ইতালিতে দলবদ্ধ ধর্ষণ করে রবিনহো চলে যান নিজের দেশ ব্রাজিলে। ৯ বছরের কারাদণ্ড যে ভোগ করতে হবে, সেটাও তিনি জেনে গেছেন সময়মতোই। শেষ পর্যন্ত স্বদেশেই গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড।
১৯৯০-এর দশকে ব্রাজিলের ক্লাব সান্তোসের জার্সিতে ক্যারিয়ার শুরু হয় রবিনহোর। এই সান্তোসেই গত রাতে রবিনহোকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। সান্তোসের ফেডারেল পুলিশ গত রাতে বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘রবসন ডি সুজা (যিনি রবিনহো নামে পরিচিত) তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছে ফেডারেল পুলিশ।’ স্থানীয় সময় রাত ৮টার পর সান্তোসের পুলিশ কার্যালয়ে নেওয়া হয় রবিনহোকে। তখনই সাংবাদিকেরা জড়ো হন পুলিশের গাড়ির সামনে। ব্রাজিলিয়ান সাবেক ফরোয়ার্ডকে ঘিরে তখন একের পর এক সাংবাদিকের ক্যামেরার লেন্স ঝলক দিচ্ছিল। রবিনহো গ্রেপ্তারের পর ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, শুনানির আগে রবিনহোর ফরেনসিক মেডিক্যাল পরীক্ষা হবে। এরপর তাকে সান্তোসের যেকোনো এক কারাগারে পাঠানো হবে। সান্তোসে প্রায় ১০০ কারাগার আছে।
এসি মিলানের হয়ে খেলার সময় ২০১৩ সালে আলবেনিয়ার নারীকে ধর্ষণ করেন রবিনহো। সেদিন ২৩তম জন্মদিন উদ্যাপন করতে মিলানের নৈশ ক্লাবে গিয়েছেন সেই নারী। দলবদ্ধভাবে রবিনহো সেদিন জোর করে ধর্ষণ করেন বলে অভিযোগ সেই নারীর। ২০১৭ সালে মিলান আদালত রবিনহোসহ পাঁচজনকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। তখনই দেওয়া হয় ৯ বছরের কারাদণ্ড। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলেও লাভ হয়নি রবিনহোর। ২০২২ সালে ইতালির সর্বোচ্চ আদালত আগের শাস্তি বহালই রাখেন। সঙ্গে ব্রাজিল সরকারকে অনুরোধ করেন শাস্তি কার্যকর করার জন্য।
ব্রাজিলের আইনেও রয়েছে বিদেশে অপরাধ করে কোনো নাগরিক দেশে ফিরলে বিদেশের বিচারিক কর্তৃপক্ষের কাছে অপরাধীকে হস্তান্তর করে না ব্রাজিল সরকার। রায়ের আগেই রবিনহো ইতালি ছাড়ায় ব্রাজিলেই শাস্তি কার্যকরের অনুরোধ জানান দেশটির আদালত। সেটারই চূড়ান্ত রায় হিসেবে ৯ বছরের কারাদণ্ড দেন ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব জাস্টিস। ব্রাজিলের আদালতে ভোটাভুটির মাধ্যমে ৯-২ ব্যবধানে ইতালির দেওয়া রায় বৈধতা পায়।
ধর্ষণের অভিযোগ অবশ্য শুরু থেকেই অস্বীকার করছেন রবিনহো। চলতি সপ্তাহের রোববার স্থানীয় এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ইতালিতে আমাকে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। এমনটা আসলে (ধর্ষণ) হয়নি। পারস্পরিক সম্মতিতেই সব হয়েছে।’
ইতালিতে দলবদ্ধ ধর্ষণ করে রবিনহো চলে যান নিজের দেশ ব্রাজিলে। ৯ বছরের কারাদণ্ড যে ভোগ করতে হবে, সেটাও তিনি জেনে গেছেন সময়মতোই। শেষ পর্যন্ত স্বদেশেই গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড।
১৯৯০-এর দশকে ব্রাজিলের ক্লাব সান্তোসের জার্সিতে ক্যারিয়ার শুরু হয় রবিনহোর। এই সান্তোসেই গত রাতে রবিনহোকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। সান্তোসের ফেডারেল পুলিশ গত রাতে বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘রবসন ডি সুজা (যিনি রবিনহো নামে পরিচিত) তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছে ফেডারেল পুলিশ।’ স্থানীয় সময় রাত ৮টার পর সান্তোসের পুলিশ কার্যালয়ে নেওয়া হয় রবিনহোকে। তখনই সাংবাদিকেরা জড়ো হন পুলিশের গাড়ির সামনে। ব্রাজিলিয়ান সাবেক ফরোয়ার্ডকে ঘিরে তখন একের পর এক সাংবাদিকের ক্যামেরার লেন্স ঝলক দিচ্ছিল। রবিনহো গ্রেপ্তারের পর ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, শুনানির আগে রবিনহোর ফরেনসিক মেডিক্যাল পরীক্ষা হবে। এরপর তাকে সান্তোসের যেকোনো এক কারাগারে পাঠানো হবে। সান্তোসে প্রায় ১০০ কারাগার আছে।
এসি মিলানের হয়ে খেলার সময় ২০১৩ সালে আলবেনিয়ার নারীকে ধর্ষণ করেন রবিনহো। সেদিন ২৩তম জন্মদিন উদ্যাপন করতে মিলানের নৈশ ক্লাবে গিয়েছেন সেই নারী। দলবদ্ধভাবে রবিনহো সেদিন জোর করে ধর্ষণ করেন বলে অভিযোগ সেই নারীর। ২০১৭ সালে মিলান আদালত রবিনহোসহ পাঁচজনকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। তখনই দেওয়া হয় ৯ বছরের কারাদণ্ড। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলেও লাভ হয়নি রবিনহোর। ২০২২ সালে ইতালির সর্বোচ্চ আদালত আগের শাস্তি বহালই রাখেন। সঙ্গে ব্রাজিল সরকারকে অনুরোধ করেন শাস্তি কার্যকর করার জন্য।
ব্রাজিলের আইনেও রয়েছে বিদেশে অপরাধ করে কোনো নাগরিক দেশে ফিরলে বিদেশের বিচারিক কর্তৃপক্ষের কাছে অপরাধীকে হস্তান্তর করে না ব্রাজিল সরকার। রায়ের আগেই রবিনহো ইতালি ছাড়ায় ব্রাজিলেই শাস্তি কার্যকরের অনুরোধ জানান দেশটির আদালত। সেটারই চূড়ান্ত রায় হিসেবে ৯ বছরের কারাদণ্ড দেন ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব জাস্টিস। ব্রাজিলের আদালতে ভোটাভুটির মাধ্যমে ৯-২ ব্যবধানে ইতালির দেওয়া রায় বৈধতা পায়।
ধর্ষণের অভিযোগ অবশ্য শুরু থেকেই অস্বীকার করছেন রবিনহো। চলতি সপ্তাহের রোববার স্থানীয় এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ইতালিতে আমাকে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। এমনটা আসলে (ধর্ষণ) হয়নি। পারস্পরিক সম্মতিতেই সব হয়েছে।’
মাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
৩৭ মিনিট আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
২ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে