এর চেয়ে সুন্দরভাবে নতুন মৌসুম বায়ার লেভারকুসেন আর কীভাবে শুরু করতে পারত? রুদ্ধশ্বাস এক ফাইনালে প্রথমবারের মতো জিতল জার্মান সুপার কাপ। চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না কোচ জাবি আলোনসো।
লেভারকুসেনের বে অ্যারেনায় গত রাতে জার্মান সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল লেভারকুসেন ও স্টুটগার্ট। আক্রমণ ও প্রতি আক্রমণে লড়াই জমে ওঠে দুই দলের। ১১ মিনিটে ভিক্টর বোনাফেসের গোলে প্রথমে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিট পর এনজো মিলোত সমতায় ফেরান স্টুটগার্ট। কিছুক্ষণ পরই দুঃসংবাদ শোনে জাবি আলোনসোর দল। লেভারকুসেনর ফরোয়ার্ড মার্টিন টেরিয়ার ৩৭ মিনিটে দেখেন লাল কার্ড। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর ৬৩ মিনিটে স্টুটগার্টকে এগিয়ে নেন দেনিজ উনদাভ।
১০ জনের লেভারকুসেন ‘বাজি’ খেলে ৭৩ মিনিটে। ডিফেন্ডার রবার্ট আনদ্রিচকে উঠিয়ে স্ট্রাইকার প্যাট্রিক শিককে নামান আলোনসো। লেভারকুসেনের পরাজয় যখন সময়ের ব্যাপার ছিল, তখনই সমতায় ফেরান শিক। ৮৮ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদোর অ্যাসিস্টে গোল করেন শিক। ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ালে শেষ হাসি হাসে লেভারকুসেন। পেনাল্টি শুটআউটে স্টুটগার্টকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয় লেভারকুসেন। ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘শেষ ১০ থেকে ১৫ মিনিট এক খেলোয়াড় কম নিয়ে যেভাবে খেলেছি, সমতায় ফিরেছি, আসলেই অবিশ্বাস্য। মৌসুম এভাবে শুরু করতে পেরে ভীষণ খুশি। স্পিরিটটা আমরা ফিরে পেয়েছি।’
নবম দল হিসেবে জার্মান সুপার কাপ জিতল লেভারকুসেন। সর্বোচ্চ ১০ বার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। দুইয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। ছয়বার টুর্নামেন্টের শিরোপা জিতেছে ডর্টমুন্ড। তিনবার জিতেছে ভের্ডার ব্রেমেন। লেভারকুসেনের মতো একবার করে শিরোপা জিতেছে শালকে ফোর, স্টুটগার্ট, লাইপজিগ, ভলফসবুর্গ ও কাইজারস্লটার্ন।
এর চেয়ে সুন্দরভাবে নতুন মৌসুম বায়ার লেভারকুসেন আর কীভাবে শুরু করতে পারত? রুদ্ধশ্বাস এক ফাইনালে প্রথমবারের মতো জিতল জার্মান সুপার কাপ। চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না কোচ জাবি আলোনসো।
লেভারকুসেনের বে অ্যারেনায় গত রাতে জার্মান সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল লেভারকুসেন ও স্টুটগার্ট। আক্রমণ ও প্রতি আক্রমণে লড়াই জমে ওঠে দুই দলের। ১১ মিনিটে ভিক্টর বোনাফেসের গোলে প্রথমে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিট পর এনজো মিলোত সমতায় ফেরান স্টুটগার্ট। কিছুক্ষণ পরই দুঃসংবাদ শোনে জাবি আলোনসোর দল। লেভারকুসেনর ফরোয়ার্ড মার্টিন টেরিয়ার ৩৭ মিনিটে দেখেন লাল কার্ড। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর ৬৩ মিনিটে স্টুটগার্টকে এগিয়ে নেন দেনিজ উনদাভ।
১০ জনের লেভারকুসেন ‘বাজি’ খেলে ৭৩ মিনিটে। ডিফেন্ডার রবার্ট আনদ্রিচকে উঠিয়ে স্ট্রাইকার প্যাট্রিক শিককে নামান আলোনসো। লেভারকুসেনের পরাজয় যখন সময়ের ব্যাপার ছিল, তখনই সমতায় ফেরান শিক। ৮৮ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদোর অ্যাসিস্টে গোল করেন শিক। ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ালে শেষ হাসি হাসে লেভারকুসেন। পেনাল্টি শুটআউটে স্টুটগার্টকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয় লেভারকুসেন। ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘শেষ ১০ থেকে ১৫ মিনিট এক খেলোয়াড় কম নিয়ে যেভাবে খেলেছি, সমতায় ফিরেছি, আসলেই অবিশ্বাস্য। মৌসুম এভাবে শুরু করতে পেরে ভীষণ খুশি। স্পিরিটটা আমরা ফিরে পেয়েছি।’
নবম দল হিসেবে জার্মান সুপার কাপ জিতল লেভারকুসেন। সর্বোচ্চ ১০ বার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। দুইয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। ছয়বার টুর্নামেন্টের শিরোপা জিতেছে ডর্টমুন্ড। তিনবার জিতেছে ভের্ডার ব্রেমেন। লেভারকুসেনের মতো একবার করে শিরোপা জিতেছে শালকে ফোর, স্টুটগার্ট, লাইপজিগ, ভলফসবুর্গ ও কাইজারস্লটার্ন।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে