গোলে জিতেছে মোনাকোর বিপক্ষে। পিএসজির জোড়া গোল করেন উসমান দেম্বেলে, যার একটি করেছেন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে। একটি করে গোল করেন দেসিরি দু ও গনসালো রামোস। লিগ ওয়ানের ২০২৪-২৫ মৌসুমের পয়েন্ট তালিকায় ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। ১৬ ম্যাচে তারা জিতেছে ১২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র করেছে।
১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরীফুল-সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে রীতিমতো পুড়ছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
১৩ মিনিট আগেসিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। শুরুতে দ্রুত উইকেট হারালেও জাকের আলী অনিকের ফিফটি ও শেখ মেহেদীর কার্যকর এক ইনিংসের সৌজন্যে লড়াইয়ের স্কোর গড়ে তারা। শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন জাকের। ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংল
১ ঘণ্টা আগেহোটেলের লবিতে ঢুকতেই চোখে পড়ল বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে কোথাও বেরিয়ে পড়ছেন নারী দলের কোচ পিটার বাটলার। সাংবাদিকদের দেখে মাঝখানে অবশ্য দাঁড়িয়েছিলেন। কিন্তু কুশল বিনিময়ের পর আর কোনো দেরি করেননি।
১ ঘণ্টা আগেবেঁচে থাকলে আগামী ১ আগস্ট ৫৬ বছরে পা রাখতেন গ্রাম থর্প। দীর্ঘসময় বিষণ্নতায় ভোগার পর গত বছর মুক্তি পেতে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে তাঁকে এখনো ভোলেনি ইংল্যান্ড ও তাঁর দল সারে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে প্রয়াত এই ব্যাটারকে তাঁর ৫৬তম জন্মদিনে স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে