Ajker Patrika

ফ্রান্সে ব্রাজিলিয়ান কিংবদন্তির ৬ কোটি টাকা চুরি

ফ্রান্সে ব্রাজিলিয়ান কিংবদন্তির ৬ কোটি টাকা চুরি

প্যারিস অলিম্পিকে এবার ঘটছে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। চুরি-ডাকাতি, দর্শকদের মাঠে ঢুকে ঝামেলা পাকানো, রেল নেটওয়ার্কে হামলা—বাদ নেই কোনো কিছুই। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো এবার খুইয়েছেন ৬ কোটিরও বেশি টাকা। 
 
নগদ অর্থ, ঘড়ি ও হীরার অলংকারসহ একটি ব্যাগ জিকো হারিয়েছেন বলে  প্যারিসের একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে জানা গেছে। ফরাসি পুলিশের কাছে আজ চুরির অভিযোগ দায়ের করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। জিকো গাড়ির জানালা খোলা রেখেছেন বলেই এমন চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, জিকোর হারানো সম্পদের অর্থমূল্য ৫ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৫ লাখ টাকা। তবে বার্তা সংস্থা এএফপির দাবি, টাকার অঙ্কটা একটু বাড়িয়ে বলা হচ্ছে। 

প্যারিস অলিম্পিকে জিকোর আগে চুরির শিকার হয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল।  আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, পরশু মরক্কোর বিপক্ষে ম্যাচের অনুশীলনে ব্যস্ত ছিলেন তাঁর শিষ্য ও অন্যান্য স্টাফরা। ফুটবলার-স্টাফদের অনুপস্থিতিতে লকার রুম থেকে চুরি হয় নগদ টাকাসহ মূল্যবান ব্যবহার্য জিনিস। গত বুধবার মরক্কোর মুখোমুখি হওয়ার আগে চুরির শিকার হয়েছে তাঁর দল। এতে টাকাপয়সার পাশাপাশি মূল্যবান ব্যবহার্য জিনিস খোয়া গেছে।থিয়াগো আলমাদা তাঁর ঘড়ি ও আংটি খুঁজে পাচ্ছেন না বলে দাবি করেছেন মাশ্চেরানো। আলমাদা আবার ফ্রান্সের গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তিনি ৫০ হাজার ইউরো খুইয়েছেন (বাংলাদেশি ৬৩ লাখ ৭৮ হাজার টাকা)।

ফুটবল, রাগবিসহ বেশ কয়েকটি খেলা শুরু হয়ে গেছে প্যারিস অলিম্পিকে। তবে আনুষ্ঠানিকভাবে অলিম্পিক উন্মোচন করা হবে আজ। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত